এবারের একুশে বই মেলায় আমার দুটো বই

ইন শা আল্লাহ, আগামী সোমবার ০৮ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে এবারের একুশের বইমেলায় আমার দুটো বই আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথমটা কবিতার বই “গোধূলির স্বপ্নছায়া”, প্রকাশক- জাগৃতি প্রকাশনী, স্টল নম্বর ১৭৩-১৭৫। দ্বিতীয়টা আত্মজৈবনিক স্মৃতিকথা “জীবনের জার্নাল”, প্রকাশক- বইপত্র প্রকাশন, স্টল নম্বর ১২৭-১২৮।
সিসিবিয়ানদের সাদর আমন্ত্রণ রইলো।

wp_ss_20160118_0001

Design-1

এ পোস্টারটা আমার প্রকাশক পাঠিয়েছেঃ
F-B-Ad

৫,০১২ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “এবারের একুশে বই মেলায় আমার দুটো বই”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এ তো বিরাট খবর খায়রুল ভাই!
    অনেক অনেক অনেক অভিনন্দন।
    খুবই খুশি লাগছে। বাংলাদেশ মিস করছি।
    এসময় দেশে থাকলে নিশ্চিতভাবেই বইমেলায় ছুটতাম।

    জবাব দিন
  2. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    অভিনন্দন। প্রচ্ছদগুলো মন জুড়ানো। ভাল লাগলো আপনার এ উদ্যোগকে। আমি সবসময়ই বই ছাপানোর পক্ষপাতী। আর কেউ না হোক আপনার ভবিষৎ বংশধরদের জন্য এ এক দারুণ উপহার হবে। দেশে থাকলে কিনতাম। কিন্তু এখন তো সুদূর বিদেশে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  3. তানভীর (২০০১-২০০৭)

    অভিনন্দন ভাই.... :thumbup:
    দারুণ ভাবে মিস করছি বইমেলা.....উপায় নেই হাজার মাইল দূরে বসে এমন সুখকর সংবাদ শুনেও মন ভরে যায়। (সম্পাদিত)


    তানভীর আহমেদ

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।