পজিটিভিটি

নিজেকে একেবারে মেলে ধরতে পারি না
আর কারো কাছে, শুধুমাত্র তুমি ছাড়া।
আমার জীবনের সকল অর্জনগুলোর সার-সংক্ষেপটাকে
সামেশন করে যখন কারো কাছে নিবেদন করতে যাই,
কি করে যেন ফলাফলের আগে
একটা মাইনাস চিহ্ন বসে যায়।
তোমার কাছেই শুধু পজিটিভ মূল্য পায়
আমার সকল অকিঞ্চিৎকর নিবেদন।

ঢাকা
০৬ মে ২০১৫কাছেই
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

১,২৩৯ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “পজিটিভিটি”

  1. অরূপ (৮১-৮৭)

    কোথায় যেন পরেছিলাম জীবন নাকি একাউন্টিং এর নিয়মে চলে।
    ফর এভ্রি ডেবিট দেয়ার ইজ আ ক্রেডিট, ভাইস ভার্সা ... যোগ বিয়োগ করে ব্যালেন্স সীট মিলে যায়
    কখনো লাভ, কখনো বা লোকসানের পাল্লা ভারী হয়...
    কিন্তু সত্যিই জীবনে কেউ না কেউ থাকে যার কাছে লোকসানের কোন ঘর নেই,
    তাঁর কাছে পুরোটাই লাভের.........
    খুব ভালো লাগলো খায়রুল ভাই
    :thumbup: :thumbup: :thumbup:


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।