ভালবাসার হলুদ ফুল

ঘনসবুজ পাতা আর উজ্জ্বল হলুদ ফুলের
পাতায় আর পাঁপড়িতে দেখি এক ভেনাসের মুখ।
ফাঁক ফোকর দিয়ে দেখা যায় ধুসর আকাশ,
তা দেখে মনের আকাশে নেমে আসে হাল্কা অসুখ।

ফুলের সৌরভ ভেসে আসে বাতাসে বাতাসে,
মৌ মৌ করে মন আরো কিছু অচেনা সুবাসে।
ফুলের ঔজ্জ্বল্য মনটাকে করে দেয় বেজায় ভালো,
পরশে মেখে যায় ভালবাসার কিছু নরম আলো।

 

 

ঢাকা
২০ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

৫,৯৩৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ভালবাসার হলুদ ফুল”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সৌন্দর্য আহরনের সময় ঘটা মানসিক বৈপরীত্যের বর্ননা কি?
    সেরকমই তো মনে হলো।
    একাধারে মুগ্ধতার কথা এবং না পাওয় জনিত সুখহীনতার কথা খুজে পেলাম যেন!!!
    এবং তা ভাবালোও.......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      "সৌন্দর্য আহরনের সময় ঘটা মানসিক বৈপরীত্যের বর্ননা কি?" - না, ঠিক তা নয়। ফুল ভালোবাসার প্রতীক। তাই প্রতিটি হাস্যোজ্জ্বল ফুলের পাঁপড়িতে, পাতায় আমি ভালোবাসার দেবী ভেনাসের প্রতিচ্ছবি দেখি। তাই এখানে "সৌন্দর্য আহরনের সময়" মানসিক বৈপরীত্য নয়, আনুকূল্যের কথা ভাবা হয়েছে। এখানে শুধু মুগ্ধতার ভাবনাই মাথায় ছিলো, না পাওয় জনিত সুখহীনতার কোন কথা ছিল না।
      কবিতা পড়ে তোমার ভাবনাটা শেয়ার করেছো বলে অত্যন্ত প্রীত হ'লাম, পারভেজ।

      জবাব দিন

মওন্তব্য করুন : মাহবুব (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।