আজ বুঝি জিতেই যাব

কেন যেন মনে হচ্ছে নিউজিল্যান্ড এর আজকে খবরই আছে। ক্লাসের ফাঁকে খেলার খবর নিচ্ছিলাম অনেকটা কলেজে থাকতে আইসিসি সেমিফাইনালের মতই মনে হচ্ছিল। একে একে যখন উইকেট পড়ছে চিৎকার করতে পারছিনা। আস্তে আস্তে মুখটা হাসিমুখ হয়ে গেল। এক ভাইয়াকে ফোন করে বললাম ৭৯ রানে ৬ উইকেট। ভাইয়া পাত্তা দিলনা ও আচ্ছা। বললাম বাংলাদেশ ব্যাট করছে না বল করছে। আমি নিশ্চিত ওনার চোখ বড়বড় হয়ে গিয়েছিল। এরপর অনেকক্ষণ না দেখে এসে দেখি ২০০ হয়ে গেছে। একটু ভয় পেয়েছিলাম আবার বুঝি ১০০ করেই ঝরে পড়বে। এখন খেলা দেখে মনে হচ্ছে আজ বুঝি ওরা জিততেই নেমেছে।
অনেকদিন পরে মাশরাফি তার সেই কথাটা ফলাল, “ধরে দেবানি”।
সবাই দোয়া করেন আরেকটু

১,৩৩৪ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “আজ বুঝি জিতেই যাব”

  1. আহ্সান (৮৮-৯৪)

    ৯ তারিখ রাতে জুনায়েদ সিদ্দিকীর সাথে কথা হলো...। খুবই উজ্জিবীত নাকি ওরা...। কিন্তু ১১ তারিখ যে কি করলো...। আজ রাতে (১৩ তারিখ)ও কথা হলো দলপতিসহ অন্যান্যদের সাথে। যথেষ্ট মোরাল দিলাম...। দেখা যাক কি করতে পারে ওরা শেষ ম্যাচে...।

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।