খুঁজে নিও পদচিহ্ন

কখনো চাই ঊষার আলো,
কখনো অমানিশা।
কখনো চাই নীরব আঁধার,
কখনো দীপশিখা।
কখনো হই কাজের ঘোড়া,
কখনো জবুথবু,
কখনো ছড়াই আলোক রশ্মি,
কখনো নিবুনিবু।
সবাই চলেছে আপন ধারায়,
গতি তাদের ভিন্ন।
আমিও চলেছি আমার পথেই
খুঁজে নিও পদচিহ্ন।

ঢাকা
০৪ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,৭৪২ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “খুঁজে নিও পদচিহ্ন”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    কবিতাটা পড়ে মন্তব্য করে উৎসাহ দিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, মামুন। এতদিন ধরে মন্তব্যহীন পড়ে থাকা কবিতাটা আজ তোমার মন্তব্য পেয়ে ধন্য হলো।

    জবাব দিন

মওন্তব্য করুন : মামুন (১৯৮৪-১৯৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।