আট বছর আগে এক দিন

একটু আগেই এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট দিলো। যারা এইবার পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয় জিপিএ-৫ পাওয়া নিয়ে খুব টেনশনে ছিলো। আট বছর আগে এমন এক দিনে আমিও খুব টেনশনে ছিলাম। এ প্লাস, জিপিএ-৫ এইগুলি নিয়ে না। আমার পাস করা নিয়া টানাটানি ছিলো।
রেজাল্ট আনতে গিয়া দেখি কানের পাশ দিয়া গুল্লি গেছে। ফার্স্ট ডিভিসন। ফোন করে আব্বারে জানানোর পর আব্বা বললেন- গরু ছাগল রে দুই বছর পড়াইলেও তো স্টার মার্ক পাইবো। তুই আমার সামনে আসিস না। ডরে আমি ঢাকা থেইকা আর বাসায় যাই নাই। আমার মতো রেজাল্ট ছিলো শোয়েবেরও। ও ভাবতেছিলো ও হয়তো ফেল করবো। কিন্তু ৬০৫ পাওয়ার পরে কোকের বোতল কিননা শ্যাম্পেনের বোতলের মতো ঝাকি দিয়া সবাইরে খাওয়াইলো। আজ হঠাত এই সব মনে পইরা গেলো।

একটু আগে আমাদের সিলেটের এডজুট্যান্ট আশিক ভাই এর সাথে কথা হইলো। সিলেটের রেজাল্ট ভালোই। ৪৬জন এ প্লাস পাইছে ৫৩ জনের মধ্যে।

বাকি কোন কলেজের রেজাল্ট কেমন? কেউ জানলে এইখানে জানাইয়ো।

৫,১৮১ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “আট বছর আগে এক দিন”

  1. জিহাদ (৯৯-০৫)

    নেটে সার্চ দিয়া যা পাইলাম তার সারমর্ম হইলো এইবছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পাসের হার ১০০%। কিন্তু জিপিএ ৫ কয়টা সেইটা দেবার প্রয়োজন বোধ করেনাই কেউ 😕

    কেউ জানেন নাকি? :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. মুহাম্মদ (৯৯-০৫)

    এইবার নাকি গ্রেডের সাথে নাম্বারও দিবে। কারণ ভর্তি পরীক্ষা উঠে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির ক্ষেত্রে প্রথমে গ্রেড ও পরে নাম্বার দেখা হবে। ক্যাডেটদের ভবিষ্যৎ তাইলে অতি উজ্জ্বল।

    জবাব দিন
  3. সিরাজ (৯৪-০০)

    বরিশাল এর ৪৩ জনের মাঝে ৪০ টা জিপি এ ৫।ভালই তো মনে হয় কি কস ।
    এবার মনে কর আমাদের রেজাল্টের সময় আমরা শেওরা পারা মেস এ থাকতাম।ঐ মেসে রাতে......।।শোয়েব,মাসুদ,মাকসুদ,মেহ্রাব,রনি,আমিনুল,কাদের,তুই আমি মনসুর.........।।সবাই মিলে এক বিশাল party দিছিলাম......।.........।কারন আমরা পাস করছি.........।।আর কি চাই.........আমরা সবাই তখন রাজা..।.।।...আমাগো খুশি দেখলে আমি sure মরা মানুস ও তখন কব্রর থেকে ফাল দিয়া উঠে জিগাইতো.....।...।।কি ভাই...আলদিনের চেরাগ পাইলেন নাকি.।।.।।...।
    তুই কি কস বস......।

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)
    দেইখা আব্বা বলল- এইটা কোনও নাম্বার হইল? ২৫ এ পাইছস ১১।

    আমি বললাম ২৫ এ না আব্বা। ১০০ তে।

    =)) =)) হাসাইতে হাসাইতে মিয়া রোজার দিনে খিদা ধরায়া ফালাইসেন :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. ইফতেখার (৯৫-০১)

    এই পোষ্ট টা দেখে আরেকবার জাহিদ রেজা ভাই এর কথা মনে পরে গেলো।

    এস এস সি এর রেসাল্ট এর পর আমারে প্রথম যেইদিন দেখসে, জরাইয়া ধইরা বলসিলো "কার হাউসের ক্যাডেট দেখতে হবে না?"

    এইচ এস সি এর পর ও একই ঘটনা, কি বলসিলেন মনে নাই, জরায় ধরা টা মনে আসে।

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    আজ এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট দিলো।

    একটু আগে আমাদের সিলেটের এডজুট্যান্ট আশিক ভাই (পকক ৮৫-৯১) এর সাথে কথা হইলো। সিলেটের রেজাল্ট ভালোই। ৩৬জন এ প্লাস পাইছে ৪২ জনের মধ্যে। বাকিরা একটুর জন্যে মিস!

    বাকি কোন কলেজের রেজাল্ট কেমন? কেউ জানলে এইখানে জানাইয়ো।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।