এ শুধু গানের দিন…

অভিনেতা হিসেবে আফজাল হোসেনকে আমার কখনোই আহামরি কিছু মনে হয়নি যতটা ভার্সেটাইল মনে হতো তার সমসাময়িক হুমায়ূন ফরীদিকে। ‘হতো’ বলছি কারণ এখন হুমায়ূন ফরীদির অভিনয় দেখলে বুঝার উপায় নেই এক সময় তিনি ‘কূল নাই কিনার নাই’, ‘ভাঙ্গনের শব্দ শুনি’র মতো টিভি নাটক বা ‘দহন’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ববিতার সাথে ‘দহনে’ অভিনয় করে তিনি জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। ‘ভাঙ্গনের শব্দ শুনি’ যখন প্রথম দেখি তখন আমি অনেক ছোট, কিন্তু এখনো সেই নাটকে তার সংলাপ ‘আমি তো জমি কিনি না, পানি কিনি’ কানে বাজে। ‘সংসপ্তকে’র সেই ‘কানকাটা রমজান’ , বিটিভিতে যখন দেখাচ্ছিলো তখনো শহীদুল্লাহ কায়সারের উপন্যাসটা পড়ার বয়স হয়নি কিন্তু নাটক শুরু হবার সময় ‘রমজানে’র ভয়াবহ চেহারা দেখে আমি ভয় পেয়ে যেতাম প্রতিবার।

সেই তুলনায় আফজাল হোসেন আমার কাছে সব সময়ই খুব সাদামাটা অভিনেতা। যদিও সুবর্ণার সঙ্গে জুটি বেঁধে তুমুল নাম করেছেন, ‘সহচর’, ‘পারলে না রুমকি’ কিংবা তারও পরে ‘বহুব্রীহি’তে চমৎকার অভিনয় করেছেন, কিন্তু ওইযে বললাম, হুমায়ূন ফরীদির মতো এতো ভার্সেটাইল ছিলেন না তিনি, মানে আমার কাছে মনে হতো না আরকি! কিন্তু তারপরও আফজাল দর্শকদের কাছে, বিশেষ করে মেয়েমহলে ব্যপক জনপ্রিয় ছিলেন। এখনো আছেন, তবে সেই সময়ে আফজাল মানেই ক্রেজ।

আর সেই সময়েই আফজাল হোসেনকে নায়ক করে একটা ছবি বানালেন আব্দুল্লাহ-আল মামুন। ‘দুই জীবন’file0152 নায়িকা তখনকার নবাগতা লাস্যময়ী দিতি। সিনেমা ব্যাপক হিট হলো। আফজাল-দিতি, বুলবুল আহমেদ-কবরীকে নিয়ে মজার সিনেমা। তবে ব্যাপক হিট হবার আরেকটা কারণ এই সিনেমার চমৎকার সব গান। “তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা” অথবা ‘আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরানে’ তখন সবার মুখে মুখে। তবে যে গানটির কথা কথা বলার জন্যে আজকে এতো কিছু লিখছি সেটা এই ছবিতে আমার সবচেয়ে প্রিয় গান, ‘তুমি আজ কথা দিয়েছো , বলেছো , ও দুটি মন ঘর বাঁধবে’। গত দুইদিন ধরে নন্সটপ শুনছি, গাইছি। বাসার সবাইকে বিরক্ত করে ফেলেছি, এখন সিসিবির সবাইকে বিরক্ত করার পালা।

লাবলু ভাইয়ের যেহেতু গান নিয়ে পোস্ট দেবার সময় হচ্ছে না সুযোগটা আমিই নিলাম।
সঙ্গীত পিপাসুদের জন্যে গানটা দিলাম এখানে- তুমি আজ কথা দিয়েছো…………

যারা গানের সঙ্গে লাস্যময়ী দিতির নাঁচ দেখতে চান, তাদের জন্যে ভিডিও দেয়া হলো নিচেঃ

৭,২১২ বার দেখা হয়েছে

১৬৪ টি মন্তব্য : “এ শুধু গানের দিন…”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    আফজাল হোসেনকে তেমনভাবে দেখেছি শুধু বহুব্রীহিতেই। সে তুলনায় হুমায়ুন ফরীদিকে দেখা হয়েছে অনেক বেশী।
    আপনের সাথে একমত, হুমায়ূন ফরীদি বস। মেয়েদের কাছে আফজাল হোসেনের ক্রেজটা অবশ্য অন্যরকম।
    গানগুলার নাম তো অনেক শুনেছি, কিন্তু সিনেমাটার নাম এই প্রথম শুনলাম।

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    হাহাহাহা! ভিডিওটা দেইখা ব্যাপক মজা পাইলাম। =)) =))
    নাচের নামে কিছুক্ষন পিটি করা, দুইটা ফুলে টোকাটুকি...... =)) =))
    গানটা অনেকদিন পর শুনলাম। মনে হচ্ছে নেক্সট কয়েকদিন আমিও এই গানটা টানা শুনব।
    কেউ ইরাম কথা দিল না রে! 🙁 🙁

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    লাস্যময়ী দিতি ... 😡
    ঘটনা কি ?? হঠাৎ আফজাল ফরিদি নিয়া মাতায়া নিলি ?? 😉
    ঘটনা প্রেক্ষিতে তো মক্ষি ম্যাডাম এর নামটাও আসার কথা ছিল ?? :-B আইল না ক্যান ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      ২০০৯ সালে যার ক্লাবে মেম্বার হওয়ার বয়স হয় নাই ...
      "দুই জীবন" হলে গিয়া দেখার সময় তার বয়স কত ছিল ??

