সাংসারিক…

অনামিকা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলো…
মধ্যরাতে আবীর বিছানায় এসে দেখে,
অনামিকা ডান পাশ ফিরে কাৎ হয়ে শোয়া,
নাকের ডগায় তার চশমাটা শিথিলভাবে বসা।

অনামিকা সবসময় ডানপাশে কাৎ হয়ে শোয়,
আবীরের বাড়ানো বাহুটাতে মাথা রেখে শোয়।
তারপর দু’জনে মিলে পিলো টক করতে করতে
ওরা একত্রে ঘুমিয়ে পড়ে। হয়তো কখনো আবার
মাঝরাতে এপাশ ওপাশ করে মুখ ফিরে শোয়।
রাত জেগে খেলা দেখছিলো বলে আবীর আজ
বিছানায় দেরীতে এলো। এসে দেখে অনামিকা
ঘুমে, অপেক্ষায় থেকে থেকে সে ঘুমিয়ে পড়েছে।

শোয়ার আগে বুয়াকে কালকের নাশতার মেনু
বলে দেয়নি বলে অনামিকার খুব রাগ হচ্ছিলো
নিজেরই উপর। এই রাগ নিয়েই সে ঘুমিয়েছিলো।
তার স্মার্টফোনে তখনো ফেইসবুক খোলা ছিলো।

আবীরের শোয়ার শব্দে অনামিকার ঘুম ভেংগে যায়।
শয্যা ত্যাগ করে সে উঠে ঠান্ডা এক গ্লাস জল খায়।
তারপর ফ্রীজ থেকে কিছু কাঁচা তরকারী বের করে
রেখে আসে রসুইঘরে। যেন পরদিন ভোরে নাশতাটা
বুয়া টেবিলে রেডী করে রাখে। বিছানায় ফিরে এসে
অনামিকা দেখে আবীর ঘুমিয়ে, হাত দুটো ভাঁজ করে
বুকের উপরে রাখা। এবারে সে বাম কাৎ হয়ে শোয় ।
তার নড়াচড়ায় আবীরের গভীর ঘুম মোটেও ভাঙ্গেনি।

ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৩৭৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “সাংসারিক…”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ব্রিটেনে হওয়া এক স্টাডি বলেছিল, ফুটবলের পিক সিজনে নাকি ওখানে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের হার থাকে সবচেয়ে বেশী।
    ফেসবুকের আগ্রাসন ব্যক্তি জীবনকে কতটা এফেক্ট করছে, তা নিয়ে কোন স্ট্যাডি হয়ে থাকলেও চোখে পড়ে নাই।
    তবে সিচুয়েশনটা কাছাকাছি রকমের এলার্মিং-ই হবে বোধ হয়।

    মানুষ নাকি "মূলতঃ একা"। (আমার না কবি-বন্ধু মিল্টনের কথা, তার এক কবিতায়)
    দিন দিন প্রযুক্তি কি সেটাই এসট্যাব্লিশ করে দিচ্ছে?
    কি জানি, বুঝি না.........

    বাই দ্যা ওয়ে, এরকম দৃশ্যকল্প সম্বলিত কাব্য আমার খুবই পছন্দের।
    পছন্দের জিনিষ উপহার দেয়ার অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাই......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "মানুষ নাকি মূলতঃ একা" - চমৎকার কথা বলেছেন তোমার কবি বন্ধু।
    কবিতাটা তোমার ভালো লেগেছে জেনে খুবই খুশী হলাম। কাকের চেয়ে সংখ্যায় বেশী হওয়া কবিদের ভাগ্যে আজকাল প্রশংসা বড়ই দুষ্প্রাপ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।