উৎসর্গঃ ফয়েজ ভাই

মেলা পোস্ট। সব পোস্টে মিষ্টি। কোনটা থুইয়া কোনটা খাই!
ধুর, বিজি হইয়া গেলাম।
শুভ জন্মদিন সিসিবি

(পরের পর্ব আগামী বছর)

৭,৩৭৪ বার দেখা হয়েছে

৯১ টি মন্তব্য : “উৎসর্গঃ ফয়েজ ভাই”

  1. টিটো রহমান (৯৪-০০)

    সদস্যঃ ৫ অতিথিঃ ১৩

    কামরুল হাসান (৯৪-০০)
    রবিন (৯৪-০০/ককক)
    রেজওয়ান (১৯৯৪-২০০০)
    মাহবুব (১৯৯৪-২০০০)
    টিটো রহমান (৯৪-০০)

    ৯৪ ব্যাচ ড়কায়
    :awesome: :awesome: :awesome:
    :tuski: :tuski: :tuski:
    :awesome: :awesome: :awesome:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মেলা কমেন্ট। সব কমেন্টে ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাই গেসে 😛 । কোনটা থুইয়া কোনটা পিড়ি!
    ধুর, বিজি হইয়া গেলাম।
    শুভ জন্মদিন সিসিবি

    (পরের পর্ব আগামী বছর)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:

    ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!

    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. রেশাদ (১৯৯৩ -৯৯)

    অরিজিনাল পোস্টে 'মেলা' শব্দের জায়গায় 'মেল্লা' শব্দ ব্যবহার করে এক অদ্ভুত ধ্বনি দ্যোতনার সৃষ্টি করা হয়েছিল। একটি ঐতিহাসিক পোস্টের শব্দ বিকৃতির অফ্রাধে :thumbdown:

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।