ব্রেকিং নিউজ

সংগ্রামী ভাই ও বোনেরা
প্রবল গণ আন্দোলনের মুখে আমাদের কমান্ডো আহসান ভাই (৮৮-৯৪) আজ দুপুরে ‘ব্যাচেলর অব সিসিবি’র স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে থেকে অব্যহতি নিয়েছেন (বাচ্চালুক, তালিয়া বাজাও)।
ডিসেম্বরে পদত্যাগের কথা থাকলেও, তার আগেই দায়িত্ব ছেড়ে দেয়ায় ব্যাচেলর সিসিবির অন্যান্য সদস্যরা তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বর্তমান সহ-সভাপতি মাহমুদ (৯০-৯৬) ভাই নেটওয়ার্কের বাইরে থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সাধারণ সম্পাদক কাইয়ুম ভাই তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ সংগ্রামী ব্যাচেলরদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। সিসিবির লক্ষ-কোটি মানুষ আজ আনন্দিত ইত্যাদি ইত্যাদি……… তিনি আরো বলেন কাউন্সিলের মাধ্যমে শীঘ্রই ব্যাচেলর সিসিবির নতুন কমিটি এবং পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।’

আমাদের প্রতিনিধি জামাই মাস্ফু একটু পর আপনাদের ছবি সহ বিস্তারিত সংবাদ দেবেন।

আপাতত আহসান ভাইকে অনেক অনেক ‘দিল্লীকা লাড্ডু’র শুভেচ্ছা।

৫,৩৩৮ বার দেখা হয়েছে

৬৮ টি মন্তব্য : “ব্রেকিং নিউজ”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন। না কামরুল তোমারে না!! আহসানরে। আগেই অবশ্য ফোনে জানাইছি।

    অফটপিক : ও আবার প্রিন্সিপালের অনুমতি ছাড়া বিয়ে করতে রাজি হচ্ছিল না। আমি আবার বিশাল হৃদয়ের মানুষ। ছেলেটা এমন কইরা অনুমতি চাইলো, না করি কেমনে? তাই সবার পক্ষ থাইক্কা অনুমতি দিলাম।

    তবে আরো খবর আছে বিয়ের পর নাকি কনে মানে আমার ছোট বোনও কমান্ডো ট্রেনিং নিতে যাইতাছে!! ;;; ;;; ;;; ঘর সামাল দিতে সমানে সমান হইতে হইবো না??


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    :awesome: :party: অভিনন্দন ভাইয়া :thumbup: :goragori:
    অবশেষে দাবী মেনে নিলেন। :hug: :hug:
    অফটপিকঃ পরের সিরিয়ালে মাহমুদ ভাই আর কাইয়ুম ভাই। :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    আহসান ভাই কংগ্রেটস ভাইয়া। ভাবীকেও শুভেচ্ছা ওনাকে তাড়াতাড়ি সিসিবিতে নিয়ে আসেন।
    আমাদের নতুন দাবী কার উপর যাইব,নেক্সট টার্গেট মাহমুদ ভাই নাকি কাইয়ূম ভাই?

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাবীসাবও হবু কুমান্ডো!
    খাইছে...!
    ওনাগো বাড়িত যাওয়া তো রিস্কি হয়া গেল...শেষে আবার সাপ, ব্যাং না খাইতে দেয়...
    যাই হোক সি ও স্যাররে অভিনন্দন...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. রুম্মান (১৯৯৩-৯৯)

    বসে তাইলে কামডা কইরাই ফালাইলেন ৎ যাই হউক ভাল করলেন নাকি খারাপ ঐ প্রসংগে নাই বা গেলাম।কয়দিন পরে নিজেই বুঝবেন।আপাততঃ আমার থিকা কনগ্র্যাটস॥


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  6. আরিফ (১৯৯৪-২০০০)

    আহসান ভাই রে অভিনন্দন এ্যন্ড বেস্ট উইশেজ।

    অঃটঃ প্রিন্সিপাল স্যার রে নতুন কমিটি গঠন করার আহবান জানানো হইলো। বর্তমান সহ সভাপতি মাহমুদ ভাই দেশে যাওয়ার আগে বিবাহের ফযীলত এবং দেশ থেকে ফিরার আগে কর্ম সম্পাদন করার ইচ্ছা প্রকাশ করেছেন (যদিও ব্যাপার টা গোপন রাখতে বলা হয়েছিল), অতএব, সহ সভাপতি মাহমুদ ভাই রে কমিটিতে কেন রাখা হবে এ ব্যাপারে সংসদের দৃষ্টি আকর্ষন করা হলো।

    জবাব দিন
  7. রায়হান (১৯৯৮-২০০৪)

    মাস্রুফ ভাই.........এইডা তো ছবি তোলার লাইগা পোজ দিছি.....................আসলে তো ফাইটটা যায়...............
    রেজওয়ান............তোর মাইর খাওয়ার টাইম আইছে.....।।


    একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।