মোস্তফা মামুন ভাইয়ের নাটক- ‘প্রভাতী সবুজ সংঘ’

মোস্তফা মামুন ভাইয়ের লেখা ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যটা পড়েছিলাম বেশ আগে। মামুন ভাই পড়তে দিয়েছিলেন। কিশোর উপন্যাস, রম্য বা খেলার কলামের মতো আমি মামুন ভাইয়ের চিত্রনাট্যেরও বিশাল ভক্ত। স্বাভাবিক ভাবেই ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যও খুব পছন্দ হয়েছিলো। ইচ্ছে হয়েছিলো বলি, ‘মামুন ভাই এটা আমার জন্যে রেখে দেন, আমি এই গল্পটা নিয়ে নাটক বানাবো।’ বলতে পারিনি কারণ এর আগেও মামুন ভাইয়ের দুইটা গল্প আমি নাটক বানাবো বলে বুকিং দিয়ে রেখেছি, কিন্তু বানাতে পারিনি। মামুন ভাইও অন্য কাউকে আর দেননি সেই গল্প। আমিও অবশ্য হাল ছাড়িনি, পায়ের তলার মাটি আরেকটু শক্ত হলে সেই দুটি গল্প নিয়ে আমি নাটক বানাবোই। যাই হোক, ‘প্রভাতী সবুজ সংঘে’র কথা বলছিলাম…। চিত্রনাট্য পড়ার কিছুদিন পর মামুন ভাই জানালেন এটা নাটক হচ্ছে, ধারাবাহিক, বানাবেন প্রযোজক-পরিচালক শামীম শাহেদ। খুব খুশি হয়েছিলাম, পছন্দের মানুষের কাজ টিভিতে দেখার আলাদা আনন্দ আছে।

এরপর বেশকিছু দিন গেছে। খবরের কাগজের বিনোদন পাতায় আপডেট দেখেছি, মোস্তফা মামুনের রচনা আর শামীম শাহেদের পরিচালনায় ‘প্রভাতী সবুজ সংঘে’র শ্যুটিং চলছে। অভিনেতা-অভিনেত্রীরা সাক্ষাৎকার দিচ্ছেন, এই নাটকে অভিনয় করে তাদের খুব ভালো লাগছে, অন্যরকম গল্প, ইত্যাদি ইত্যাদি। আমিও অপেক্ষায় ছিলাম , কখন অনএয়ারে আসে!
অবশেষে, আজ সন্ধ্যায় জানলাম ২৫ জুলাই থেকে চ্যানেল ওয়ানে শুরু হবে ‘প্রভাতী সবুজ সংঘ’।

মফস্বলের গল্প। বেশির ভাগ শ্যুটিং হয়েছে নরসিংদীতে। বেশ তারকাখচিত নাটক, অভিনয় করেছেন – হাসান মাসুদ, প্রাণ রায়, আদনান ফারুক হিল্লোল, লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া জাহান প্রভা, লাবনী রহমান, মাসুদ আকন্দ, সাজু খাদেম, মুকুল, লারা লোটাস। আরো বাড়তি চমক হিসেবে থাকছে প্রথমবারের মতো একসঙ্গে এই নাটকে তিন গায়কের অভিনয়- আসিফ, আগুন ও সন্দীপন।
ধারাবাহিক নাটক। দেখাবে প্রতি শনিবার আর রবিবার রাত ৮-১৫ মিনিটে চ্যানেল ওয়ানে আর পুনঃপ্রচার করবে সেদিনই রাত ১-১৫ মিনিটে।

আমি দেখবো, আপনাদেরও দেখার আমন্ত্রন জানাচ্ছি।

আর কেমন লাগলো, ভালো-মন্দ জানানোর জন্যে মামুন ভাই তো আছেনই।

(ছবি কৃতজ্ঞতা- বিডিনিউজ২৪.কম । ‘প্রভাতী সবুজ সংঘ’ নিয়ে বিডিনিউজ২৪’র ফিচার দেখুন এখানে ক্লিক করে )

৫,৬১৩ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “মোস্তফা মামুন ভাইয়ের নাটক- ‘প্রভাতী সবুজ সংঘ’”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    নায়িকা কাস্টিং তো বেশ ভালো 😀
    মামুন ভাইয়ের গল্প যেহেতু দেখতেই হবে 🙂
    কামরুল, লাবলু ভাইরে পাঠানো বার্তাখানা আমারেও সি সি দিস


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    প্রভা... 😡

    হ্যাংগারের মতো না হয়েও যে সুন্দর হওয়া যায়, এই মাইয়া তার প্রমাণ।

    মোস্তফা মামুন ভাই স্পোর্টস রিপোর্টিং যে ক্যান ছাইড়া দিল?? 🙁

    উৎপল শুভ্রের কাব্য, মহাকাব্য আর কাব্যিকতা শুনতে শুনতে মহা বিরক্ত আমি। x-(

    নাটক দেশে গেলে দেখার আশায় আছি।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।