স্টেরিওগ্রাম ১

আমাদের এখানে প্রতিবছর একইরকম ভাবে মনবুশো স্কলারশীপ নিয়ে কয়েকজন আসে। আমরা সবাই একই জায়গায় ভাষা শিখি একই রকম পথ পাড়ি দেই। এবং আমাদের মধ্যে প্রচুর ক্যাডেট। সেই হিসেবে এখানে আমাদের সবার মাঝে ক্যাডেট কলেজের মত একটা ট্রেন্ড চালু আছে। প্রতিবছর নতুনরা আসলে আমরা ওদের গিয়ে রিসিভ করি ওদের ভাল মন্দ দেখার চেষ্টা করতে গিয়ে অনেক সময় ওদের অনেক জ্বালাই। আমার এই পোষ্টের ব্যাপারটা সেটা নিয়ে না। যাই হোক ২/৩ বছর আগে এইরকম একবার নতুনদের দেখতে গিয়েছি। তখন এক ছেলে একটা পেপার কাটিং বের করল (ছেলেটা এখানকার শরীফ সাগর )। আমরা সবাই বসে আছি আমাদের সামনে কাগজটা ধরে বলল ভাইয়া কিছু দেখতে পারেন? আমি দেখেই বললাম হিজিবিজি। মোটামোটি আমরা কেউই দেখতে পারলাম না তখন সে বলল ভাইয়া এইটা একটা কাপ পিরিচ। আমার মাথা গেল খারাপ হয়ে। পাগলে পাইছে নাকি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আর সে বলছে এইটার মধ্যে কাপ পিরিচ। আমাদের সবার উত্তেজনা তখন আকাশে। কাপ পিরিচ দেখতেই হবে। আমি একবার বললাম আরে হাতলটা মনে হয় একটু দেখতে পারছি সে বলে না ভাইয়া দেখলে সবই দেখবেন। ও বলল ভাইয়া ছবির পিছনে ফোকাসিং করেন। আড্ডাটাই পন্ড হচ্ছিল আরেকটু হলে। সেবার বাদ দিলাম। কিছুদিন আগে একইরকম ভাবে আবার একটা জুনিয়র দেখি কাপ পিরিচ আরো কি সব দেখে আমি দেখতে পাই না। এবার বাসায় এসে ঘাটাঘাটি করলাম। একে বলে স্টেরিওগ্রাম । দেখার অনেক রকম উপায় আছে। একটা একটা করে আমি সবগুলা খাটালাম কিন্তু আমি একটা ছবিও দেখতে পারলাম না দেখি আপনারা দেখতে পারেন কিনা।
১।

হিজিবিজি

হিজিবিজি


২।
হিজিবিজিহিজিবিজি

হিজিবিজিহিজিবিজি


৩।
আরো বেশি হিজিবিজি

আরো বেশি হিজিবিজি

আপাতত এই ৩টাই থাক। কে কি দেখলেন কমেন্ট করে বলেন। যারা কিছুই দেখতে পারেন নাই পিলিজ লাগে মাথা গরম কইরেন না। আমিও কিছুই দেখতে পাই নাই।

৫৪ টি মন্তব্য : “স্টেরিওগ্রাম ১”

    • কামরুলতপু (৯৬-০২)

      চুল ছিড়িস না দোস্ত। একটা টেকনিক হইল ছবিটারে মনিটরে রেখে মনিটরের পিছনে ফোকাসিং করা আরেকটা হইল তোর নাকের উপর ফোকাসিং করে ছবিটার দিকে তাকানো। তবে কাজে দিব কিনা জানিনা আমার দেয় নাই।
      বিঃদ্রঃ শরীফ আমি জানি তুমি দেখতে পার সো তুমি বইলা দিও না।

      জবাব দিন
  1. জুলহাস (৮৮-৯৪)

    আরেকটা টেকনিক আছে... প্রথমে একটা লাইনকে ফলো করো...
    সুবিধা হবে।
    প্রথমটায় কাপ-পিরিচ ছাড়াও হাল্কাভাবে আরো কিছু দেখা যায়।।
    দ্বিতীয়টায় সব্জী দেখলে দোষ দিয়ো না...
    তিন নম্বরটায় অসংখ্য মানুষ...
    আপাততঃ এটুকু-ই থাক!!
    ভুল বললে কিছু বলো না...খবরদার!!!!


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  2. শরিফ সাগর (৯৭-০৩)

    একটু আলামত দেই তপু ভাই। মাইন্ড কইরেন না। মাইন্ডাইলে আগেই :frontroll: দিয়া লই।
    ১। পানিতে চলে।
    ২। বাতাসে চলে।
    ৩। মাটিতে চলে।
    এরকমই কিছু দেখা যাবে হয়তোবা। 😉

    জবাব দিন
  3. ১) ডলফিন-মেরুভল্লুক-সিন্ধুঘোটক [ভুলও হইতে পারে, তবে এমনি মনে হইলো 😛 ]

    ২) প্রজাপতি [এইটা দুইশো ভাগ শিওর 😀 ]

    ৩) একটা ছেলে একটা মেয়ে ... ব্যালে নাচতেছে বা স্কেটীং করতেছে [মোটামুটি শিওর এইটাও 🙂 ]

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    কি হইল, উত্তর এতো কম কেন? সবাই কি বলে তার জন্য ওয়েট করতেছিলাম...
    আমারটা দিয়াই দি তা হলে,
    ১। ডলফিন।
    ২। প্রজাপতি।
    ৩। মানুষ। (মনে হয় গ্রুপ ছবি... খুব সম্ভবত কোন স্পোর্টস টিমের...)

    কামরুল... রেজাল্ট কখন দিবি?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।