নৈঃশব্দের কথকতা

দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের সকল কথা।

প্রেমিক যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে পথ চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ
নদীও তখন শোনে নৈঃশব্দের কথা বলা।

অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
দূর দূরান্তে তখন ভেসে যায় তাদের কথাগুলো,
নিশাচর পাখি আর প্রাণীরা শোনে সেসব কথা।

জ্যোৎস্নালোকে পথ চলতে চলতে প্রেমিক দম্পতি
যখন অবলীলায় বলে যায় তাদের গোপন কথা,
ঝিঁঝিঁ পোকারাও থেমে তখন স্তব্ধ হয়ে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের প্রণয়ের কথামালা।
ঢাকা
২৭ এপ্রিল ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

২,১৪১ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “নৈঃশব্দের কথকতা”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂 🙂 🙂

    এটি নিশ্চয়ই আপনাদের সময়কার কথা ও কবিতা, ভাইয়া! সাদা কালো মুভির মত তখন জীবনটাও সাদা কালো ছিল তখন। আধুনিক মানুষ বদলে গেছে। অধিক ব্যবহারে প্রেম এখন বড় বাজারী শব্দ হয়ে গেছে বলেই প্রতীয়মান হয়! মুড়ি মুড়কির মত লোকজন প্রেমের ঘোষণা দিচ্ছে আজ তো কালই পড়তে হবে তাদের ব্রেকআপের কাহানী! ওভারওয়ার্কড প্রেমের দেবতাগণ এখন অবসরে গেছেন, ঝিঁঝিঁ পোকারাও আর স্তব্ধ হয় টয় না...

    জবাব দিন
      • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

        আমিতো সেই সাদা কালো এরার মানুষ, ভাইয়া। এই জীবনে আধুনিক রঙ্গিলা মানুষ আর হতে পারলাম কই, বলুন।

        আজ দেশ থেকে আমার বন্ধু তাপসী 'মনের রঙে রাঙাবো' গানটির লিঙ্ক পাঠিয়েছিলেন। সাগর পাড়ে দাঁড়িয়ে ছবি আঁকতে আঁকতে কবরী গাইছিলেন গানটি। গানের সুরে কোথা থেকে যেন হাজির হলেন নায়ক। ডোরা কাটা ম্যাচিং শার্ট প্যান্ট পরা নায়ক আড়ালে দাঁড়িয়ে অপার মুগ্ধতায় গান শুনছেন...
        কী যে চমৎকার গানের সুর আর কথা, সেই সাথে কী মিষ্টি যে কবরীর হাসি আর সারল্য! এখন রঙিন মানুষ মেলে সহজেই কিন্তু সাদা মনের সেই শুদ্ধতা ক'জনের আছে, ভাইয়া??

        জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "ওভারওয়ার্কড প্রেমের দেবতাগণ এখন অবসরে গেছেন, ঝিঁঝিঁ পোকারাও আর স্তব্ধ হয় টয় না..." - আগেই বলেছি, "অনেকটা স্বপ্নাবিষ্ট হয়েই লেখা এ কবিতাটা"। স্বপ্নভঙ্গ হতে আর কতক্ষণই বা লাগে?

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।