জন্মে ও মৃত্যুতে বেদনা

শিশু জন্মের বেদনার কথা প্রসূতি জানে,
বুনোফুল ফোটানোর ব্যথা বনভূমি জানে।
পিয়ানোর মূর্ছনার ব্যথা বেটোফেন জানে।
কবিতার বেদনার কথা শুধু কবিই জানে।

হলুদ পাতা ঝরার ব্যথা মালিনী বোঝে,
পরিত্যক্ত পিয়ানো তার বাদক খোঁজে।
তটিনীর যে স্রোতধারা মরুতে হারায়,
উৎস গিরি বারে বারে তার পানে চায়

বেদনা ছাড়া সৃষ্টি হয় না,
বেদনা ছাড়া ধ্বংস হয় না।
বেদনা ছাড়া জন্ম হয় না,
বেদনা ছাড়া মৃত্যু হয় না।

বেদনাই প্রাণের স্ফূরন ঘটায়,
বেদনাই প্রাণের স্পন্দন থামায়।

ঢাকা
১৮ জুন ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,২৩৪ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “জন্মে ও মৃত্যুতে বেদনা”

  1. সাইদুল (৭৬-৮২)

    ক্যাডেট কলেজে আমাদের শেষ বয়সের বাংলা শিক্ষক, মিঃ মাহবাউব আলম কে মনে পড়লো। উনি বলতেন একটা উদ্ভিদের যখন জন্ম হয়। সেও মাটি ফুঁড়ে ওঠে। কষ্ট ছাড়া কোন সৃষ্টি হয়না।
    কবিতার কথা আর নতুন কী বলবো, বরাবরের মতই।


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহবুব (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।