এমন দিনে তারে বলা যায়

ওয়েদারের কোন তালগোল খুইজা পাইতেছিনা। ভাদ্র মাস গিয়া এখন কার্তিকের মাঝামাঝি। কোথায় জীবনান্দের কার্তিকের নবান্নের দেশ, হিমশীতল প্রকৃতি আর শিশিরের শব্দ এতো দেখি একেবারে রবীন্দ্রনাথের পাগলা হাওয়ার বাদল দিন আর বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা।

বৃষ্টি আমারও ভালো লাগে (‘বর্ষা’ লিখলে আবার জিহাদ মাইন্ড খাবে, সুতরাং সেফ সাইডে থাকা ভালো) 😉 । কিন্তু এইরকম বিড়-বিড়াইয়া বৃষ্টি না। আরে বেটা নামবিই যদি ঝম-ঝমাইয়া নাম। মনের সুখে সার্ট খুইলা ছাদে গিয়া ভিজি (সামনের ফ্ল্যাটে এক পার্বতী থাকে, তার জানালা দিয়া আবার আমাদের ছাঁদ খুব কিলিয়ার দেখা যায় )। কিন্তু এইরকম হইলে তো না যায় ভিজা, না থাকা যায় শুকনা। বিরক্তির চুড়ান্ত।

সিগারেটের জন্য যে বাইরে যামু তার কোন উপায় নাই। রেইনকোট টা খুইজা পাইতেছিনা। ছাতা হারাইয়া ফেলি এই কারনে গত বর্ষায় মাসুদ রেইনকোট কিন্যা দিছিলো। কে জানে চামে ওইটা মাইরা দিছে ~x( । শরীফরে হালকা সন্দেহ হয়। অনেকদিন ধইরা রেইনকোট কিনবে কিনবে বলতেছিলো।

সন্ধ্যায় বুয়া আসার পর সবার আগে আমারে আর রাসেলরে চা খাওয়ায় । গতকাল অনেক্ষন পরও চা না পাইয়া জিগাইলাম -কি বুয়া চা দিলেন না? কয় -ভাইয়া চা পাতা নাই। মহা মুশকিল। বাসার এক্সেসরিসেও ঘাটতি দেখা দিছে। রাসেলরে বললাম- নিচ থেইকা এক দৌড়ে চা পাতা নিয়া আয়। হালার পুতে কয়- আমার শীত লাগে, তুই যা। মেজাজ খারাপ হইয়া গেলো। বুয়ারে বললাম- চা পাতা লাগবে না, এমনেই চা দেন।
দুধ, চিনি ছাড়া চা বানানো যায়। কিন্তু চা পাতা ছাড়া চা বানানোর কথা শুইনা বুয়া কেমুন কইরা যেন তাকাইলো। x-(

মেজাজ খারাপ কইরা সিনেমা দেখতে বসলাম। আন্দ্রেই তারকাভস্কি’র স্টকার (stalker). এক ঘন্টা দেখার পরও দেখি কিছুই বুঝতেছিনা। এক অধ্যাপক আর এক সাহিত্যিক দুই জন এক ঘন্টা ধইরা রেল লাইনের সাইড দিয়া হাটতেছে। এইটুকু বুঝতে পারছি। উইকিপিডিয়ায় গিয়া দেখি এইটা নাকি সাইন্স ফিকশন। দেইখা তো কিছুই বুঝার উপায় নাই। হালার ভাই তারকাভস্কি, তোরে এতো হাইথট ছবি বানাইতে কেডা কইছে। আবার তারে নাকি লোকজন কয়, ফিল্ম মেকার অব ফিল্ম মেকারস। দূরে গিয়া মর x-( । এর চেয়ে ‘চকলেট খানে’র (শাহরুখ খান, আমি আদর কইরা চকলেট খান ডাকি) কোন ছবি দেখি, তাও ভালো। সহজ সরল, কোন চিন্তা ভাবনা করতে হয় না। ‘চকলেট’ যা করে তাতেই আমার হাসি আসে। দিলাম ‘চাক দে ইন্ডিয়া’ ছাইড়া।

সিনেমা শেষ কইরা গিয়া দেখি রাসেল গান শুনতেছে। ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়………। খাইছে। এতো দেখি রোমান্টিকতার চুড়ান্ত। বৃষ্টির হাত থেইকা তো দেখি কারো নিস্তার নাই। কি লাভ বাঁচার চেষ্টা কইরা, আমিও ওর পাশে বইসা চোখ বন্ধ কইরা দিলাম।
নাহ! রবীন্দ্রনাথ বেটা পারেও। মনের কথা কেমনে জানি গানেই বইলা গেছে।
এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়
এমন দিনে মন ভোলা যায়
তপন হীন তব ঘন তমসায়…..
এমন দিনে তারে বলা যায়……।

