হারিয়ে গেলাম

অনেক আগে লেখা একটি কবিতা । সবাই কবিতা দিচ্ছে দেখে আর নতুন কবিতা লেখতে না পেরে। আগে সচলায়তনে পোষ্টিত ।

হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।
কারো সময় কাটেনা এই ও এলো বলে ভাবনায়।
তাই হারিয়ে গেলাম।

নির্মম নাগরিক জীবনের সাথে লড়াই করে
কারো একান্ত সময়ের কিছুটা ছিনিয়ে নিতে পারিনি।
পারিনি কাউকে আমার আশায় বসিয়ে রাখতে ।
কোলাহলের এই জীবন থেকে
তাই আমার এই নিরব হারিয়ে যাওয়া।

হয়ত কারো মন আক্রান্ত হবে না হাহাকারে
হঠাৎ কোন বিকেলে শূণ্যতা অনুভব করবেনা কেউ,
কারো মনে বেজে উঠবে না বহুদিন দেখিনা।
তবুও…… হারিয়ে গেলাম।
কেউ খুঁজবে এই আশায়……।

জুন, ২০০৭

২২ টি মন্তব্য : “হারিয়ে গেলাম”

  1. তবুও…… হারিয়ে গেলাম।
    কেউ খুঁজবে এই আশায়……

    আমারো এই রকম অনেকবার মনে হইছে ভাই।
    সবসময় মনে হয় কেউ খুঁজবে না...
    যাকে অনেক খুঁজেছি, সেও হয়ত কোনদিন খুঁজবে না...
    হি হি হি...
    সত্যি কথা কি, কেউ হয়ত আসলেই খুঁজে না...

    জবাব দিন
  2. রাশেদ (৯৯-০৫)

    আমিও হারেতে চাই 😀 কিন্তু কোথা তারে পাই 🙁

    আপনার এই লেখার ডিসক্লেইমার আমাকে একটা রহস্য থেকে মুক্তি দিয়েছে 😀 সচলে এক লোকের ছবি দেখে ভাবতাম এরে যে কই দেখছি 🙂 এইবার বুঝছি কই দেখছি 🙂


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহবুবা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।