যখন কবিতা লিখি

আমি যখন কবিতা লিখি,
তখন মনে আমার কোন প্রিয় গানের সুর বাজতে থাকে।
ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসে যেন কোন আলোকচ্ছটা,
যা মন খারাপ করা বিমর্ষ আঁধারকে আলোকিত করে,
জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে উঠে
আমি বিশুদ্ধতায় অবগাহন করতে থাকি,
আর ক্রমে ক্রমে নিজেকে নিষ্কলুষ বোধ করতে থাকি।

কবিতা লিখার সময়
কিছু বিশুদ্ধ ভালোবাসার কথা আমায় আচ্ছন্ন করে রাখে।
আমি নিষ্পাপ শৈশবের কথা নীরবে স্মরণ করি,
কৌতুহলী কৈশোরের কথা আনমনে স্মরণ করি,
আমাকে এ জীবনে যারা ভালোবাসার আলো দিয়েছে,
তাদের কারো না কারো কথা স্মরণ করি।
ভালোবাসার পবিত্রতা আমার মনকে পরিশুদ্ধ করে চলে।

যাদের উৎসাহে আর আশীর্বাদে
কবিতার মত কল্পজগতে আজ আমার অবাধ বিচরণ,
আমি তাদের কথা পূতচিত্তে স্মরণ করি।
আমার প্রতিটি কবিতায়
কারো না কারো মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ভেসে ওঠে।
যেসব মায়াবী মুখ সতত অনুপ্রেরণা দিয়েছে আমায়
অপার ভালোবাসায়, এই ক্ষুদ্র জীবনের পথ পরিক্রমায়।

ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

৩,৬৪০ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “যখন কবিতা লিখি”

  1. তানভীর (২০০১-২০০৭)

    আমি কবিতা লিখতে পারিনা, ভাই।যা লিখি তা একমাত্র আমার কাছে সংরক্ষিত, কউকে পড়ানোর সাহস পাইনা। কিন্তু আপনার ভাবনাগুলো কেমন জানি নিজের মনে হলো, খুব নিজের।
    ভীষণ সুন্দর।


    তানভীর আহমেদ

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      অনেক ধন্যবাদ তানভীর, তোমাকে। সেদিন হোটেল লেক ক্যাসেলে BIPPS আয়োজিত নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে গিয়েছিলাম। কি কারণে যেন অনুষ্ঠানটা শুরু হরে মিনিট পনেরোর মত দেরী হয়। ঐটুকু সময়েই বসে বসে কবিতাটা লিখে ফেলি। কবিতায় ব্যক্ত আবেগ অনুভূতি একান্ত নিজস্ব, তবে আমার মনে হয় সব কবিরই এমনটা অনুভব করার কথা।

      জবাব দিন
  2. টিটো মোস্তাফিজ

    যাদের উৎসাহে আর আশীর্বাদে
    কবিতার মত কল্পজগতে আজ আমার অবাধ বিচরণ,
    আমি তাদের কথা পূতচিত্তে স্মরণ করি।
    আমার প্রতিটি কবিতায়
    :hatsoff: :boss:


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।