যারা এখনো বলেন নাই তারা আজই বইলা ফালান। যারা আগেই বলছেন তারা আজকে আবার বলেন। আমিও দেখি বলার মতো কাউরে খুইজা পাই কিনা……।
এইবার আর টার্ন-আউটে ভেজাল রাখুম না।

৫,৮৪১ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “এমন দিনে তারে বলা যায়”

  1. তানভীর (৯৪-০০)

    দোস্ত...শ্রীকান্ত আচার্য্য এই গানটা অসম্ভব সুন্দর কইরা গাইসে। মন খারাপ হইলেই এই গানটা শুনি।
    তোর লেখা পইরা মনটা উদাস হইইয়া গেল! ধুর! অফিসে কাজ করতে ইচ্ছা করতেসেনা!

    জবাব দিন
  2. মরতুজা (৯১-৯৭)

    এত দিনে লাইনে আইছ। সাবাস। তয় একটা কতা জোর দিয়া কবার পারি, সিয়াটলের বৃস্টির কাছে ঢাকার এই গুড় গুড়াইন্যা বৃস্টি কিছুই না। আগামী ছয় মাস মোটামুটি পেত্যেকদিন বিস্টি অইব, ঠিক তোমার গুড় গুড়াইন্যার লাহান। সুইয্য দেহা যাইব না নেকসট ছয় মাস নিশ্চিত, মানে মেঘে ঢাকা আর কি, নরওয়ের লাহান না। ছয় মাসের জইন্যে টা টা সুয্যি মামা। সারা দিন মেঘলা। আর টেম্পারেচার থাকব শুইন্যের কাচাকাচি। মাজে মইদ্যে বরফ পরব, বিস্টি তো আছেই। আহা কি অয়েদার। সাধে কি আর এই হানে সুইসাইড এর রেট বিশ্বে হাইয়েস্ট!

    তাই কই, যা পাইছ কম না। তয় এই চান্সে নতুন কিংবা পুরান কোন পার্বতীরে মনের কতা আবার কয়া দেহ। কপালে থাকলে টার্নাউট কুন ব্যাপার না।

    জবাব দিন
  3. @মরতুজা ভাই

    আয় হায় কন কি? হালারা কি বিষ্টি সহ্য করতে না পাইরা সুইসাইড কইরা ফেলে নাকি? কেমনে কী?
    রবীন্দ্রনাথের এতোগুলি বর্ষার গান তাইলে জলে গেলো।

    হালার দুন্নাইজুড়া কোথাও শান্তি নাই। পচুর গিয়াঞ্জাম।

    বস পুরান পার্বতী আর কই পামু? সব তো ডাকাতি হইয়া গেছে। নতুন করেই সব শুরু করতে হইবো মনে লয়।

    জবাব দিন
  4. আইজকা তোদের কি হইলো? তোরও অফিসে মন বসে না, তানভীরেরও বসে না। তোর না হয় বাসায় বৌ আছে, অফিসে মন নাও বসতে পারে? কিন্তু তানভীরের কাহিনী বুঝলাম না। তলে তলে কি করতেছে কে জানে!!

    বৃষ্টি নিয়া গল্প তাড়াতাড়ি লিখ। রোদ কিন্তু উঠি উঠি করতেছে।

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    বৃষ্টির নাম লইতেই তানভীরের উসখুস। ঘটনাটা কি?

    হ দিতাছি তাড়াতাড়ি। তবে একটা গল্পের প্রায শেষ পর্যায়ে আছি। ওইটা শেষ কইরা নেই 🙂


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)

    গতকালকের আগের দিন বিকালে কিন্তু ভালোই ঝম ঝম বৃষ্টি হইছিল। ভিজতে ভিজতে জান শেষ।

    কামরুল ভাই যা করার তাড়াতাড়ি করেন। বুড়া হইয়া যাইতেছেন তো!!

    জবাব দিন
  7. @শোয়েব
    "খুইযা ত রাখছস, বইলা ফালা"

    চিন্তা করিস না। আজ হউক কাল হউক তোদের কে আমি ভাবি এনে দিবোই।
    টার্ন-আউট টা ঠিক কইরা নেই। বারবার তো সুযোগ হাত ছাড়া করা ঠিক না। 😉 😉

    জবাব দিন
  8. কামরুল, হলিউডি সিনেমার রিভিউ কেউ দেয় না ক্যান? আমার আবার অইটা ছাড়া অন্যগুলা চলে না। সিনেমা দেইখ্যা মন খারাপ করতে মন চায় না।

