আমার কাজলাদিদিরা – ৬ ( তন্বীআপু )

আমার কাজলাদিদিরা -৫
তন্বী আপু কিন্তু আমাকে এখনো আপু বানাবার পারমিশন দেয়নি। উনি খুব ভালভাবেই আমার এই আপু বানাবার রোগ সম্বন্ধে অবগত। এবং প্রথম দিন থেকেই ওনার কাছে ওয়ার্নিং পেয়ে পেয়ে এখনো ওনাকে আপু বানানো হয়নি। কিন্তু এই সিরিজের অন্য সবার সাথে ওনার অনেক মিল তাই ওনাকে নিয়েও লেখা যাক।
জাপানে আসার পর শুনলাম আমাদের এই স্কলারশীপের এই প্রোগ্রামটায় যারা এসেছে আমাদের সিনিয়র সবাই ছেলে শুধু একটা বড় আপু আছে নাম ও জেনে গেলাম তন্বী। ৪-৫ মাস পরে ওনার সাথে যখন দেখা হল তখনো খুব বেশি ঘনিষ্ঠ হবার চান্স পেলাম না। আমাদের সিনিয়র ব্যাচের সাথে ওনার সম্পর্ক অনেক বেশি ভাল থাকার কারণে আমরা খুব একটা পাত্তা পেলাম না। যাই হোক সেইরকম ভাবেই চলছিল। ঠিক কখন যে ওনার কাছে আসলাম বলতে পারব না তবে একটা ঘটনা আমার এখনো আমি সবাইকে বলে বেড়াই। জাপানে এসে হালাল খাওয়ার চেষ্টা করার কারণে বাইরের কিছুই প্রায় খেতে পারি না। সবচেয়ে কষ্ট লাগে মজার মজার কেক এবং আইস্ক্রিম খেতে না পেরে। এই রকম একবার কোথাও বলার কারণে সেবার ওনার বাসায় যাবার পর উনি আমাকে কেক বানিয়ে খাইয়েছিল। আমি আপুর সেই কেক খেয়ে মুগ্ধ হয়ে গেলাম। কেক কতটা মজা ছিল মনে নেই কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমার জন্য এত কষ্ট করে কেক বানাবার কারণে। এরপর থেকেই আপুর ভক্ত হয়ে গেলাম।
আপুর সাথে কোন যোগাযোগ হত না আমার। থাকতাম ও অনেক দূরে। কিন্তু সেবার যখন আমার খুব খারাপ সময় যাচ্ছে আমি যখন কারো সাথে শেয়ার করতে না পেরে একা একা আরো বেশি বিষন্নতায় ডুবছিলাম হঠাৎ করেই আপু আমার খবর নেওয়া শুরু করেছিল। জানিনা কেন হঠাৎ আমার কথা আপুর মনে আসল কিন্তু তখন আমার একজনের কেয়ারিং খুব বেশিভাবেই দরকার ছিল। আমি সবসময় সবকিছু শেয়ার করতে পারিনি কিন্তু যখন আপু আমার খবর নিত তখন খুব ভাল লাগত। এইভাবে চলতে চলতে কখন যেন দেখি আপুর সাথেই এখন ফোনে সবচেয়ে বেশি কথা বলা হয়। টোকিওতে আসার পর আপুরা বাসা নিল সেই বাসাতেও উইকএন্ড আসলেই আমার যাতায়াত শুরু হয়ে গেল। গত ১ বছরের অসংখ্য উইকএন্ড আমি কাটিয়েছি আপুর বাসায়। গত মাসে যখন জ্বরে পড়েছিলাম তখনো সবার আগেই মনে পড়ল একা একা এখানে রুমে না থেকে আপুর বাসায় চলে যাই। আমি জানি আপু বিরক্ত হবে না তাই অনেকটা ছোট ভাইর দাবি নিয়েই রাতের বেলা চলে গিয়েছিলাম আপুর বাসায়। আপু এবং সেই সাথে ভাইয়া দুজনেরই তখন টার্ম শেষ হবার অসম্ভব কাজের চাপ। তারপরও আমার জ্বালাতন ওনারা একেবারে আপন ভাইবোনের মতই হাসিমুখে সহ্য করেছেন। আমার একবার ও কিছু মনে হয়নি । মনে হয়েছে এইটাই স্বাভাবিক।
আমার এই সিরিজের অন্য সবাই কোনভাবেই এই লেখার কথা জানেনা। একমাত্র তন্বী আপুই আগে থেকেই এই লেখার কথা জানে। গত সপ্তাহেই ভাইয়া ওয়ার্নিং দিয়ে আপুকে বলেছে তোমাকে মনে হয় তপু টার্গেট করেছে। আমি হেসে বললাম নাহ ভাইয়া আমার আর কোন টার্গেট নেই। আমার আর বোনের দরকার নাই। তাও আজ এই লেখাটা লিখে ফেললাম আপুকে নিয়ে।কারণ আর একটু পরেই আপুর জন্মদিন ।

