দ্বন্দ্ব

-ভাইয়া তুই কি বের হচ্ছিস?
-কেন কিছু বলবি আপু। আয়নায় শার্ট ঠিক করতে করতেই বললাম।
-তোর সাথে আজ বের হব ঠিক করেছিলাম বিকেলে।
আমার এই জমজ বোনটা কখনো আমাকে কিছু বললে আমি না করতে পারি না কিন্তু আজ আমার এমন একটা কাজ যে সেটাও বাদ দেয়া যাচ্ছে না কি যে করি।
-কাল ও তো কিছু বললি না। এখন হঠাৎ করে বললে তো ঝামেলায় পড়ে যাই। কোথায় যাবিরে আপু।
– এই মাত্রই ঠিক করলাম। পেপারে দেখলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিনেমা সপ্তাহ চলছে। তোর সাথে দেখতে যাব ভাবলাম ।
-আপু সিনেমা সপ্তাহ যেহেতু এক সপ্তাহ তো থাকবে কাল তোকে নিয়ে যাই। লক্ষী বোন আমার তুই মাইন্ড করিস না।
-ওক্কেরে ভাইয়া ঠিক আছে তুই যা ।
মুখটা কি কাল হয়ে গেল ওর আমার রুম থেকে বের হওয়ার সময়। ওর মুখ ভার আমি দেখতে পারি না। কিন্তু… । ও আবার আমাকে ছাড়া একেবারেই অচল। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে আমাকে ছাড়া ওর কিছুই হয় না। এখনো ভার্সিটিতে ওকে নামিয়ে দিয়ে আমি আমার ভার্সিটিতে যাই। ভার্সিটিতে পড়ে এখনো কেন যে ওর একটা মনের মানুষ হল না কে জানে।

-কিরে আপু মন খারাপ হয়েছে? কাল হলে হবে না? ওর রুমে ঢুকে দেখি চুপ করে খাটের উপর বসে পেপার পড়ছে আবার।
– নারে ভাইয়া তুই এত উতলা হইস না। এই সিনেমা আমি আগে দেখেছি আসলে সিনেমাটা অসাধারণ। তুই তো দেখিস নাই। তোকে নিয়ে দেখলে খুব ভাল লাগবে দেখে তোর সাথে দেখতে চাচ্ছিলাম।
-কি নাম সিনেমার।
– চিল্ড্রেন অভ হ্যাভেন।
– কি নিয়েরে?
-দুইটা খুব কিউট ভাই বোন আছে ওদের নিয়ে কাহিনী। খুবই কিউট। আমি দেখে কাঁদতে কাঁদতে শেষ।
– তুই তো এমনি সিনেমা দেখলেই কাঁদিস ।
-যাহ ভাগ তুই , কোন কাজে যাচ্ছিলি সেখানে যা। দেরি হয়ে যাচ্ছে তোর।
-আপু তুই রাগ করেছিস? আগে থেকে আমার এই কাজটা ঠিক করা তো তাই । আমি আসার সময় এইটার সিডি নিয়ে আসব রাতে ভাই বোন একসাথে দেখব নে। ঠিক আছে?
– তাড়াতাড়ি আসিস। ছুটির দিন কেন যে কাজ রাখিস। একটা দিন ভার্সিটি বন্ধ সেদিন একটু বাসায় আনন্দ করব তা না তুই বের হস আসিস রাতে। যা ভাগ।

০১৭১২…… , রিং হচ্ছে। বাসা থেকে বের হলাম ঠিকই কিন্তু কোথায় যাব তা জানিনা। এইসব পাগলামির কোন মানে হয় । আমাকে কখনই বলবে না ও কোথায় যেতে হবে কি প্ল্যান। ঘর থেকে বের হয়ে ওর কাছ থেকে ফোন করে জানতে হবে। ও নিজেও নাকি তখনই ঠিক করবে। সত্যি বলতে একরকম চার্ম থাকে ঠিকই। ৬ মাস হল ওর সাথে আমার সম্পর্ক।
-তুমি কই?
-কই আর থাকব, ঘর থেকে বের হলাম। রিকশা ঠিক করব নাকি বাসে উঠব তা ঠিক করতে হবে তো।
– টিএসসিতে চলে আস। ৩টার দিকে অবশ্যই সেখানে থাকবা।
-এরপর?
– ৫টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা সিনেমা দেখতে যাব। একটা ফাটাফাটি সিনেমা আছে আজ।
-সিনেমা? বিশ্ব সাহিত্য কেন্দ্র?
-কেন কোন সমস্যা আছে?
-সিনেমার নাম কি ?
-চিল্ড্রেন অভ হ্যাভেন। তুমি নিশ্চয়ই আগে দেখনি? অসাধারণ সিনেমা। দুইটা কিউট পিচ্চি আছে। ইশশ আমার পিচ্চিগুলা যেন ওরকম হয়…

৩৯ টি মন্তব্য : “দ্বন্দ্ব”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    পোলাডাতো আসলে বাটে পরছে 🙁 তার ডার্লিং এর যে অভ্যাস, তাতে জরুরি কোন কামের জন্যেও ডাকতে পারত, এইটা ভাইবাই হয়তো বোনরে না কইরা দিছিলো। কিন্তু মেয়েটার যে মনে এইটা ছিলো সেইটা ক্যাডায় জানে x-(
    এইল্লাইগাই কই, প্রেমে পিরিতি ভালানা 😛


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।