স্বপ্নেরা মর্ত্যে নেমে আসে

আকাশের উপরে ভিত্তিহীন ভাবে ভেসে থাকা স্বপ্নেরা হুড়মুড় করে মর্ত্যে নেমে আসে। অতিকষ্টে আকাশের পরে আজন্ম দুলতে থাকা সংশয়পূর্ণ স্বপ্নেরা সমস্ত বন্ধন ছিন্ন করে শাসন না মেনে ফিরতে না চাওয়া দুষ্ট ছেলের মত, লুটোপুটি খায় কাঁদামাটিতে। আমি চেয়ে চেয়ে ওদের ভূলুণ্ঠিত উচ্ছল চেহারা দেখে ভাবি কিভাবে এতদিন ওরা এত উপরে ছিল। হর্ষধ্বনিতে উন্মাতাল এই পতন দেখে শঙ্কিত আমি বিষ্ফোরিত নয়নে তাকিয়ে থাকি আমার আশৈশব লালিত স্বপ্নগুলোর দিকে। মাটির সাথে মিশে যাওয়া উদ্দাম নৃত্যরত তাদের দিকে তাকিয়ে আমি চিনতে পারি প্রত্যেককে আলাদা করে। অনেক বড় হয়ে আকাশের সাথে মাথা ঠেকাবার উচ্চাভিলাষী স্বপ্ন, অন্যায় অত্যাচারে পরিপূর্ণ এই পঙ্কিল সমাজকে এক নিমিষে বদলে দেওয়ার সরল স্বপ্ন, অভিমানী মুহূর্তে পাখির মত ডানা মেলে অনেক দূরে সরে যাওয়ার ছেলেমানুষী স্বপ্ন, কোন এক দুর্বল মুহূর্তে দেখা ন্যায়-অন্যায় ভুলে যাবার অন্যায় স্বপ্ন, স্বপ্নালু সময়ে কাউকে কাছে পাবার স্বপ্ন সবাই আমাকে ভেংচি কাটে, খিলখিল করে হাসে আমার অসহায় অবস্থা দেখে।
আমি তাকিয়েই থাকি। তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টির শঙ্কা, অসহায় ভাব পরিবর্তন ধীরে ধীরে পরিবর্তন হয়ে সেখানে খেলা করে স্বস্তি। উর্ধ্বপানে তাকিয়ে দেখি তারা ঝলমলে আকাশ, চাঁদ আর চাঁদোয়ার সহাবস্থান। বহুদিন আমার আর এই সৌন্দর্য্যের মাঝে বাধা হয়ে ছিল যারা তারা আমার সামনে হুটোপুটি করে খেলা করছে। আমি আরেকবার সৌন্দর্য্য উপভোগ করে নেই এরপর যোগ দেই নৃত্যরত ভূলুন্ঠিত স্বপ্নদের সাথে। চীৎকার করে হাসি, দুহাত মেলে দিয়ে আলিঙ্গন করি মুক্তির আনন্দে। আজন্ম স্বপ্নের চাপে পিষ্ট হওয়া এই ছাপোষা আমি আজ মুক্তপুরুষ।

৩৯ টি মন্তব্য : “স্বপ্নেরা মর্ত্যে নেমে আসে”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    খালি গাছ আন্দা ভাইয়ের দুষ,তাইনা?গাছ বইল্লা কি আমরা মানুষ না?তপু ভাই,ইরাম হাই এন্টেনার জিনিস আপ্নে লিক্লে দুষ নাই কিন্তু আন্দা ভাই লিক্লেই দুষ?খেলুম না :(( :(( :((

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    অনেক্ষন ধরে এন্টেনাটা খাড়া করার চেষ্টা করছি। পারতাছিনা। তুই যেভাবে নিচে নামায়ে দিলি তাতে আমি উঠাই ক্যামনে????

    কঠিন হইলেও জিনিসটা খাটি...... 😀 😀

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্বপ্নকে এক সময় মর্ত্যে নামতেই হয়। কখনো আমরা টেনে নামাই, কখনো নিজেই মাটিতে নেমে আসে। মনটাকে উচ্ছল রাখো ভাইয়া।

    বই পড়ো, সিনেমা দেখো, গান শোনো, সুন্দরীদের দেখো আর সিসিবিতে বেশি বেশি লিখো। দেখবে মনটা সবসময় ফুরফুরে থাকবে। বিনা পয়সায় টিপস দিলাম আর কি!! :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
        • কামরুলতপু (৯৬-০২)

          @সানাভাই,
          ধন্যবাদ ভাইয়া টিপস এর জন্য। গল্পের বই ছাড়া অন্য কোনটাই করতে পারতেছি না। আপাতত ৩-৪ টা নতুন গল্পের বই কাছে আছে তাই দিয়ে চালাচ্ছি।
          @মাস্ফ্যু
          ভাইয়ার কথা কোট করলি উইথ বোল্ড ব্যাপার কি? কি কইবার চাস?
          @ মাহমুদ
          জুনিয়রের যেই কাম সেটা শুরু কর, :frontroll: তোমারে কেন জানি দেখলেই পাংগাইতে ইচ্ছা করতাছে ইদানিং। জেলাসিত হইছি। অফটপিকঃ আপু কেমন আছে?

          জবাব দিন
          • মাহমুদ (১৯৯০-৯৬)
            আপাতত ৩-৪ টা নতুন গল্পের বই কাছে আছে

            www.bdbangla.com এ বেশ কিছি বাংলা বই (বেশির ভাগই হুমায়ুন :grr: , তবে সেবাও আছে) আছে পিডিএফ এ আপলোড করা। ভালো লাগতে পারে।


            There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

            জবাব দিন
  4. তপু ভাই কি সেঞ্চুরীর তাগিদে এই জাতীয় "চিকি সিংগেল" নিতেছেন?
    (কপিরাইটঃ জাফর উল্লাহ শারাফাত)

    ৯৭ খান পুষ্ট !! বাড়ির কাছে তো আর না !

    তয় ভালা সিংগেল। আমারে তো ইন্সপিরেশন দিলেন---

    আমিও এই রকম লিখপো :((
    (কপিরাইটঃ মাসরুফ ভাই)

    জবাব দিন
  5. আমার কেন জানি মনে হচ্ছে কামরল ভাই ঘুরাই ফিরাই আমার রিলেটিভ । আচ্ছা কামরল ভাই আপনার বাসা কি ময়মনসিংহ ?? অথবা আপনার কোনো খালা/মামা কি ময়মনসিংহ থাকে ?? .. আমার ধারনা যদি ভুল না হয় তাহলে আপনার আম্মু আমার ছোট খালুর কাজিন ।

    anywayz, আমি কোন Cadet না । সিভিল পাবলিক ।

    Ok Brother , Im waiting for ur replay ...

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।