সিসিবি পিকনিক (আপডেট)

১.
সিসিবি জন্মদিন উদযাপন নিয়ে আগের পোস্টে দুই-একজন ছাড়া বাকি সবাই আবাহনী-মোহামেডান খেলা নিয়াই বেশি ব্যস্ত ছিল। রেশাদ ভাই ছাড়া আর কেউ সত্যিকার অর্থে আয়োজনে সহযোগিতা করার মতো মন্তব্য দেন নি। আমরা আরেকটু বেশি ফিডব্যাক আশা করেছিলাম। কারন সবার ফিডব্যাক ছাড়া আসলে বড় করে কোন অনুষ্ঠান আয়োজন করা যায় না। যাই হোক, সমস্যা নেই, সিসিবি’র জন্মদিন উদযাপন এতে আটকাবে না। 😀 উৎসব হবে। বড়সড় করেই হবে।

হবে, কারণ আমাদের লাবলু ভাই নামে একজন বড় ভাই আছেন। ‘এবার কিছু করতে পারবো না, খুব ব্যস্ত আছি’ বলেও যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন।

২.
জিহাদ, রায়হানের যন্ত্রনায় অনলাইন আসা বন্ধ করে দিয়েছিলাম। দেখা হলে একটাই কথা- কামরুল ভাই পিকনিক কবে হবে?
ভয়ে লুকিয়ে থাকি। কিন্তু বেদ্দপগুলি আমার চেয়েও বড় হারামি। গভীর রাইতে আমি যখন ফেসবুকে সুন্দরী মেয়েদের সিরাম সিরাম ছবি দেখি হারামিগুলা তখন ফোন দিয়া ডিস্টার্ব দেয়। কানের কাছে সেই একই কথা, পিকনিক কবে হবে? পিকনিক কবে হবে?
-ওই হারামি আমারে জিগাস ক্যান, কাইয়ুম ভাইরে ধর
-ধরছিলাম তো, উনি কইলো আপনার সাথে কথা কইতে

মহা মুশকিল! ফোন দিলাম কাইয়ুম ভাইরে।

-ওই মিয়া, আপনে কিন্তুক কামডা ঠিক করেন নাই
-বেলাডি, সিনিয়ররে ঠিক বেঠিক শিখাস!
-না মানে ইয়ে, ছোড পোলাপাইনগুলিরে আমার পিছনে লেলাইয়া দিলেন ক্যান?
-আরে পিকনিক পিকনিক কইরা কান ঝালাপালা কইরা ফালাইতেছে, তাই কইলাম তোরে জিগাইতে
– ধুর মিয়া, আমি ক্যামনে কমু পিকনিক হবে কী হবে না
– হুম, কী করা যায় বল তো?
-চলেন লাবলু ভাইরে ধরি…… এছাড়া উপায় নাই।

এবিসি রেডিও বর্ষপূর্তি, ফৌজদারহাটের রি-ইউনিউন, ঈদ অনুষ্ঠানমালার ব্যস্ততা সবকিছুর ফাঁকে লাবলু ভাই ঠিকই সবচেয়ে গুরুত্বপূর্ন কাজটা করে দিলেন।

গাজীপুরে লাবলু ভাইদের ব্যাচের শাহাদাত ভাইয়ের বাগান বাড়িটা ফাঁকা থাকবে ১১ ডিসেম্বর, শুক্রবার। আপাতত ঠিক করা হয়েছে ,আমাদের পিকনিক হবে সেখানে। সকালে ঢাকা থেকে একসাথে যাবো সবাই, সারাদিন কাটিয়ে বিকেলে ফিরে আসবো।

৩.
ভেন্যু না হয় পাওয়া গেল। কিন্তু যাব কিভাবে?
কেন জানি তাইফুর ভাইয়ের কথা মনে এল। অনেকদিন সিসিবিতে নেই। পেশাগত ব্যস্ততা চলছে এইটুকু জানি। তবু ভাবলাম একবার ফোন দেই। তাইফুর ভাই পারেনা এমন কাজ দুনিয়াতে নেই।

