আমাদের কলেজ-২(ছড়া version)

আরও একটা part আমি লিখলাম……অন্য যে কেউ পরেরটুকু লিখে আমাকে বাঁচাতে

পারেন(মাথায় শুধু এটাই ঘুরতেছে…..)

কাধের ওপর দুই দাগ নিয়ে
সামনে কটা কেশ,
রুমক্রিকেট আর আড্ডা নিয়েই
যাচ্ছে জীবন বেশ।

নয়ের সাথে দোস্তি করে
রাজার মতন থাকে,
একটা দুটা সেভেন পেলে
গাল উচিয়ে ডাকে।

সেভেনগুলোর বাড় বেড়েছে
ঘাউরামিতে বস্‌,
শুক্রবারটা আসুক আগে
বের করবো রস্‌।

প্রিফেক্টগুলো ঘুম পাগলা
তুলছে শুধু হাই,
ভরদুপুরে রুম ক্রিকেটের
নাই তুলনা নাই।

সাইফ গুরু বল বানানোর
লাগবে শুধু মোজা,
ময়লা মোজার জন্যে এখন
হন্যে হয়ে খোঁজা।

লাগবে মোজা,সেভেন খোঁজা
সেভেন গেলো কই….
হাউসেতে হচ্ছে কিছু
এত্তো বোকা নই।।

(চলবে……)

১,৮১৭ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “আমাদের কলেজ-২(ছড়া version)”

  1. ভাই আমার সামনে মিড।এতদিন তো পাংখা দিয়া চলছি।তাই দৌড়ের উপর আছি।
    আপনি লিখলেই ভাল হয়।আর যদি কেউ মিড পর্যন্ত না লিখে তাইলে আমি লিখতে পারি।এই হইলো ঘটনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।