দৃষ্টিতে বৃষ্টি

রুটিন বাঁধা জীবন, সেতো বন্দীত্বেরই নামান্তর!
এপারেতে দৃষ্টি উদাস, ওপারেতে মুক্ত আকাশ,
অসীম পানে দৃষ্টি রাখি,
ভেতর থেকে বাহির দেখি,
বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
কালো কাকের চক্ষু দেখি।
মাথায় ছিল সংখ্যা যত,
হঠাৎ দেখি সংকুচিত,
শূন্য ছাড়া নেই কিছু আর,
এপার ওপার ভাবতে গিয়েই ঘটছে কত ভাবান্তর!

তৃষ্ণা যখন মনের ভেতর, দৃষ্টি যখন তেপান্তর,
তখন দেখি দালান ভেজে, বৃক্ষ শাখে পক্ষী ভেজে,
ছাদের নীচেও দৃষ্টি ভেজে,
ঝুল বারান্দায় পাতা ভেজে,
বারান্দাটার রেলিং ভেজে,
ভেজায় মেঘের অশ্রুজল।
কোন দুঃখিনীর চোখের পাতায়
ঝোলে এমন ফোঁটায় ফোঁটায়
বাঁধনহারা অশ্রুধারা,
সেই কথাটিই মনে মনে ভাবছি আজি নিরন্তর!

 

ঢাকা
২৭ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

১,০৮৭ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “দৃষ্টিতে বৃষ্টি”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    ছাদের নীচেও দৃষ্টি ভেজে,
    ঝুল বারান্দায় পাতা ভেজে,
    বারান্দাটার রেলিং ভেজে,

    কোন দুঃখিনীর চোখের পাতায়
    ঝোলে এমন ফোঁটায় ফোঁটায়
    বাঁধনহারা অশ্রুধারা,

    - কি দারুন ! কি দারুন !

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    ভেতর থেকে বাহির দেখি,
    বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
    কালো কাকের চক্ষু দেখি।
    মাথায় ছিল সংখ্যা যত,
    হঠাৎ দেখি সংকুচিত,
    শূন্য ছাড়া নেই কিছু আর

    ছবি আর কবিতা দুয়ের মিশেলে ঘোর লাগে! :boss:

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    কোন দুঃখিনীর চোখের পাতায়
    ঝোলে এমন ফোঁটায় ফোঁটায়
    বাঁধনহারা অশ্রুধারা,
    সেই কথাটিই মনে মনে ভাবছি আজি নিরন্তর!

    শেষে এসে মনটাও ভিজে গেলো। চমৎকার


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।