ফোন দিলাম এবং যথারীতি যাবার ব্যবস্থা হয়ে গেল।
শুক্রবার আমরা ঢাকা থেকে গাজীপুর যাব তাইফুর ভাইয়ের সৌজন্যে।
কখন কোথা থেকে বাস ছাড়বে সেটা পিকনিকের কয়েকদিন আগে জানানো হবে।

৪.
এবার আসল কথায় আসি। পিকনিক স্পট এবং যাবার ব্যবস্থা হয়ে গেল। কিন্তু বাকি কাজটুকু আমাদের করতে হবে। আমাদের সবার।
খাওয়া দাওয়ার খরচ আছে। অনেকদিন ধরে সিসিবির টি-শার্ট বানানোর কথা বলছিল সবাই। বর্ষপূর্তি উপলক্ষ্যে এবার সেটা করা হচ্ছে, তবে সীমিত সংখ্যক।
সব মিলিয়ে ভালো খরচ পড়বে। এবং সেটা বহন করতে হবে আমাদের সবার। সবার মানে আমরা যারা চাকরি-বাকরি করি তারা। যারা এখনো স্টুডেন্ট তারা এ দায়িত্বটা ভবিষ্যতে নিবে। আপাতত আমরা নেই।

সুতরাং আমরা যারা চাকরি-বাকরি, ব্যবসা-বানিজ্য করি তারা সিসিবি পিকনিক উপলক্ষ্যে জনপ্রতি ১০০০টাকা করে দেব। পারলে তারচেয়ে বেশি। আশা করি এতে পিকনিকের খরচ হয়ে যাবে।

তবে ছোট্ট একটু কাজ করতে হবে স্টুডেন্টদের। ১৫০ টাকা করে দিতে হবে। টি-শার্টের খরচ বাবদ। সব স্টুডেন্টদের।
টি-শার্ট দেয়া হবে সবাইকে, চিন্তা নেই।

ছোট, মাঝারি, বড় (S. M. L) কার কোন সাইজ মন্তব্যে জানালে সুবিধা হবে। এবং ৫ তারিখের মধ্যে। নইলে সবার কপালে মাস্ফুর সাইজের টি-শার্ট জুটতে পারে।

৫.
তাহলে কথা দাঁড়ালো এই রকমঃ
সিসিবি পিকনিকঃ ১১ ডিসেম্বর, শুক্রবার, গাজীপুর।
চাঁদাঃ জনপ্রতি ১০০০ টাকা (শুধু চাকরিজীবি সদস্যদের জন্যে)
১৫০ টাকা (স্টুডেন্টদের জন্যে)

( অনিবার্য কারণবশত কোন কিছু পরিবর্তন হলে এই পোস্টে জানানো হবে। সুতরাং নিয়মিত চোখ রাখুন। )

কারা কারা যাচ্ছেন সিসিবি পিকনিকে মন্তব্যে জানালে একটা পাকাপাকি হিসাব পাওয়া যাবে।

শুভ পিকনিক।

আপডেটঃ-১
শাহাদাত ভাইয়ের বাগানবাড়ির (মুন হাউজ) কিছু ছবি দেয়া হলো (সৌজন্যেঃ লাবলু ভাই)

1

2

Moonu

আপডেটঃ-২
যারা টি-শার্ট এবং পিকনিকের চাঁদাটা আগে দিতে চান (আগে পেলে আমাদের কিছুটা সুবিধা হয়) তাদের অনরোধ করছি নিচের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্যে।

রায়হান আবীরঃ ০১৬৭০৪১৪৭৮২
কামরুল হাসানঃ ০১৯১২৮৫৬৭৯৭
কাইয়ুমঃ ০১৭১৩২৪৫৪০৫

৮,২৬৫ বার দেখা হয়েছে

১৯৩ টি মন্তব্য : “সিসিবি পিকনিক (আপডেট)”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    স্মল সাইজের টি শার্ট...... B-)
    টাকা দিবে মাস্ফ্যু দা :grr:
    ১৩ তারিখ থেকে দেড় মাসের জন্য বিদায় নিমু...... :((
    তাই সেই ব্যাস্ততায় আসা হবে না 🙁
    পিকনিক জম্পেশ হোক :boss:

