চাকর…

রকিব্বা চা ওলা আমারে কয়, ভাইয়া আপনে আজকে কিছু একটা লিখেন।
আমি কইলাম, আমি তো তো লেখা ভুইলা গেছি। কীবোর্ড দিয়া আজকাল যা প্রসব করি সেইটা দেইখা নিজেরই হলুদ রঙয়ের আবর্জনা ছাড়া কিছু মনে হয় না।
হারামি তবু বলে, নাহ ভাইয়া আজকে কিছু লিখতে হবেই।

আমি বসে বসে ভাবি। আগে আমি মনের আনন্দে লিখতাম। এখন লিখি পয়সার জন্য। মনের আনন্দে যতদিন লিখছি ততদিন টাকা ছিল না, কিন্তু মনে শান্তি ছিল।
এখন লিখলে অফিস টাকা দেয়। আমার টাকা আছে, মনে শান্তি নাই।
অসভ্য, অশিক্ষিতরা আমাকে যা বলে আমি তাই লিখি। ওরা মাস শেষে আমার একাউন্টে টাকা পাঠায়, আমি সেই টাকা দিয়া ব্যংকক ঘুরতে যাই। শান্তি খুঁজি। অস্থির অস্থির লাগে।

রকিব্বা, আমি তোরে এত কইরা কইলাম আমি লেখা ভুলে গেছি। তবু কেন জোরাজোরি করিস?

৪,৬১৪ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “চাকর…”

  1. রেজা শাওন (০১-০৭)

    সেই রকম লেখা হইছে ভাই। রকিব ঠিকই কইছে। লেখাটার মধ্যে ব্রিটিশ আমল থেকে সাম্প্রতিক কালের হাসিনা'র বাংলাদেশের তাবৎ সাংবাদিকদের মনকষ্টের কথা ফুটে উঠেছে।

    এটা একটা প্রতীকী লেখা।

    সমাধান দিয়ে যাই।

    সমাধান হচ্ছে বিবাহ। ( বেয়াদপি মাফ হবে)

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    এ এমন আশ্চায্য আচানক বিষয় যে আমি ভাষা হারাই ফেলসি...

    ভাই, আপনার এই কয় লাইন পড়েই আমার কষ্ট লাগতেছে। মন খারাপ হইছে। মন খারাপের চোটে একটু আগে হালকা হালকা শীত লাগতেছিল সেটাও আর বোধ হইতেছে না।
    আমরা সবাই কেমনে কেমনে চাকর হয়ে গেলাম! 🙁

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    মনটাই ভাল হইয়া গেল :salute: :salute: :salute: (সম্পাদিত)


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)
    হলুদ রঙয়ের আবর্জনা

    এইটা দেখলেই খালি কোন এক চিরতরুণ সিনিয়র ভাইয়ের কথা মনে পড়ে...
    হোয়াই দিস কোলাভেরি, কাইয়ূম ভাই? ;))


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. রেজওয়ান (৯৯-০৫)

    আররইইইইইইই সব্বেনাশ 😕
    যাই চোখে পানি দিয়া আসি....ঘুমাইতেসি না তো 😮
    :bash: :bash: :bash: ধুরররররররর এ দেখি সত্যি :no:
    আসল কথা কইয়া লই ,
    একটা ট্যুরিজম নিয়া গাইড লিখেন পাতায়া এর উপর :grr:
    আমরা যারা নাদান আছি একটু উৎসাহ পাই 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।