      ("পন্ডিত মশাই এবং কুকুরের কটা ঠ্যাঙ্গের সমান" সূত্র মোতাবেক অঙ্কটি কষারঙ্গনুরোধ করা হইল)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  4. সাল্লু (৯২/ম)

    "আমি একদিন তোমায় না দেখিলে" - গানটা আরেকটু ইসপিসাল। একবার "ইত্যাদি"তে ফফি আফার অভিনয়ে রিমেক হইছিল। ফফি আফারে দেইখা ঐ বয়সে বড়ই উত্তেজনা বোধ করছিলাম। যাই হোক থ্যান্কস টু ইউটিউব, পুরোনো স্মৃতি ঝালাই করে নিলাম, কারো খায়েশ থাকলে এই লিন্ক থেকে দেখতে পারেন।

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)
    দিনের সর্বোচ্চ মন্তব্যকারী
    তাইফুর (৯২-৯৮) (১৬)
    মেহেদী হাসান সুমন (১৯৯৫-২০০১) (১২)
    কামরুল হাসান (৯৪-০০) (১১)

    আহা ... কত দিন পর ...
    আবেগ ধরে রাখতে সত্যিই কষ্ট হচ্ছে


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. সাব্বির (৯৫-০১)

    কামরুল ভাই স্বাগতম হাফ সেঞ্চুরীর জন্য। :hatsoff:
    আফজালরে বহুব্রীহি তে বেশ ভাল লাগসে।
    এখন হালারে দেখতে ইচ্ছা করে না। শালায় সব কচি মেয়েদের সাথে অভিনয় শুরু করছে x-( x-(
    কয়দিন আগে একটা নাটক দেখলাম মোনালিসার সাথে নায়ক হইছে 😮 দেশের বাইরে শুটিং হইছে, তাও আবার তার নিজের পরিচালনা। দেইখা বুঝা যাইতাছিল তার অন্য কোন উদ্দেশ্য ছিল 😉
    ইস্‌ মোনালিসা তুমি মানুষ চিনলানা :bash: :bash:

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ফরিদী তার জীবনের সেরা অভিনয় করছে মনে হয় রাঙ্গাবউ এ... আহ সে কি জীবন্ত অভিনয় :dreamy:

    (আফজালের থেকে আমার ফরিদিকে সব সময়ই বস মনে হইছে :thumbup: :thumbup: )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আদনান (১৯৯৪-২০০০)

    কমেন্ট পড়তে পড়তে পোস্ট এর কন্টেন্ট ভুলে গেছি । আবার উপরে গিয়ে দেখে আসলাম । কামরুল ভাল ছিল, সাল্লু ভাই আরো ভাল ছিল । তাইফুর ভাই আমাকেও মেইল করেন পিলিজ 😀

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)

    সেইদিন কে যেন কইলো আমারেও নাকি আফজাল আফজাল লাগে :shy: ।
    ‘আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরানে’ - এই গানটাও দিলে ভালো হইতো। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি দুইদিন ভালো কইরা খবর রাখি নাই, আর এর মইধ্যে এই অবস্থা!! রীতিমতো এডাল্ট পোস্ট আর মন্তব্য??

    কামরুল, তাইফুর, সুমন, রবিন, কাইয়ুম, মইনুল .............. সব ফল ইন। কুইক! অ্যাডজুটেন্ট কেইন নিয়া আসো!! একটায় হবে না, কয়েকটা............. আর ওস্তাদ, স্টাফ এরা গেল কোথায়?
    x-( x-( x-(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. তাইফুর (৯২-৯৮)

    মইনুল আর দিহান মিলা যে পোষ্টটারে "আয় খায়া যা রেসিপি ডাউনলোড" বানায়া ছাড়ল তার বিচার কে করবে ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  12. সাদিকুর (১৯৯৪-২০০০)

    কামরুল মামা এই গান টার কোন একটা প্রব্লেম আছে......আমি শুনতেছি তো শুনতেছি......কেন জানি মাথার মধ্যে ঢুকে গেছে......এন্ড্রু কিশোর একটা জিনিয়াস......নিজেও শুনতেছি...।মানুষ কেও জ্বালাছছি......উফফফ......প্লিজ...।গানটা...।আমার মাথা থেকে বের কর......
    এইখান এ খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল মনে হয়......কামরুল তুই যে রান্না করতে পারস এইটা ত বলিস নাই......কবে খাব তোর বাসায়?...দেশি মুরগি এর ঝোল...গরম ভাত, টমেটু সালাদ, মাছ ভুনা ঝাল হবে.।।টাকি মাছ ভরতা...।টক ডাল...আর কাচা মরিচ......কবে খাব বল......

    তাইফুর ভাই......বুঝলাম না...পানি কন দিকে গরাচ্ছে?

    জবাব দিন
  13. কালবেলা (৯৩-৯৯)

    সিনেমাটা দেখি নাই। তবে এই গানটা প্রথম শুনেছিলাম " ইত্যাদি" ম্যাগাজিনে। সম্ভবতঃ জাহিদ হাসান-মৌ জুটি দিয়ে অথবা নোবেল-মৌ জুটি দিয়ে বানানো। ঐ দিন ই হেব্বি লাগছিল গানটা।

    আবার শুনানোর জন্য ধন্যবাদ।

    জবাব দিন
  14. কামরুলতপু (৯৬-০২)

    হাফ সেঞ্চুরীর অভিনন্দন ভাইয়া।
    ফরিদীরে বেশি ভাল লাগে। আফজাল এর ভাল ভাল নাটক গুলা দেখা হয়নি তাই বলতে পারছি না। ফরিদীর অন্য নাটক গুলার কথা তো সবাই জানে একটা অজনপ্রিয় নাটক চোর খুবই অসাধারণ অভিনয় ।

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।