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আবারো চেয়ে চেয়ে দেখা ছাড়া আর উপায় নাই। তবে টি-শার্ট আমারো একটা চাই। মিডিয়াম সাইজ।
    একটা ছোট প্রশ্ন, টাকাটা কার কাছে পৌঁছে দেবো?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. জুলহাস (৮৮-৯৪)

    আগেই সন্দেহ করছিলাম............এমনডি হইবো............ 🙁 🙁 😕 😕 😕
    ১২ তারিখে তথাকত্থিত কোর্সের ফাইনাল পরীক্ষা...............কাজেই..., যাওয়া হচ্ছে না...সুনিশ্চিত......... :thumbdown: :thumbdown:
    তারপরেও.........অ-নে-কে মজা করবে দেইখা ভাই-এ বহুত খুশ!!! :goragori: :awesome:
    সিসিবি রক্ক্‌সসসসস......
    অন টপিকঃ চাকুরিজীবি হইয়াও কি (পরীক্ষাজনিত কারণে আসিতে না পারায়...)শুধু টি-শার্ট -এর বুকিং দেওয়া যাইবো? বুকিং দেওয়া গেলে আমার জন্যে তিনটা লাগবো.........!!! (আমার জন্য গেঞ্জীর সাইজ মিডিয়াম......, আমার বউয়ের জন্য গেঞ্জীর সাইজ স্মল...এবং আমার পোলার জন্য গেঞ্জীর সাইজ......মিনি ......!!!)


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  4. রেশাদ (৮৯-৯৫)

    ব্লগে ঢুকেই প্রথম পাতাতেই দেখি আমার নাম... ১১ তারিখ পর্যন্ত থাকবে কনফার্ম।
    কামরুল কি খাইবা কও?
    আচ্ছা হেডকাউন্ট করলে মনে হয় অর্গানাইজারদের সুবিধা হতো, ওই যে ইফতার পার্টির মতন।
    শুরু করলাম মাথা গোণাঃ
    আমি ১ম। (টি শার্ট লাগবে স্বাভাবিক বড় সাইজ, মাস্ফ্যু সাইজের অর্ধেক)

    এইবার অন্য বিষয়ঃ
    টাকা কাকে কখন দিবো? আর যোগাযোগ করবো কার সাথে? যাবো কোথা থেকে? ফার্মগেটের কাছে হলে ভালো হয় সবার (অটঃ আমার বাসা আবার এখানেই :P)।
    আরেকটা কথাঃ স্পাউজদের জন্য কন্ট্রিবিউশন কতো?

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    পিকনিকের ব্যাপারে হাত তুললাম। আমার টি শার্টের সাইজ বড় তবে মাস্ফ্যুর ০.৭৫ অংশ।
    আরেকটা ব্যাপারে একটু বলার ছিল।
    ঈদের আগের দিনে লঞ্চডুবিতে মোটামুটি বড় অংকের লোক প্রাণ হারিয়েছে। এই ঘটনা অনেক পরিবারকে অসহায় করেছে অনেকের জন্য ঈদটা বড় বেশি তিক্ত হয়ে গেছে। এদের ব্যাপারে সরকারী ক্ষতিপূরণ দেয়া হয়েছে ৩০০০ টাকা। এটা কেমন রসিকতা ঠিক মাথায় আসে না। এমতাবষ্থায় সবার কাছে আমার একটু প্রস্তাবনা আমাদের পিকনিকের খরচ একটু কমিয়ে এই লোকগুলির জন্য সিসিবির পক্ষ থেকে কিছু সাহায্য করা যায় কিনা এই ব্যাপারে।
    আমি নিজের বেলায় বলতে পারি সিসবিতে ১০০০ দিলে ওদের জন্য কোন থবিল করা হলে সেখানেও আমি ১০০০ দিতে প্রস্তুত।
    আমি জাস্ট মতামত জানতে চাইছই এ ব্যাপারে।
    কামরুল ভাই বস, আবার অফটপিক কথা কওয়ার জন্য সরি। আমার কথাটা অগ্রহণযোগ্য হলে আমার মন্তব্যটি মুছে দিবেন।

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)

