শব্দের নীরব সান্ত্বনা

কবির অরক্ষিত মনে,
শব্দরা দাঁঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মত।
মনের আনাচে কানাচে কিছু কিছু শব্দ থাকে
ইতস্ততঃ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু ডুবে থাকে
মনের অতল গভীরে। ডাক দিলে নিমেষেই চলে আসে।
কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে।

কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
কেউ মারা গেলে যেমন পাড়া পড়শীরা দ্রুত চলে আসে,
কেউ আত্মার টানে আসে, কেউ আসে হুটহাট রবাহুত হয়ে,
তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে শোনায় সান্ত্বনার বাণী,
কবির মনে থাকা শব্দরাও তেমনি কবিকে সাহস দিয়ে যায়।
চরম দুর্দিনেও কবি তাই আশাহত হয় না, কবি এগিয়ে যায়।

 
ঢাকা
০৩ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

১,৪২৬ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “শব্দের নীরব সান্ত্বনা”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ! এমন লেখাগুলো আরেকটু লম্বা হলে ভালো লাগে। পাঠ করা যায় সময় নিয়ে।
    খায়রুল ভাই, 'সান্ত্বনা'য় ত এর সঙ্গে ব হবে।
    আশা করি, আমার এই বানানজনিত অবসেশনে বিরক্ত হচ্ছেন না। 🙂

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      ধন্যবাদ নুপূর, ভবিষ্যতে কথাটা খেয়াল রাখবো। একটানা অনেকক্ষণ ধরে বসে লিখে যাওয়ার সময় সুযোগ সব সময় হয়না, তবুও খেয়াল রাখবো।
      বানান নিয়ে খুঁতখুঁতিটা আমার মাঝেও প্রবল। বানান নিয়ে সন্দেহের আনাগোনাটাও অধুনা বেড়ে গেছে, তাই অভিধান ঘাটতে ঘাটতেও অনেকটা সময় চলে যায়। 'সান্ত্বনা' বানানটায় ত এর নীচে ব আছে তা আমিও জানতাম। হঠাৎ একটু সন্দেহ আসাতে অভিধান খুলে প্রথমে ত এর নীচে ব ছাড়াই সন্ধান করি আর শব্দটা পেয়েও যাই। তাই তৎক্ষণাৎ আর বেশী ঘাটাঘাটি না করে ব ছাড়াই শব্দটি বসিয়ে দেই। লিঙ্কঃ http://www.ovidhan.org/b2b/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%BE

      এখন তোমার মন্তব্য পড়ে আবার ত এর নীচে ব দিয়ে পুনরায় সন্ধান করি এবং পুনরায় সেটাও পেয়ে যাই। অর্থাৎ, দু'টোই ঠিক বানান। তবুও, আমার প্রাথমিক বিশ্বাসটা যেহেতু তোমার দেয়া বানানটাই ছিলো, সেহেতু বিনা সঙ্কোচে ত এর নীচে ব দিয়েই বানানটা সংশোধন করে নিলাম। এজন্য আবারো ধন্যবাদ। (সম্পাদিত)

      জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    "চরম দুর্দিনেও কবি তাই আশাহত হয় না, কবি এগিয়ে যায়।"
    কবিতা লিখার কোল্যাটারাল বেনিফিট - সহমত।

    শুধু কবিতা না, যে কোন লিখালিখির অভ্যাসই মনেহয় স্ট্রেস ম্যানেজমেন্টে ভুমিকা রাখে।
    লিখালিখিটা ভেন্টিলেশনের জন্য দারুন কাজের...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. অরূপ (৮১-৮৭)

    মনের আনাচে কানাচে কিছু কিছু শব্দ থাকে
    ইতস্ততঃ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু ডুবে থাকে
    মনের অতল গভীরে। ডাক দিলে নিমেষেই চলে আসে।
    কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে ......
    :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    খায়রুল ভাই, কি অনায়সে পুরোটা বলে দিলেন ... খুবই ভালো লাগলো।


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  4. সাইদুল (৭৬-৮২)

    শব্দ কবিতার মত স্পর্শপ্রিয়
    কবিতা বাতাসের মত বেগবান
    দীর্ঘদিনের ভ্রান্ত বিশ্বাসে হানে আমূল আঘাত।

    আপনার কবিতা খুব ভালো লেগেছে, সুযোগ পেয়ে নিজের দু'লাইন শুনিয়ে দিলাম


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : লুৎফুল (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।