ঘুম দিয়েছে আড়ি

এলোমেলো ভাবনাগুলো মাথায় খাবি খায়,
যখন যেথায় ইচ্ছেমত কাঁপন দিয়ে যায়।
গান গেতে চাই, সুর আসেনা,
ঘুম গেলো কই, ঘুম আসেনা,
এমনি করে চুপিচাপি ঘুম গেলো কার বাড়ী?
ঘুমকাতুরে আমার সাথে ঘুম দিয়েছে আড়ি!

বৃষ্টি পড়ে টাপুর টুপুর খালে এলো বান,
বৃষ্টি পড়া শুরু হলেই মন করে আনচান।
বন্ধুরা সব অফিস করে সকাল সন্ধ্যা ধরে,
আমার আয়েশ দেখে তারা ঈর্ষা জ্বরে পোড়ে।
ভাবে তারা কত সুখী এই ঘুমকাতুরের জীবন,
ঘুমকাতুরের ঘুম আসেনা, কেমন কথা এমন?

ঘুম চাইলেই ঘুম আসেনা, ঘুমের দেশের পরী
নানা রকম ছল করে যায়, ঘুম যে মন্বন্তরী।
রাত জেগে তাই পদ্য লিখি,
ঠায় দাঁঁড়িয়ে আঁধার দেখি,
চিরকালের চেনা ঘুম আজ হলো দেশান্তরী,
ঘুম আসেনা, ঘুম আসেনা, ঘুম দিয়েছে আড়ি।

ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৯২২ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ঘুম দিয়েছে আড়ি”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    খায়রুল ভাই,
    আপনার এই ব্যাপারটি আমাকে খুব অভিভূত করে।
    আপনি সব সময় জোড়ায় জোড়ায় লেখা দেন...
    আপনার ডেডিকেশন সেই লেভেলের... :salute:

    আপনাকে সশস্ত্র সালাম! ::salute::


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. ইশহাদ (১৯৯৯-২০০৫)
    বন্ধুরা সব অফিস করে সকাল সন্ধ্যা ধরে,
    আমার আয়েশ দেখে তারা ঈর্ষা জ্বরে পোড়ে।

    :)) [ এক সপ্তাহের ছুটিতে আছি :goragori: ]



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।