    লেখাটা দারুন হইছে। আগের পিকনিক পোস্টে গুরুত্বপূর্ণ কথা একেবারে না হলেও দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো আটকায় থাকেনাই একদম। লাবলু ভাই, কাইয়ূম ভাই, কামরুল ভাই, জিহাদকে বিশাল ধন্যবাদ তারজন্য। পিকনিক যে আসলেই হইতেছে চিন্তাও করতে পারতেছিনা। সুপার্ব।

    গেঞ্জির ডিজাইনটা হয়ে গেলে বানানোর দায়িত্বটা আমি নিতে পারবো। পাঁচ তারিখের পর কোন একদিন। কাইয়ূম ভাই ডিজাইনটা আমাকে পাঠায়েন, আর গেঞ্জির টাকা পয়সাটাও খুব সম্ভব প্রথমে কাউকে দিতে হবে, পরবর্তীতে পিকনিকের দিন টাকা তুলে আমরা উনাকে ফেরত দিবো।

    রাতে থাকা যাইবোনা?

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    যাইতে পারুম না...:(

    মনের দুঃখে শুধু টি শার্ট এর বুকিং দিলাম...আমার বিল দেয়া নিয়ে অনেকেই হয়ত মাতামাতি করবেন...একজন দিলেই হল...;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    দেখি পিকনিকে কারা কারা আসছে তাদের একটা লিস্ট করে ফেলি। কেউ বাদ পড়ে থাকলে দুঃখিত। মন্তব্যে জানিয়ে দিলে আপডেট করে নেব।

    ১.লাবলু ভাই
    ২.হাসনাইন
    ৩.জিহাদ
    ৪.তানভীর
    ৫.সামিয়া
    ৬.সামীউর
    ৭.রেশাদ ভাই
    ৮.আমিন
    ৯.রায়হান আবীর
    ১০.মুহাম্মদ
    ১১. মোসাদ্দেক ভাই


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  9. রহমান (৯২-৯৮)

    ১১ তারিখে আমার জয়েনিং :bash: । কানের পাশ দিয়া গেল। সিসিবি পিকনিক মিস হইয়া গেল :(( ।

    টি-শার্ট নিমু। সাইজ মাস্ফ্যুর টি-শার্টের .৮০ ভাগ 🙂 । দেখি কাইয়ুমরে টেকা দিয়া যাইতে পারি কিনা। না পারলে কামরুল এর মোবাইলে ১৫০ টেকা ফ্লেক্সি/রিফিল করি দিলে চইলবে কিনা জানাও।

    জবাব দিন
  10. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    অনেক ইচ্ছা থাকা স্বত্তেও যেতে পারছি না, অনেক অনেক দুঃখিত... জানি খুব মজা হবে...

    টি শার্ট পেতে আগ্রহী। কুমিল্লায় আছি। টাকা কিভাবে দিব আর কি ভাবে টি শার্ট পেতে পারি সে ব্যাপারে কোন সমাধান থাকলে জানাবেন প্লিজ...
    আমার মনে হয় যারা যোগদান করতে পারবে না কিন্তু আগ্রহী তাদের জন্য টি শার্টের ব্যাবস্থা করা যেতে পারে... কামরুল ভাই, এ ব্যাপারে আপনার মতামত কি??

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার তো L সাইজের টি-শার্ট লাগবো মনে হয়। আর মাস্ফ্যু সাইজকে যদি আইডিয়াল সাইজ ধরে টি-শার্ট বানানো হয়, তাহলে লাগবো M। :-B

    ফৌজদারহাটের রিইউনিয়নে সিসিবি পার্টি এই টি-শার্ট পড়ে গ্রুপ ছবি তুলবো। সুতরাং ফৌজদারহাটের পোলাপাইন রিইউনিয়নে টি-শার্টটা লগে নিতে ভুইল্লো না। ;;;

    পিকনিকে আশা করি বউ-পোলারে নিয়া লাঞ্চ টাইমে একটা ঢু মারবো। :guitar:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. আহসান আকাশ (৯৬-০২)

    এমন দিনেই পিকনিকটা পড়লো... যাবার সম্ভাবনা ০১% 🙁 তবুও এখনো আশা ছাড়ি নাই...

