সিসিবি-ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসী

আসলে এটা দেয়ার কথা ছিল এহসান ভাইয়ের। কিন্তু তিনি খুব ব্যস্ত থাকায় আমাকেই লিখতে আদেশ করেছেন। ক্যাডেট কলেজের জুনিয়র হওয়ার এই এক সমস্যা। সিনিয়ররা একবার মুখ থেইকা কথা বাইর করলেই হইলো। অর্ডার ইজ অর্ডার। পরের জন্মে আমি তাই সিনিয়র হয়ে জন্মাইতে চাই। হে আল্লাপাক , আমার দোয়া কবুল কইরো। আমিন।

কাজের কথায় আসি।
বিশ্বকাপ শুরু হচ্ছে। আমরা সামান্য লিগের সময়ই ফ্যান্টাসী-ফুন্টাসী খেইলা ফাডাইয়া ফেলাইছি আর বিশ্বকাপের সময় ফ্যান্টাসী খেলবো না তা কি হয়! বিশ্বকাপ নিয়েও ফ্যান্টাসী লিগ হবে। সিসিবি ওয়ার্ল্ড-কাপ ফ্যান্টাসী।

সময় বেশি নাই। ৪ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এরই মধ্যে অবশ্য অনেকেই করে ফেলেছেন। বাকি যারা আছেন তাঁরা এখানে গিয়ে জলদি রেজিস্ট্রেশন করে নিন।

রেজিস্ট্রেশনের পরে দলে দলে সিসিবি ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসীতে যোগ দিন। লিগ কোড 78037-18687

নিয়ম কানুন বিস্তারিত লেখার সময় নাই। তবে আপনারা নিয়ম কানুন পড়ে নিতে পারেন এখান থেকে

বেশ ভালো কিছু পুরষ্কার আছে। হাসানের (৯৬-০২) মত যাদের পুরষ্কার জেতার অভ্যাস আছে তাঁরা প্রাইজ লিস্ট দেখে নিতে পারেন এখানে। আমরা মোহামেডান, আমাদের কাছে অংশগ্রহনই বড় কথা।

তাহলে আর দেরি করে লাভ নেই। আসুন শুরু করি।
খালি ম্যরাডোনা-দুঙ্গা-লিপ্পিরা খেলবে আমরা বসে বসে দেখবো , এ হতে পারে না।
আমরাও বিশ্বকাপ খেলপো (কপিরাইট লুঙ্গি মাস্ফু)।

৩,৩৬২ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “সিসিবি-ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসী”

  1. ইফতেখার (৯৫-০১)

    জয়েন করে ফেল্লাম B-) B-)

    সেই সাথে একটা Castrol's FIFA World Cup Predictor Challenge ও চলবে নাকি? যারা প্লেয়ার সিলেক্ট করে খেলার স্ট্যামিনা রাখে না (বা প্লেয়ারদের ঠিকমতন চিনে না) তারাও সুযোগ পেত। ব্র্যাকেট প্রেডিক্টরে প্রতি খেলায় শুধু জয়ী বা ড্র সিলেক্ট করতে হয়।

    শুধুমাত্র সিসিবির জন্য ২-৩টা পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে।

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)
    আমরা মোহামেডান, আমাদের কাছে অংশগ্রহনই বড় কথা।

    :))

    এইবার আর কোন কথাতেই চিড়া ভিজবেনা। আগের বার রেজিস্ট্রেশন করে যে পাপ করসিলাম সেইটা আর টেনে টেনে ইলাস্টিসিটি কমাইতে চাইনা 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    সেই কবে রেজিস্ট্রেসন করে বসে আছি... এখন পর্যন্ত দল বানাইতে দিল না 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)

    মাহমুদ ভাইয়ের সাথে একবার সিটিং দিছিলাম। তিনি আমারে বুঝাইছিলেন পুরা পোস্টের থিম থাকে প্রথম প্যারায় আর প্রথম প্যারার জিস্ট থাকে শেষ বাক্যে। এই পোস্টের সেই জায়গাতেই আমার নাম দেখলাম !!!
    যা হোক অংশ নিতে কবে থেকেই রেজিস্ট্রেশন করে বসে আছি। তবে যে রুল দেখলাম এহসান ভাইয়ের টিপস ছাড়া টিম বানাইতে বিপদ আছে। এহসান ভাইয়েরে মতামত পাইলেই হয় এখন।

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    অনেক কষ্টে একটা টিম দাড় করাইলাম... আগামাথা কিছুই বুঝতাছিনা... পুরা ভাগ্যের উপর ছাইড়া দিছি 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    আমারে দিয়া এই জিনিষ হবে না, খেলা দেখতেই পারছি না ( সর্বোচ্চ দেখেছি ৩০ মিনিট 🙁 ) আর সামনে দুই সপ্তাহ জঙ্গলে কাটাতে হবে, টিভি, ইন্টারনেট কোন কিছু না থাকার সম্ভাবনা ৯৯% :(( :((


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    বিশ্বকাপ তো শেষ, কেউ একজন এবার একটা আমলনামা লিখলে ভাল হইত...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. তানভীর (১৯৯৪-২০০০)

    World cup শেষের বিস্তারিত আলোচনা দেখি না কেন ... প্রতিবার প্রথম সারির দল নিয়াই কথা হয়, এইবার একটু নিচের সারির দল নিয়ে ও আলোচনা করা দরকার || মটিভেসন বলে তো একটা কথা আছে... পরে কিন্তু এরা অংশগ্রহন ই করবে না... ||||
    অংশগ্রহণ নয় জয় ই আসল কথা ...>>> :duel:

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।