যার মনের সাথে গণিতের চিরস্থায়ী শত্রুতা

সিসিবি’র ই-বই ‘পরানের গহীন ভিতর’ পুরোটা প্রিন্ট করে বাসায় এনে রেখে দিয়েছি। একেবারে বইয়ের মতো বাঁধাই করে। আমার টেবিলের উপরে বা বিছানার পাশে থাকে। পরিচিত কেউ বাসায় আসলে নেড়ে চেড়ে দেখে, অতি উৎসাহী অনেকে পড়েনও। আমার নিজের দু’টি লেখা আছে সেখানে। কেউ পড়তে শুরু করলে মনে মনে অপেক্ষায় থাকি এই বুঝি পড়া শেষ করে আমার কোন লেখার প্রশংসা করবে! আফসুস, কেউ এখন পর্যন্ত করেননি। লোকজন অনেক সৎ হয়ে গেছে আজকাল।

সেদিন মাসুদ ‘পরানের গহীন ভিতর’ পড়ছিল। চোরাচোখে সেদিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হবার ভাব করলাম আর মনে মনে অপেক্ষা করতে লাগলাম যদি আমার কোন লেখা নিয়ে কিছু বলে। কয়েক পাতা পড়ার পর মুখ তুলে জিজ্ঞেস করলো , ‘আচ্ছা এইটা কি সেই তাইফুর ভাই? যার কথা তুই বলিস সব সময়?’
কোনটা?
এইযে এইখানে ‘আর্টসফিকশন’ লিখছে? মোহাম্মদ তাইফুর মাহবুব পাভেল?
হুম। কালাকুর্তা-সাদামন।
গুরু এইটা কি লিখলো?
‘আর্টসফিকশন’ ?
হ! অসাধারণ। কিন্তু এতো তাড়াতাড়ি লেখাটা শেষ হয়ে গেল!
দারুন লিখছে না?
মারাত্মক। আরেকটু বড় করলে কি হইতো? একবার পইড়া শখ মিটে নাই, তাই আবার পড়লাম।
বুকের মধ্যে চিনচিন করছে না?
মাসুদ উঠে যেতে যেতে বললো, ‘মনের সাথে গণিতের চিরস্থায়ী শত্রুতা- এই লাইনটা গুরু কিভাবে লিখলো?’
আমি হেসে দিলাম।

‘আর্টসফিকশন’ আমারো সবচেয়ে পছন্দের লেখা। সিসিবিতে সবার প্রিয় পোস্টের তালিকায় এই লেখাটিকেই সবচেয়ে বেশি দেখেছি আমি। মনে আছে , প্রায় এক বছর আগে প্রথম পড়ে আমি সবার আগে বলেছিলাম ‘এটা এখন পর্যন্ত তাইফুর ভাইয়ের সেরা লেখা।’ এখনও একই মতামত আছে। এইরকম কিছু আর লিখতে পারেননি তাইফুর ভাই, যেটা পড়ে অচেনা কেউ বলবে, ‘গুরু, এইটা কি লিখলেন?’
‘আর্টসফিকশন’ বারবার লেখা যায় না।

কিন্তু আমি আশায় আছি, তাইফুর ভাই হয়তো এইরকম কিছু আবার লিখে ফেলবেন।

গুরু’র জন্মদিনে সেই অগ্রিম মুগ্ধতাই জানাতে এলাম।
সেই সঙ্গে প্রথম কান্নার দিনের শুভেচ্ছা।

১১,৩২১ বার দেখা হয়েছে

১৪৯ টি মন্তব্য : “যার মনের সাথে গণিতের চিরস্থায়ী শত্রুতা”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    x-( ওই মিয়া এই পোস্ট আমার দেওনের কথা আপনে দিলেন ক্যান? আর জন্মদিনের পুস্ট আমি যে শুরুতে বুঝতে না দিয়া লাস্টে টুইস্ট মারি সেইটা করতে দিলেন না ক্যান? x-( কপিরাইট ভঙ্গের দায়ে আপনার ভ্যাঞ্চাই x-( x-(

    জবাব দিন
  2. দিহান আহসান

    মাম্মা আপনার লগে কথা হলো, অথচ তখন শুভেচ্ছা জানালাম না,
    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। :party: :hug:
    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন, তারপর একটা জম্পেশ পার্টি দেন। 😀

