সাবাস বাংলাদেশ

খিদা লাগলে আমরা পুরা ইন্ডিয়া খেয়ে ফেলি 😀

আপাতত স্ক্রিনশট নিয়া রাখলাম, পরে ফ্রেমে বান্ধাইয়া রাখুম 😀

সবার শেষে একটা কথা –

আমরা বর্ডারে লুকাইয়া মারি না। আমরা মারি খোলা মাঠে, সবার সামনে !

১,৪৯৮ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “সাবাস বাংলাদেশ”

  1. রকিব (০১-০৭)

    মানে পুরাই সিরাম।
    হালুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউম।
    পরের ডিনার করবো সিংহ দিয়া মানে শ্রীলঙ্কা।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    দেশের বাইরে বসে প্রথম বাংলাদেশের বিজয় দেখলাম, ফিলিংসই আলাদা... :goragori: :goragori: :goragori:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আমার ল্যাবে ৬ জন ভারতীয় আছে। খেলার শেষদিকে (জেতার সম্ভাবনা যখন প্রকট হচ্ছে মুশফিকুরের ডবল ছক্কার পর) এসে সবাই আমাকে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছিলো। সোমবার মিষ্টি খাওায়াতে হবে সব কটাকে। 😛
    তবে উইনিং শটটা না মারা পর্যন্ত আমার টেনশন যাচ্ছিলোনা। কি খেলাটাই না খেললো বাঘের বাচ্চারা!
    Bangladesh won by 5 wickets ----ইউটিউবে এসে পরে হাইলাইটস-এ এই লাইনটা
    প্রাণভরে দেখছিলাম। আরো ঘনঘন এমন লাইন দেখতে বড় ইচ্ছে করে। দেখবো নিশ্চয়ই! (সম্পাদিত)

    জবাব দিন
  4. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    রি-ইউনিয়নের মাঝে বাংলাদেশের এমন একটা অদ্ভুত বীরত্বগাথা, অসাধারন এক বিজয় পুরো রি-ইউনিয়নের আনন্দকে সহস্র-নিযুত গুন বাড়িয়ে দিয়েছিল। সামনের ম্যাচে শ্রীলংকা আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিজয়ের মাসে যুদ্ধ আর ক্রিকেট উভয়কে জয় করার ইতিহাস সৃষ্টি করুক বাংলাদেশ।

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।