আমি আবার সমুদ্রে যেতে চাই

আমি আবার একদিন সমুদ্রে যেতে চাই,
হোক তা রৌদ্র করোজ্জ্বল চকচকে দিন,
কিংবা কোন দুঃখিনী নারীর মুখের মত
মেঘাচ্ছন্ন মলিন, তবু সমুদ্রে যেতে চাই।

সৈকত যেমনই হোক, সমুদ্রে যেতে চাই,
বালুময় কিংবা প্রস্তরাকীর্ণ, সমস্যা নাই।
সৈকত থেকে যদি দূরের কোন বাতিঘর
আমাকে ইশারায় ডাকে, আমি প্রফুল্ল হই।

হোক সে সৈকত ভীড়াক্রান্ত বা পরিত্যক্ত,
তবু আমি আনমনে সমুদ্রে বেড়াতে চাই।
সহস্র মুখের জনারণ্যে হারিয়ে যেতে চাই,
কিংবা একা একাই বসে ঢেউ গুনতে চাই।

যে শিশু একান্ত মনে বানায় বালির প্রাসাদ,
কিছুক্ষণ তার পাশে গিয়ে বসে থাকতে চাই।
প্রেমের আবেগ নিয়ে লেখা মানুষের নামগুলো
মুছে যাবার আগেই একবার পড়ে দেখতে চাই।

সমুদ্রজলে দাঁড়িয়ে আমি কালান্তর কাটাতে চাই।
সমুদ্রের ভাষা বুঝতে চাই, পূর্ণিমার রাতে চাই,
অমাবস্যার অন্ধকারে চাই। সৌম্যে ও শান্তিতে,
কিংবা বিক্ষুব্ধ ঝঞ্ঝায়ও, আমি সমুদ্রে যেতে চাই।

ঢাকা
২৩ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৬৮৯ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আমি আবার সমুদ্রে যেতে চাই”

মওন্তব্য করুন : ইশহাদ (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।