বিভাজন

একটি পিৎজা কয়েকজনে মিলে
ভাগাভাগি করে খেয়ে নেয়া যায়।
জলের একটি বোতল খুলে
কয়েকজন মিলে জল পান করা যায়।

কোথাও দাঁড়াবার একটু ঠাঁই খুঁজে পেলে
আরও কয়েকজনকে পাশে ডেকে নেয়া যায়।
একটু হাসি ঠোঁটের কোণে খেলেই যদি যায়,
আর ক’জনাকেও ডেকে তার ভাগ দেয়া যায়।

কিন্তু একটি মন, তা সে যতই বড় হোক না কেন,
শীত গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত কিংবা বসন্ত,
কোন কালেই সেটা ভাগাভাগি করে
একজনের বেশী কাউকে দেয়া যায় না। নাকি যায়?
ঢাকা
১২ এপ্রিল ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

১,৬০৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “বিভাজন”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সবাই না পারলেও পলি এমোরাস বলে এক ধরনের মানুষ আছেন, আমার ধারনা, তাঁরা পারেন। কারন ডকুমেন্টারিতে দেখেছি তাঁরা ভালোই মন ভাগাভাগি করে জীবন কাটায়।
    আশার কথা, সবাই কিন্তু পলিএমোরাস নয়। তাই এটা অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু সমকামিতা যেমন সমকামিদের জন্য স্বাভাবিক, পলিএমরিও তেমনি পলিএমোরাসদের জন্য স্বাভাবিক একটা জীবন যাপনের অনুষঙ্গ।
    এখান একটা লিংক দিচ্ছি। জানতে আগ্রহিগন "Polyamory" লিখে সার্চ দিলে আরও তথ্য পাবেন।
    https://www.youtube.com/watch?v=0VKGRrOzMDg
    (সম্পাদিত) (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।