কিছুটা হাস্যরসের সাথে আত্মোপলব্ধি – বাংলাদেশের ক্রিকেট দল

এটি একটি তরতাজা সত্যি ঘটনা, এবং এটি প্রকাশের উদ্দেশ্য কোনভাবে ই কাউকে হেয় করা নয়, বরং এর মাধ্যমে আত্মোপলব্ধির একটি প্রয়াস নেয়া। বাংলাদেশের সাথে ওয়েষ্ট ইন্ডিজের প্রথম টেষ্ট ম্যাচ চলাকালীন সময়ের ঘটনা। ঘটনাটি সংক্ষেপে এরকমঃ

গতকাল ২১/০৭/০৯ তারিখে আমাদের অফিসে বোর্ড মিটিং চলছিলো। বিশেষ একটি কারনে আমার সেখানে উপস্থিত থাকতে হয়েছিলো। রসকষহীন এরুপ একটি সভায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে একজন নিরানন্দ ব্যক্তি হিসেবেই গন্য করছিলাম। কিন্তু বিধাতা যেখানে অফুরন্ত রসের ভান্ডার দিয়ে রেখেছেন, সেখানে আমার কেন, যে কারোর ই বঞ্চিত হবার প্রশ্নই ওঠে না।

আমাদের বোর্ড অফ ডিরেক্টর এ সিংহ (LION নয় HUMAN BEINGS) ভাগ সদস্যই বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের প্রাক অধিবাসী এবং বর্তমানে তারা টেষ্ট ক্রিকেটের জন্মভুমিতে বসবাস করছেন। যাহোক, সভা চলাকালীন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা র উদ্ভব হলে একজন প্রবাসী বাংলাদেশী বাংলাদেশ ক্রিকেট দলের উপর অত্যন্ত হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বললেন ” বাংলাদেশ রে যখন টেষ্ট করা হয় তখন খালি জেতে, আসল খেলায় গিয়ে জিততে পারে না। দুইবার খ্যান, এখশবার টেষ্ট এ জিতলা ই কি লাব, এখবার আসল ক্যালা জিতিয়া দেকাউক্কা”

ভাষা শুনে কেউ যেনো কেউ কিছু মনে করবেন না । ভারতীয় একজন শিল্পীর একটি গানের দুটি কলি মনে পড়ে গেলো – ” যেনো কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে ” আমাদের সভায় বক্তা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য তার আবেগ, দরদ এবং ভালোবাসা থেকে এরকম একটি মন্তব্য করেছেন। এরকম একজন নিষ্পাপ ও জ্ঞানী ????? ব্যক্তির হৃদয় এ ও যে দেশের জন্য ভালোবাসা উথলে উঠেছে তা দিয়ে তার জ্ঞানের স্বল্পতা কে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারি । কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের কিছু সদস্যের কান্ডজ্ঞানহীন ও স্বেচ্ছাচারী আচরনকে আমরা বোধহয় আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার ধৈর্য ধারন করতে পারছি না ।

যাহোক, সাম্প্রতিক বিজয়সমুহে আমরা অতি প্রত্যাশী না হয়েই আশা করবো, জয়ের এই ধারা ধরে রাখতে সব খেলোয়াড়রাই নিজেদের কে সংশোধন করবেন।

৩২ টি মন্তব্য : “কিছুটা হাস্যরসের সাথে আত্মোপলব্ধি – বাংলাদেশের ক্রিকেট দল”

মওন্তব্য করুন : কাজী রফিক (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।