মা

মা দিবসে আম্মুকে একটা চিঠি লিখেছিলাম। সময়ের অভাবে সেটা পোস্ট করা হয়নি। তাই আম্মুকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হল। ছোট ভাইকে বলেছি ওটা প্রিন্ট আউট করে আম্মুর হাতে দিয়ে দিতে। ডিজিটাল যুগে ডিজিটাল চিঠি। e-চিঠি। দিতে গিয়ে মনে হল সিসিবিতে ও আপলোড করে দেই।
সকল মা কে মা দিবসের শুভেচ্ছা।

আম্মুকে লেখা চিঠি

আম্মুকে লেখা চিঠি

১৬ টি মন্তব্য : “মা”

  1. নাজমুল (০২-০৮)

    ভাইয়া আবার কলেজের কথা মনে পরে গেলো 🙁
    আম্মা যখন গাবতলি তে বাসে উঠাই দিতে আসতো তখন লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করতো 🙁
    উফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফ
    মন খারাপ করা ব্যাপার 🙁
    সবাইকে মা দিবসের শুভেচ্ছা 🙂

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    চামে "দেখেন আমার হাতের লেখা কত সুন্দর" ভাব নেয়ার কু-মতলবে, টাইপ না কইরা, স্ক্যান কপি দেয়ায় কামরুলতপু'র ভ্যাঞ্চাই।
    (এডু, মডু ... এই জিনিস ম্যালাদিন পরে চাইলাম ... দিয়া দিবেন নাকি ??)

    তপু, চিঠি ভাল হইছে ... আন্টি তথা সকল মা'কে ... :boss:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      ভাইয়া এইভাবে সবার সামনে আমার গোপন ইচ্ছা প্রকাশ করে দিলেন?

      আসলে এই চিঠি এখানে দেবার আসল কারন হল সবাইকে একটা উপায় বলে দেওয়া যারা বাইরে থাকে। এইভাবে চিঠি পাঠানো যায়। লেখতে যা সময় লাগে। ক্লাসের মাঝেও লিখে ফেলা যায়। মা রা অসম্ভব খুশি হয়। অফটপিক জাস্ট ফ্রেন্ডরাও খুশি হওয়ার কথা, যাদের চান্স আছে ট্রাই করে দেখতে পারে।

      জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।