অপলাপ – ২

অফটপিকঃ আজ নিজের পোষ্টগুলো একটু ঠিকঠাক করছিলাম। অনেকগুলোতেই কোন ট্যাগ নেই বিভাগ নেই হয়ে আছে। সেই করতে গিয়ে দেখলাম আমার একার পোষ্ট হচ্ছে ৪২ খানা। আমার অর্ধেক ও নেই কারো। এরপর পোষ্ট দিতে লজ্জা লাগছে। আমার মত নাদান যদি এই ব্লগের সর্বোচ্চ পোষ্টার ( যে পোষ্টায় ) হয় তাহলে কেমনে হয় । তাও লজ্জা লাগার পরও একখানা কবিতা দিলাম।

বলেছিলে,
ইচ্ছে হলে ডাকবে।

সেদিন থেকে আমি
তোমার ডাকের অপেক্ষায়।
প্রতিটি নতুন দিনে ভাবি ,
এই বুঝি প্রতীক্ষার শেষ হল।
বোকা আমি
বুঝিনি ইচ্ছেটা তোমার মরেই গেছে ।

তবুও অপেক্ষা
বোকা আমি আর আমার বোকা বোকা ভাবনা।

২৭ টি মন্তব্য : “অপলাপ – ২”

  1. জিহাদ (৯৯-০৫)

    কবিতা আমিও বুঝিনা। তবে এইটা যে ভাল্লাগসে সেইটা বুঝসি।

    কামরুল ভাইয়ের ছবির দিকে তাকাইলেই আমার টেনশন হইতেসে। মনে হইতেসে যে কোন সময় পল্টি খেয়ে পড়ে যাবে। :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    এই ছবি হল জাহাংগীরনগর ইউনিভার্সিটির ভিতরে একটা পুকুরের উপরে গাছের একটা ডালে বসে তোলা।
    কামরুল ভাই পিছনের জিনিস সরাইয়া নিলে আমি পুরা পানিতে পড়ে যাব ( আক্ষরিক অর্থে )। মাফ কইরা দেন বস এইবার।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।