ক্ষমা

আমি যখন নিজের দোষ বুঝতে পেরে
লজ্জিত হই,
অনুতপ্ত হই,
ক্ষমাপ্রার্থী হই,
কিন্তু মুখে ক্ষমা চাইতে পারিনা,
তখন খুব করে চাই,
কেউ আমার চোখ দুটো দেখে পড়ে নিক
আমার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন।

আমার প্রতি যখন কেউ অন্যায় করে,
আমি অপেক্ষা করতে থাকি,
সে নিজের ভুল বুঝুক,
লজ্জিত হোক,
অনুতপ্ত হোক,
ক্ষমাপ্রার্থী হোক।
তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,
ক্ষমা চাওয়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই।

ঢাকা
২৬ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,১১৫ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “ক্ষমা”

  1. খুব সুন্দর একটা লিখা।
    ক্ষমা করা আসলে অনেক মহত আর বড় একটা বিরল গুন এটা সবার মাঝে থাকেনা।
    তবে আল্লাহ্‌ তালা জাদের কে এ গুনে গনান্নিত করেছে আমার মনে হয় তারা অনেক সুখী, কারন ক্ষমা করতে পারলে নিজের মন অনেক হাল্কা হয়েজায় দুক্ষ কমে জায়।
    নিজের মন প্রসান্তিতে ভরে ওঠে।
    ইস.... আমিও জদি সবাইকে এভাবে ক্ষমা করে দিতে পারতাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।