৬ ফাল্গুনঃ শুভ জন্মদিন কবি

এই সব ভালো লাগে

(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল –
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে
ফিরে এল; রং তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল,
নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল; –
পউষের শেষ রাতে নিমপেঁচাটির সাথে আসে সে যে ভেষে

কবেকার মৃত কাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;
তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সোহাগে
মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়;
তখন এ পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়;
পৃথিবীও নাই আর; দাঁড়কাক একা — একা সারারাত জাগে;
কি বা হায়, আসে যায়, তারে যদি কোনোদিন না পাই আবার।
নিমপেঁচা তবু হাঁকে : ‘পাবে নাকো কোনোদিন, পাবে নাকো
কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর।’

-রূপসী বাংলা
জীবনানন্দ দাশ
————————————————————
শুভ জন্মদিন, প্রিয় কবি।

৪,৫০৯ বার দেখা হয়েছে

৭৯ টি মন্তব্য : “৬ ফাল্গুনঃ শুভ জন্মদিন কবি”

  1. রকিব (০১-০৭)

    হয়তো হাজার হাজার বছর পরে
    মাঘের নীল আকাশে
    সমুদ্রের দিকে যখন উড়ে যাবো
    আমাদের মনে হবে
    হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।

    শুভ জন্মদিন কবি।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    জীবনানন্দ পোলাডারে আমি খুউব ভালা পাই, এই পোলাডা আমার দেশী মানুষ। আমার জীবনের একটা ইচ্ছা হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হওয়া, আর যদি এইডা হইতে পারি, তয় জীবনদারে একটা উপহার দিমু। আ.লীগ "জিয়া বিশ্ববিদ্যালয়"র নাম পাল্টাইয়া করছে "বরিশাল বিশ্ববিদ্যালয়", আমার ইচ্ছা ঐটা হইব জীবনদার নামে "জীবনানন্দ দাশ বিশ্ববিদ্যালয়, বরিশাল" ... ...
    দু:খ ... ... স্বাধীনের ৪০ বছর পরও নামকরণ নিয়া কাড়াকাড়ি, অথচ দেশে গুণীজনের অভাব নাই ... ... খালেদা জিয়ারে জিগাইতে মন চায়, "বিএনপির ঘাটি" বরিশালে একটা বিশ্ববিদ্যালয় কইরা হেইডার নাম আবার জিয়ারে দেলা ক্যা ??? মোগো বরিশালে কি নাম দেওয়ার মত কোন কৃতী সন্তান নাই ??? আর হাসিনা আফারে কী কমু ??? জিয়ার নামডা পাল্টাইছ ভাল কথা, বরিশাইল্লা আর কারও নাম কি খুইজ্জা পাও নাই ??? ???

    জবাব দিন
  3. জিনাত (২০০২-২০০৮)

    ভাইয়া পার্টিতে ছুট্টুবন্ধুরা আসবেনাতো
    অনটপিক আপিকে শুভ জন্মদিন
    অন অনটপিক কামরুলভাইয়া,কবির সব কবিতাগুলোর কোন লিংক বা এড্রেস পাওয়া যাবে কি

    জবাব দিন
  4. রেশাদ (৮৯-৯৫)

    "কোন দূর কুহকের কূল
    লক্ষ্য করি ছুটিতেছে নাবিকের হ্রদয়-মাস্তুল
    কেবা তাহা জানে!
    আচিন আকাশ তারে কোন কথা কয় কানে কানে!"

    "জয়,- তরুণের জয়।
    আত্নাহুতির রক্ত কখনো আঁধারে হয় না লয়!
    তাপসের হাড় বজ্রের মতো বেজে উঠে বারবার!
    নাহি রে মরণে বিনাশ, - শ্নশানে নাহি তার সংহার,
    দেশে দেশে তার বীণা বাজে - বাজে কালে কালে ঝঙ্কার!"

    জবাব দিন
  5. মেলিতা

    জ়ীবনানন্দ দাশের একটা কবিতা, আমার খুব প্রিয় স্মৃতি থেকে
    মনে পড়ে সেই কোলকাতা ১৩৩০
    বস্তীর মতো ঘর
    বৌবাজারের মোড়ে দিনমান ট্রাম করে ঘরঘর
    আমাদের কিছু ছিলো না তখন, ছিলো শুধু যৌবন
    সাগরের মত বেগুনী আকাশে সোনালি চিলের মন
    .............................
    .............................
    .............................
    সংসার আজ শিকার করেছে সোনালি চিলেরা হল শিকার
    আজ আমি আর কবিতা লিখি না, তুমি ও তো ছবি আকো না আর
    তবু শীতের শেষে ফাল্গুনে মাতাল যখন সোনাল বন
    ১৩৩০ দারিদ্র সেই ফিরে চাই আজ সে যৌবন
    ফিরে চাই আজ তোমারে আবার.....

    জবাব দিন
  6. জিনাত (২০০২-২০০৮)

    শবনম জেরিন লিটা আপা তো আমাদের কলেজের লিজেন্ড।গর্বের সাথে বলি আমাদের রেড হাউসের হাউসপ্রিফেক্ট ছিলেন।ওনার জীবনকাহিনী সত্যিই অনেক inspiring। লাল সালাম একদম ঠিক আছে ভাইয়া (লাল হাউস কিনা)

    জবাব দিন
  7. হাসান (১৯৯৬-২০০২)

    কবি ও ভাবী দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছা 🙂 আমার কাছেও দিনটা ইস্পিশাল, কারণ গত বছর এই দিনেই আমি সিসিবিতে জয়েন করেছিলাম .... মানে আমার সিসিবিসত্ত্বার জন্মদিন আরকি 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।