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এই মাত্র তাইফুর ভাইয়ের এস এম এস পাইলামঃ

    জ্বরে পড়ছি।এইমাত্র থার্মমিটার ঘোষণা দিল ১০৪ ডিগ্রি।জন্মদিন এইবার শুভ হয়নাই,সুস্থ হইয়া সবাইরে কৃতজ্ঞতা জানামু।লাভ য়ু অল।

    আসেন সবাই সিসিবির জাতীয় মামা তাইফুর ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করি।আর উনি সুস্থ হওইয়ার পর যাতে তাড়াতাড়ি উনার কাছ থিকা জন্মদিনের ট্রিট আদায় করতে পারি সবাই মিল্লা চলেন সেই প্রার্থনা করি

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    উনার সাথে একবার কথা কইছিলাম ফুনে, মনডা জুড়ায় গেছিলো। লুকডারে আমি বড্ড ভালা পাই।
    সুস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি।
    শুভ জন্মদিন।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    সিসিবি'তে "পাওনার চেয়ে বেশি" পাইতে পাইতে বদ-অভ্যাস খারাপ হয়া যাইতেছে ...
    ম্যালা দিন পর জ্বরে কাবু হইলাম ...
    ফোন, এসএমএস, আর ব্লগে যারা শুভকামনা জানাইলেন ... ঋণী হয়া থাকলাম।
    শরীরেরও তো একটা শরীর আছে, নাকি ?? কুলাইতেছে না বইলা ইন্ডিভিজুয়ালি জবাব দিতে পারলাম না ... ক্ষমা সুন্দর দৃষ্টি ...

    (এইডা তুই কি করলি কামরুল ?? লেখা হিসেবে লেখাটা খুব ভাল হইছে ... 😀 )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    কামরুল লেখা সুন্দর। আর তাইফুর শুভ জন্মদিন। তোমার জন্মদিনটা আমার সব সময় মনে থাকবে কারণ এদিনে আমার মেয়েরও জন্মদিন।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দেরি হইলেও অসুবিধা নাই, চিক্কুর দিয়া কই, তাইফুর শুভ জন্মদিন। ভালো থাকিস ভাইয়া। সব সময় এইরকম সবুজ-তরুণ-উচ্ছল থাকিস। (কপিপেস্ট : ফেসবুক)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অনেক কিছুই কইতে চাইছিলাম...কাইয়ূম ভাই কখন আইলেন, কামরুল ভাই কবে আইবেন, কে কেমন আছেন ইত্যাদি ইত্যাদি...তা থাক,চেপে গেলাম...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কত কিছুই তো কইলাম, আর পারুম না...
    মোবাইল থেকে কমেন্ট করা কষ্ট, কমেন্ট কমেন্ট খেলা যায় না...ইত্যাদি ইত্যাদি


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  10. জুনায়েদ কবীর (৯৫-০১)

    দি, তুমি আইবা কেমনে?
    তুমি না অনেক দূরে, ভাই এর অফিস, বাচ্চারে স্কুলে দেয়া ইত্যাদি ইত্যাদি


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  11. তৌফিক (৯৬-০২)

    গ্রেট বডিজ এক্ট এলাইক। আমারও জ্বর ছিল। তাইফুর ভাইয়ের মতো আমার বডিও সেইরকম। মাসল আর হাড্ডি ছাড়া কিছু নাই।

    দেরী হইল, তবু শুভ জন্মদিন তাইফুর ভাই। ভালো হয় ওঠেন তাড়াতাড়ি। 🙂

    জবাব দিন
  12. তাইফ মামা আর কামরুল ভাইরে নিয়া একটা কোবতে লেক্সি

    "চলেন চলেন চলেন
    আপনেরা বসেন"
    [তাইফ মামার অনুরোধে ঈষৎ পরিবর্তিত :-B ]

    অফটপিক: জ্বর গেছেগা আশা করি।

    হেপি বাড্ডে :party: :party:

    জবাব দিন
  13. ফয়েজ (৮৭-৯৩)

    উরিসব্বোনাশ, নয়দিন পার হইয়া গেছে 🙁

    আরে বিয়াপার না,

    হেপি বাড্ডে তাইফুর, ধনে মানে বড় হও, শতেক সন্তানের জনক হও এই দোয়া করি 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।