বিরহ ব্যথা

যে কোকিল ভালোবাসার গান গায়,
তারও কন্ঠের নীচে কিছু দুঃখ চাপা পড়ে যায়।
উদাস দুপুরে যে ঘুঘু একটানা গেয়ে চলে বিরহের গান,
তার বিরহে কাতর হয়ে উঠে আরও কত বিরহীর প্রাণ!

তমসা নদীতীরে যে মিথুনরত হংস ঝরে যায় ব্যাধের তিরে,
কি ব্যাকুল কান্নায় ফিরে পেতে চায় হংসী তার স্তব্ধ সঙ্গীরে,
হর্ষোৎফুল্ল রমন নিমেষে পরিণত হয়ে যায় শোকের বিলাপে,
হংসীর এ মাতম শুনে দস্যু রত্নাকরও মনে মনে শ্লোক যপে।

ঢাকা
১৭ ফেব্রুয়ারী ২০১৫

৯৯৯ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “বিরহ ব্যথা”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ফেসবুকে মুগ্ধ হযে আপনার বহু লেখা পড়েছি - সবগুলোতে মুগ্ধতা জানানো হয়নি।
    নি:সন্দেহে আপনাকে এখানে খুঁজে পাওয়া বিরল আনন্দ এবং সৌভাগ্যের ব্যাপার আমার এবং আমাদের সবার জন্যে।

    আশা করছি নিয়মিত পাব আপনাকে। অসাধারণ এ কবিতার জন্যে অভিনন্দন!

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    খাইরুল ভাই, আপনাকে পেয়ে আমি যার-পর-নাই খুশি। এক লাবলু ভাই ছাড়া আজকাল আমার কোন সিনিয়ারকে দেখি না। আর লাবলু ভাইতো আজকাল লিখালিখিতে বেশ অনিয়মিতই।

    আপনি যদি লিখেন, আমি ভাই ভাই করে কিছু কমেন্ট করার সুযোগ পাই।
    কত আর সবাইরে নাম ধরে ডেকে ডেকে কমেন্ট করা যায়?
    আমি কি এতই বুড়িয়ে গেছি যে এক ব্লগস্ফেয়ার নিয়মিত লেখকগণ সবারই আমার চেয়ে কনিষ্ঠ হতে হবে?

    কবিতাটা খুবই ভাল লাগলো।
    :clap: :clap: :clap:


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : অরূপ (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।