একটি মুখের ছায়া

একটি মুখের হাসি
এই কুয়াশার মাঝেও রোদের ঝিলিক এনে দিতে পারে।
একজোড়া চোখের দৃষ্টি
সাগরের অতলান্তে আমায় শয্যা পাতার স্বপ্ন দেখাতে পারে।
হাওয়ায় ভাসিয়ে দেওয়া
কারো একটি দুঃখকথা আমায় অশান্ত করে তুলতে পারে।
একটি কন্ঠের গান শুনে
আমি শিশুর মত মুচকি হেসে হেসে ঘুমিয়ে যেতে পারি।
কারো একটি নাচের মুদ্রা
আমার বাতগ্রস্ত পায়েও মৃদু হিল্লোল এনে দিতে পারে।
একটি মায়াবতী মুখ
আমাকে দিবাস্বপ্নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
একটি ফিরিয়ে নেয়া মুখ
আমাকে ভাটার টানের মত
মাঝ সাগরে নিয়ে আছড়ে ফেলতে পারে।

ঢাকা
১০ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,০৬০ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “একটি মুখের ছায়া”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এই গানটা শুনছিলাম ঠিক এই মুহূর্তে।
    তাই শেয়ার করলাম
    https://www.youtube.com/watch?v=8f-RA47bg-M

    লিঙ্ক কি করে জুড়ে দিতে হয় ভুলে গেছি। রাজীব মনে হয় সাহায্য করতে পারবে। (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।