জিজ্ঞাসা

কখনো আধো ঘুমে কখনো আধো জেগে
তুমি চোখ মেলে আইফোনে দেখো খুঁজে
কেউ জানালো কিনা কোন কোমল কথা
যা আর্দ্র করে দেয় দেহ মন চোখ, অযথা।

যদি কোন বাণী থাকে তবে চোখ খুলে যায়,
অঙুলি চলে যায় কী বোর্ডের ছোট্ট লেখায়,
লিখে যাও কত চিরকুট রোমান্টিক আবেশে
কখনো ভারী মনে, কখনো বা মুচকি হেসে।

যদি কোন নতুন বাণী জ্বলজ্বল করে না ভাসে,
তুমি কি আবার ঘুমিয়ে পড়ো একই আবেশে?
ঘুমের মাঝে কি কখনো চিরকুট লিখো তাকে?
যাকে ভেবে জাপটে ধরে থাকো, বালিশটাকে!

ঢাকা
০১ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,২৫২ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “জিজ্ঞাসা”

  1. অরূপ (৮১-৮৭)

    ঘুমের মাঝে কি কখনো চিরকুট লিখো তাকে?
    যাকে ভেবে জাপটে ধরে থাকো, বালিশটাকে!
    :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    খায়রুল ভাই, আপনার শব্দ দিয়ে ছবি আঁকাটা কিন্তু দুর্দান্ত। চমৎকার লাগলো।


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।