মায়াবতী

আজ থেকে ঠিক নয় মাস আট দিন আগে সিসিবিতে আমার প্রথম প্রবেশ ঘটেছিলো। এরই মধ্যে এখানে অনেক বন্ধু, হিতাকাঙ্খী, শুভার্থী এবং বোদ্ধা সমালোচক পেয়ে গেছি। মতের মিল অমিল বড় কথা নয়, দিনশেষে মন খুলে কথা বলার একটা জায়গা খুঁজে পাওয়াটাই বড় কথা। সিসিবি’র যেসব পাঠক আমার লেখাগুলো পড়েছেন, সময় করে মন্তব্য লিখেছেন কিংবা আমার মন্তব্যের জবাব দিয়েছেন, আপনাদের সবার প্রতি জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ আর কৃ্তজ্ঞতা। আজ এখানে আমার শততম লেখা প্রকাশিত হলো। আপনাদের সবার সমর্থন না পেলে এতদূর পথ হাঁটা হতো না:

মায়াবতী, তুমি নিজেই অকূল পাথারে ভেসে আছো,
তবু তুমি এক পথভোলা নাবিকেরে দূর থেকে পথ দেখাও,
বাতিঘরের দিশা পেয়ে যেন সে নাবিক পথ খুঁজে পায়,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি নিজেই এত ঘর্মাক্ত, কর্মক্লান্ত হয়ে থাকো,
তবু তুমি এক দিকভ্রান্ত পথিকেরে কাছে ডেকে নিয়ে
বিটপীর ন্যায় শাখা মেলে তারে ভালোবেসে ছায়া দাও,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি নিজেই আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে আছো,
তবু এক দিশেহারা নীড়ভাঙ্গা পাখিকে কাছে ডেকে নিয়ে
তোমার নিঃসঙ্গতার মাঝে তাকে সাথী করে নিয়ে গান গাও,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি যখন কথা বলো, তোমার কথায় মায়া ঝরে।
তুমি যখন ভালোবেসে তাকাও, তোমার চোখ থেকে মায়া ঝরে।
তুমি যখন কিছু লেখো, তোমার কলম থেকে নিরন্তর মায়া ঝরে।
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,৩২৩ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “মায়াবতী”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

    শততম ব্লগ পোস্টে আপনাকে অভিনন্দন, প্রিয় ভাইয়া!

    সিসিবিতে আপনার লেখা নতুন প্রাণের বার্তা নিয়ে এসেছে। আপনি বিগত নয় মাস ধরে ব্লগে নিয়মিত লেখালেখি করে, গঠনমূলক সমালোচনা করে আমাদের প্রিয় সিসিবিকে মুখরিত করে রেখেছেন!

    আমরা এখানে ছোট বড় নির্বিশেষে সবাই আপনার জীবনের জার্নাল পড়বার জন্য উন্মুখ হয়ে থাকি। এটি বই আকারে প্রকাশ করার সময় বয়ে যায়, ভাইয়া। জীবনের জার্নাল লেখার পেছনের গল্পটিও জানতে মন চায়। আপনার মায়াবতী মন ছুঁয়ে গেল!

    আমাদের পারভেজ ভাইয়ার উদ্যোগে আয়োজিত ব্লগারদের আড্ডায় আপনার সাথে আমার প্রথম আলাপচারিতা, ভাইয়া। পরে সেই পরিচিতির ব্যাপ্তি আরো বেড়েছে লেখালেখির সূত্র ধরে। আমার সামান্য ব্লগে আপনার পদচারণা নিয়তিই আমাকে সম্মানিত করে। আজ বলতে দ্বিধা নেই যে, আপনার শর্তবিহীন ভালবাসা না পেলে আমার লেখনি অনেক আগেই থেমে যেতো। বহুদিন আমার প্রিয় মানুষদের সাথে দেখা হয়না; এই সুযোগে পারভেজ ভাইয়া কে আবারও একটি আড্ডার আয়োজন করতে অনুরোধ জানিয়ে রাখলাম।

    আপনার আনন্দের ঝর্ণাধারা নিয়তই আলোকিত করুক আমাদের প্রিয় সিসিবি। আমার শ্রদ্ধার্ঘ এবং ভালবাসা জানবেন, কবি!

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    অনেকেই এই মায়াবতি হতে পারেন।
    কিন্তু আমার মনে হচ্ছে, আমাদের এই সিসিবিটাও তাদেরই একজন...
    তা যদি হয়ই, সিসিবিকে স্যালুট
    স্যালুট তাদেরকে যারা এটা শুরুই শুধু করে নাই, নিরলসভাবে এটাকে টেনে নিয়ে যাচ্ছেন কোনো রকম মেট্যারিয়াক গেইন ছাড়াও।
    আর স্যালুট তাদের সবাইকে যারা সরব অংশগ্রহনের মাধ্যমে একে বাঁচিয়ে রেখেছেন...

    জিও, সিসিবি জিও!!!
    তুম জিও হাজারো সাল...... (লাস্ট লাইনটা সুর করে বলতে হবে)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    অভিনন্দন ভাইয়া।
    ১০ মাসে ১০০ ব্লগ একটা বিশাল ব্যাপার ভাইয়া।
    :boss: :boss: :boss:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. টিটো মোস্তাফিজ

    শততম পোস্টের জন্য শত গোলাপের শুভেচ্ছা। অলপোয়েট্রিতে বিজি থাকায় খেয়াল করা হয়নি। মাইন্ড করবেন না Boss.
    শততম উল্লেখ করায় সাধুবাদ জানাচ্ছি। অন্যদের লেখা খেয়াল করে মাইল ফলক পোস্টে বিশেষ কমেন্ট দিয়ে থাকি। কিন্তু আমার ১০০ আর ১৫০ নিরবে নিভৃতে অনুদযাপিত রয়ে গেল 🙁
    সম্ভবত কুকুর বিড়ালের মত ব্লগ প্রসব করে গেছি। মানুষ করে তুলতে পারিনি। ব্যক্তিগত কথা বেশিই বল্লাম বোধ হয়। মোবাইল থেকে লেখছি বলে চমকিলা গোলাপের এনিমেশন যোগ করতে পারলাম না। তবে তার চে অধিক শ্রদ্ধা, ভালবাসা আর শুভ কামনা আপনার জন্য।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  5. লুৎফুল (৭৮-৮৪)

    অভিনন্দন ভাই।
    আপনার লেখাগুলো নিয়মিত প্রাণের সঞ্চার করে যায় সিসিবিতে। আপনার এই লেখার ভাবটিকে পুনর্বার উচ্চারণ করতে চাই। সত্যি এমন উন্মুক্ত সখ্যমঞ্চ আর ভাব আর যুক্তির আদান প্রদান খুব সহজে অন্য কোথাও হবার নয়।
    তবে সবার ব্যস্ততা বোধ করি এর উচ্ছ্বলতাকে থেকে থেকেই কতকটা ব্যহত করে।
    প্রাণের ঘাটতি অবশ্য এতে সেভাবে ঘটবার নয়।
    আপনি নির্দ্বিধায় অনুকরণীয় উদ্বেল ও নিরলস।
    আবারো অভিনন্দন আপনাকে ভাই।

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।