    মরতুজা, সিয়াটল নিয়া একটা সিরিজ করলেই তো পার? সিয়াটলের মানুষ শুনছি পাগলা টাইপ।

    জবাব দিন
  9. তানভীর (৯৪-০০)

    @কেমস...মন খারাপের আবার মা-বাপ আসে নাকি? তোর মত অত পার্বতী থাকলে মন তো কম-ই খারাপ হইত! 😉 হলিউডি ছবির রিভিউ আমিও শুনতে চাই।

    @ টিটো, মনের কষ্টে উসখুস করি রে! তোর মত প্রতিভা নিয়া জন্মাইলে তো কষ্টে গদ্য বা পদ্য কিছু একটা নামায়ে দিতাম। 🙂

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)

    @তানভীর
    এ শালা, তুই পানির মত মুতিস, আমিও পানির মত মুতি এর মধ্য প্রতিভা কোথায়? হারামী শুধু শুধু লজ্জা দিস।

    কামস,
    হঠাত কইরা একটা লবণের টিভি এ্যাড নিয়া ব্যস্ত হইতে হইল তাই গল্পটা শেষ করতে পারলাম না।কাইল দিমুনে..


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. হাসনাইন (৯৯-০৫)

    হায়রে বৃষ্টি...আমার টাইমিং গুলা একদুম মিলে না... যখন ঘুমাই বৃষ্টিও ঘুমায়... যখন বাইরে যাইতে মুন চায় বৃষ্টিরও নামতে মুন চায়...। x-(

    ভাই লেখা গুলা আর কমেন্ট গুলা পড়তাছি আর :))

    জবাব দিন
  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এতোক্ষণ কবীর সহ অন্যান্য অনেকের কমেন্ট পইড়া হাসাহাসি করতে করতে কামরুলের এই লেখাখান আরেকবার পড়লাম। এই গভীর রাইতে মনটা উচাটন হইয়া গ্যালো আচমকা হুদাই, ক্যাম্নে কি বুঝলামনা কিছুই :dreamy: মাথা চুলকাইতাছি খালি। রবীন্দ্রনাথ ব্যাটায় "এমন দিনে তারে বলা যায়" লেখলেও, "এমন রাইতে কাউরে বলার মতো" কিছু লেখছে কিনা মনে করতাম পারতাছিনা :(( :((


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  13. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফৌজিয়ান ভাই, আজকে সিসিবিতে ঢুকেই কামরুল ভাইএর এই লেখা পড়েছিলাম...পড়ে মনটা বিক্ষিপ্ত হয়ে গেল...গতকাল আমার এক প্রিয় মুখের জন্মদিন ছিল, যে কিনা হতে পারত “এমন দিনে তারে বলা যায়” টাইপ...। হতে পারত, কারন তার বিয়ে হয়ে গেছে...!!!
    আজ সারাদিন হাসি-ঠাট্টা করাটা মুখোশ পড়ে অভিব্যক্তি ঢাকার অপচেষ্টা ছিল মাত্র...
    শেষ বেলায় আপনি আবার ঝামেলা কইরা দিলেন...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  14. @সামিয়া
    রোজার সময় নাহয় রোজা ধরতো বইলা খালি স্মাইলি দিয়া সাইরা ফেলতা। এখন কি সমস্যা?

    @ফৌজিয়ান ভাই
    বস আগে তো পার্বতীর দেখা পাই , তারপরেনা টার্ন-আউট।

    @ফুয়াদ
    আশেপাশে খালি পার্বতী কই দেখলি? ২/১ একটা যাও আছে সব তো বুকিং দিয়া রাখছে মানুষজন।

    জবাব দিন
  15. @হাসনাইন
    টাইমিং গুলা আমারো একদুম মিলে না।

    @ফৌজিয়ান ভাই
    "গভীর রাইতে মনটা উচাটন হইয়া গ্যালো আচমকা হুদাই"
    আর কতো রাত একা থাকবেন?

    @জুনায়েদ
    ও তুমিও তাইলে দেবদাস কেইস? ক্যামনে কী?

    @সায়েদ ভাই
    বস দুইডা শয়তান মুতামুতি করতেছে আর আপনে হাসেন!! 😉 😉

    জবাব দিন
  16. রায়হান আবীর (৯৯-০৫)

    কালকে আবহাওয়া বার্তায় কইছে আজকে রোদ উঠবে। বাংলাদেশের এইসব বার্তা আবার কুনদিন বিশ্বাস করি নাই। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি আসলেই রোদ উইঠা পড়ছে। অনেক দিনের পর বৃষ্টি আসলে যেরম লাগে আজকের রোদ তারচেয়েও অনেক বেশী ভাল্লাগতেছে।

    আর কামরুল ভাই, আপনের সিনেমাগুলা নিতে আসুম কবে? পরীক্ষা শ্যাষ। ডেট দেন। আগামী শুক্র-শনি বার চলবো?

