প্রবাসে প্রলাপ ০০৮

আজ আসলেই আমার প্রলাপ শোনাব সবাইকে। কিচ্ছু লেখা আসছে না। ইচ্ছে করছে সব ছেড়েছুড়ে চলে যাই দেশে। কি হবে পড়ালেখা করে কি হবে নামের পাশে ডিগ্রী লাগিয়ে। সব কিছু ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই , প্রতিদিন বাসায় ঝাড়ি শুনব বেকার ছেলে হয়ে, কেউ পাত্তা দিবে না ঘরের টুকটাক কাজ করে দিব বিনিময়ে একরাশ অবসর, আফসোস , পাশের বাড়ির ছেলের গাড়ি দেখে ঈর্ষা , রাস্তায় অপ্সরীদের দেখে বুকে চিনচিন ব্যাথা।
বেশি কিছু না লেখি তাইলে আবার সানা ভাই এসে ঝাড়ি মারবে । কিছু শব্দগুচ্ছ দেই যাদের নাম আছে। কবিতা বলতে পারছি না কোন ভাবেই মাঝে মাঝেই মাথায় ঘোরা কিছু অর্থহীন শব্দগুচ্ছ।

১।

    অনিকেত প্রান্তর

তোমার আর আমার মাঝে এখন
এক সমুদ্র দূরত্ব।
সেখানে কিছু নেই,
না দুঃখ, না হাহাকার
নেই কোন অভিমান।
২।

    আবার যেদিন

ভিতরের মানুষ ঘুমিয়ে পড়েছে
অনেকদিন আগেই।
আবার যেদিন মানুষ হব
বাংলায় রাজাকার থাকবে না।
৩।

    ভালবাসি

তুমি ফিরে আসবে কখনো ভাবিনি।
ফিরে আসাতেই বুঝলাম ,
তোমাকে কতটা ভালবাসি।
যে রাগে তোমাকে ভুলতে চেয়েছিলাম
সেটা অবুঝের অভিমান।

সব দোষ নূপুর ভাইর। আমার কোন দায়দায়িত্ব নাই এই গুলার।

৩০ টি মন্তব্য : “প্রবাসে প্রলাপ ০০৮”

  1. রকিব (০১-০৭)
    আবার যেদিন মানুষ হব
    বাংলায় রাজাকার থাকবে না।

    কুব্বালা লাগলো। আপনিও দেখি কবি কবি হয়ে গেছেন। :boss: :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শেষ না কইরা দেশে ফিরলে খবর আছে। x-( যেদিন দেশে আইবা খবর দিয়া রাখবা, আমরা সিসিবি থাইক্কা ফুল লইয়া মিছিল কইরা বিমানবন্দরে যামু। খালি হাসিনা-খালেদার দেশে ফেরার জন্য মিছিল হইবো, এইডাতো হইতে পারে না। আমাদের পোলা দেশে আইবো, আর আমরা আঙুল চুষমু?? 😀 😀 😀

    শেষ লাইনটা কি ৩ নম্বর কবিতার অংশ?? 😕


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তপু ভাই আপনার এস এম এস পেয়ে মন ভাল হয়ে গেল।আমার পুরান সেটটা নষ্ট হয়ে যাওয়ায় যাস্ট ফ্রেন্ডদের ছবি চইলা যাওয়ার চেয়েও বড় ক্ষতি হইছে ভাইদের নাম্বার গুলা মুইছা যাওয়ায়।প্লিজ রাগ কইরেন না।১৭ তারিখ সুযোগ পেলে চলে যাব ইনশা আল্লাহ...আমার জন্য দোয়া করবেন প্লিজ...

    জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      তুমি দেখি আজ সিসিবি রিভাইজ দিচ্ছ। মন টন ভাল আছে তো? আমার লেখা একের পর এক পড়ে যাচ্ছ। আমার বহুত লেখা সব পড়বা নাকি? সময় আছে তো হাতে? উইকএন্ড কোন কাজ নাই নাকি?

      জবাব দিন
      • বস,
        উইকএন্ড না। কুয়েটে মারামারি হইয়া বন্ধ। এইমাস পুরাটা ছুটি। পড়াশুনা করা উচিত-- থিসিস চলতেছিল। কিন্তু ভাল্লাগেনা। সিসিবি তে পইড়া থাকি। আপনার প্রায় সব লেখা খুব ভালো লাগত। তাই পুরোনো গুলো পড়তে বসেছি। আর ক্যাডেটরাই কী সুন্দর লিখে তা দেখে মনটাই ভরে যায় !!

        ভাই, রকিব এর লেখা পড়ে দেখছেন না? মন ছুঁইয়ে দেয় আমার ওর লেখনী গুলো। ঠিক যেমন আপনার গুলো...

        জবাব দিন

মওন্তব্য করুন : সাজিদ (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।