    গেঞ্জি দুইটা বুকিং দিলাম... ১টা M , আরেকটা S।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  13. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সম্ভবত মিস্‌ হয়ে যাচ্ছে শেষ মেশ 🙁
    চাঁদার টাকা হাতে এসেছে কিছু। ওগুলো, নিজেরটা এবং গেঞ্জির ডিমান্ড সহ সব যথাশীঘ্রই আয়োজকদের পৌঁছে দিচ্ছি।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
      • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

        অই পুচচি অমনে হাসিসনা 😡 অত বদ্দোয়া দিয়া কাম হইবোনা, চিটাগাং এর কামটা কাটায়া ফেলার আপ্রাণ চেষ্টা করতাছি, কালকের মধ্যেই কিছু একটা সিস্টেম করতে পারমু কিনা সিউর হয়া যামু, তখন হ্যালিফ্যাক্স এয়ারপোর্টে নিয়া তোরে টানা পাঙ্গা কেউ আটকাইতে পারবোনা।
        পাশে থেইকা ভইন আইসা যদি তোরে দয়া কইরা তুলে :grr: :grr:


        সংসারে প্রবল বৈরাগ্য!

        জবাব দিন
  14. সামিয়া (৯৯-০৫)

    এইবার এত্ত মানুষ মিস করলে কেমনে কি...পিকনিক পিছায় বা আগায়ে আনলে যদি বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারেন তাহলে কি সেটা চেষ্টা করে দেখা যেতে পারে? আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি :duel: :duel:
    ইস্পেশালি কাইয়্যুম ভাই, জুনা ভাই ছাড়া পিকনিক?? জুলহাস ভাই রেজু, রহমান ভাই, মেহেদী ভাই, শহীদ ভাই, জাহিদ ভাই, আকাশ ভাই...ইনাদের ছাড়া কেমনে হুদাই একটা জিনিস জমবে। আর ব্লগ প্রিন্সিপাল যিনি কিনা পুরা আড্ডা জমায় রাখেন তিনি যদি কেবল লাঞ্চ টাইমে আসেন...তাইলে তারে খাওয়া দিতাম না...

    জবাব দিন
  15. তৌফিক (৯৬-০২)

    আমিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওর আমার হয়ে টাকা পৌঁছায়ে দেওয়ার কথা। আমি হাজিরা দিয়া যাই বরং।

    ১৭। তৌফিক
    ১৮। শিরীন

    🙂

    কামরুল ভাই, আট তারিখ ঢাকা আসব আবার। ইনশাল্লাহ তখন আপনাকে ফোন দিব। 🙂

    জবাব দিন
  16. রেশাদ (৮৯-৯৫)

    টিশার্ট নিয়ে একটু কথা ছিলোঃ
    ফুল স্লিভ দিলে শীতকালটা পার করে দেয়া যেতো, আর কলার সহ হলে তো কথাই নাই 🙂
    কালো রঙের হলে কিন্তু ধোয়াধুয়ির ঝামেলা কম, সারাক্ষণ ছোটো বাচ্চাগুলোকে যেভাবে সবাই মাটিতে ফ্রন্ট্রোল দেয়ায়, এই বিষয়টাও বিবেচনায় রাখা যেতে পারে...
    খুব কি বেশী খরচ পড়বে?

    জবাব দিন
  17. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    অনেক দিন পর এলাম।
    কৈফিয়ত দেয়ার কিছু নাই।
    শুভ জন্মদিন সিসিবি।
    কামরুল কে আসল কাজটা করার জন্য ধন্যবাদ - সাথে বাকি আয়োজকদেরকেও।
    আর বস লাবলু ভাইরে লক্ষ কোটি :salute:
    পিকনিক এ আসতে পারছি না। :bash:
    এ জন্য নিজেরই ব্যান চাই।
    ঐ দিন অফিস খোলা।
    ৩ টি টী-শার্ট এর চাহিদা করছি - (জানি না দেরী হয়ে গেল কিনা 🙁 )
    ২ টি L একটি M
    আগাম ধন্যবাদ।


    সৈয়দ সাফী

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।