    জবাব দিন
  17. মুহাম্মদ (৯৯-০৫)

    এহ্‌, উপরের কমেন্টটা আমি করছি। লিংকন কালকে ঘুমানোর আগে পাসওয়ার্ড সেইভ দিয়া ঘুমাইছে। আমি তো ভাবছি আমারটাতেই লগিন। কমেন্ট দিয়া দেখি 'রায়হান আবীর'।

    জবাব দিন
  18. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কামরুল ভাই, দেবদাস কেস হইলেও তো কওনের কিছু থাকত...
    ছ্যাঁকা খামু কি...চুলার কাছে যাওয়া দূরের কথা, রান্না ঘরেই ঢুকতে পারি নাই...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  19. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফৌজিয়ান ভাই, কাঁটা ঘায়ে এসিড মাইরেন না...চুলা গ্যাসের হইলেই কি, স্টিলের হইলেই কি!!!
    রান্না তো শেষ!


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  20. জিহাদ (৯৯-০৫)

    বর্ষা ছাড়া মনের কথা বলা‍‍‍‍ না গেলে তো বিপদের কথা। 🙂

    @ফুয়াইদ্দ্যা - মিসা কথা কস ক্যান?
    @কামরুল ভাই- মিসা কথায় সায় দেন ক্যান?


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  21. আহ্সান (৮৮-৯৪)

    কামরুল,
    লা জওয়াব একটা লেখা দিছো। আমি কেন জানি এরকম করে কিছু লিখতে পারিনা...। মনটা আমারো কেমন জানি একটু উদাস হয়ে গেলো। তাই আমার বাচ্চা কমান্ডোগুলারে কাদার মধ্যে গড়াগড়ি করাইলাম কিছুক্ষণ(কি করুম আমিতো আর তোমাগো মত সাহিত্য সংস্কৃতির মানুষ না)।

    তোমার পার্বতী পর্ব সুখের এবং সফল হোক এই কামনা করছি।

    কবীর,
    ধইরা পিটাইতে ইচ্ছা করতাছে। :chup: আরে ব্যাটা রান্না ঘরে যদি ঢুকতেই না পারছিস, তাইলে তা বলতে আসছিস ক্যান? মেজাজটাই খারাপ হইয়া গেল। এমনিতেই লেখাটা পইড়া মন উদাস, তার উপরে আবার এই ব্যর্থতার কাহিনী। আর ভালো লাগেনা এইসব রান্না ঘরে ঢুকতে না পারার কাহিনী...। এরপরে খালি রান্না ঘর না , ডাইনিং স্পেস পর্যন্ত (আপাততঃ এর বেশি না)ঢোকার কাহিনী চাই...।

    জবাব দিন
  22. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ব্লগে আমার যত জুনিয়র-সিনিয়র শুভাকাংখি আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ...!
    আপনাদের মত শুভাকাংখি থাকলে, কারও আর কুভাকাংখির দরকার নাই... x-( x-(

    কামরুল ভাই, শষা কাটার ছুরি দিয়া মারুম না...ব্যথা পাইব...
    এমনভাবে ওরে মারুম, ব্যথাও টের পাবে না... 😉
    এরেই কয়-সাপও মরব না, লাঠিও ভাইঙ্গা চুরমার... :grr: :grr:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  23. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    "তাই আমার বাচ্চা কমান্ডোগুলারে কাদার মধ্যে গড়াগড়ি করাইলাম কিছুক্ষণ"
    কামরুল ভাই, এই বাচ্চা কমান্ডো গুলা যদি তাদের কাদায় গড়াগড়ি খাওয়ার কারণটা কুনুদিন জানে,তাইলে মামা বুইঝেন কিন্তু-জিন্দেগিতে আর মাল খাওয়া লাগবোনা বোতল সুদ্দা আপনেরে রিমান্ডে পাচার কইরা দিবো 😛

    জবাব দিন
  24. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমি জুনিয়র বলে আপনার মুখের উপর কিছু বললাম না...
    তা না হলে বলতাম,'ফৌজিয়ান ভাই,বানায়েন না...!!!' অথবা 'বস, চাপা মাইরেন না...!!' 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  25. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রোজার মাসে কিন্তু ইফতারের পর হইতে সেহরীর আগ পযন্ত অফ পিক আওয়ার…।।যা ইচ্ছা করা যায়…।

    নালায়েক, কমবখত!
    ওই টাইম তারাবিহ্ আর তাহাজ্জুদ পড়ায় মশগুল থাকার সময় 🙂


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।