শুভ জন্মদিন আপু

অনেক প্ল্যান করেছিলাম আপু, আপনার জন্মদিনে অনেক কিছু করব। মানুষকে চমকে দিতে আমার ভাল লাগে। এবার ভেবেছিলাম আপনার জন্মদিনে ১২টার দিকে গিয়ে হাজির হব। কিন্তু এমন এক ঝামেলায় পড়লাম। অসুখটা হবার আর সময় পেল না। নড়তে চড়তেই কষ্ট হচ্ছে। অসুখ হলে আপনার ওখানে চলে যাবারই কথা কিন্তু হাসপাতালে যেতে হবে তাই তাও যেতে পারছিনা। নইলে কি আর আজ এখানে বসে বসে আপনাকে নিয়ে লেখতে হয়? ভাইয়া নিশ্চয়ই আপনাকে বলছে আমি বলেছিলাম না তপু তোমাকে টার্গেট করেছে। কি করব আপু অন্য সবার সাথে আপনার এত মিল শুধু পারমিশনটাই পাইনি আপু বানাবার। সেদিন যখন হঠাৎ করে আপনার বাসায় চলে গেলাম, শুভ বলছিল তুই কত লাকি জাপানে এসেও তোর রাস্তায় বের হয়ে কারো বাসায় চলে যাবার জায়গা আছে। আসলেই আপু আমি অনেক ভাগ্যবান। এই এক জীবনে অনেকের ভালবাসা পেয়েছি। অনেক জ্বালাই আপনাদের কিন্তু কখনো আমার মনে আসেনি আপনারা বিরক্ত হবেন কিনা। এই স্বাভাবিকভাবে জ্বালাবার স্বাধীনতা পেয়েই আমি অনেক খুশি আপু আপনাকে আমার কাজলাদিদি হতে হবে না।
আপনার এই জন্মদিনে অনেক অনেক অনেক শুভেচ্ছা। আপনার সকল আশা পূরণ হোক । আপনাদের ব্যাপারে একটা কথা আমি সবসময় ভাবি কখনো বলা হয়নি মনে হয়। আমার দেখা সবচেয়ে সবদিক দিয়ে কমপ্লিট হ্যাপি কাপল হচ্ছেন আপনি আর ভাইয়া ( আমাদের সিসিবির সাকেব ভাই , এমসিসি , প্রসঙ্গত এই তন্বী আপুই কিন্তু সাকেব ভাইর ব্যক্তিগত রূপকথার রাজকন্যা )। আপনাদের দুজনের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে দুজন দুজনকে অনেক ভাল ভাবে চিনেন এবং দুজনের প্রতি দুজনের ভালবাসার সাথে সাথে রেসপেক্ট অনেক বেশি। আজীবন এরকম সুখী থাকুন আপু।

৬৯ টি মন্তব্য : “আমার কাজলাদিদিরা – ৬ ( তন্বীআপু )”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)
    গত সপ্তাহেই ভাইয়া ওয়ার্নিং দিয়ে আপুকে বলেছে তোমাকে মনে হয় তপু টার্গেট করেছে।
    ভাইয়া নিশ্চয়ই আপনাকে বলছে আমি বলেছিলাম না তপু তোমাকে টার্গেট করেছে।

    আমাকে কেমন কেমন যেন ভিলেন প্রমাণ করার একটা সূক্ষ অপচেষ্টার গন্ধ পাচ্ছি 😡
    যাকগা,বউকে অসম্ভব সুন্দর একটা জন্মদিনের উপহার দেওয়ার জন্য এ যাত্রায় মাফ কইরা দিলাম B-)


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. উফ! কি লজ্জায় ফেললা 😕
    (এইটা কপট রাগ ;)) অনেক খুশি হইসি আসলেই)

    কিন্তু কাজলাদিদি সিরিজে আমি কেন? 😡 (আসল রাগ)
    আমিও তো তোমার মতন...বৌদি কে তুমি যেমন 'দিদি' ডেকে স্পেশাল হইতে চাও, আমার জন্যও তেমন স্পেশাল সিরিজ চাই :chup:

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      তপু ভাই, আপনার সাহস তো কম না! আমাদের ভাবী আপুকে লজ্জায় 'ফেলে' দিসেন ?! 😡

      সাকেব ভাই, আপনার সাহস তো কম না! এখনো ভাবী আপুকে টেনে তুলেন নাই?! 😡

      (আসলে এইটাও কপট রাগ। এই চামে দুই সিনিয়রের উপর একটু দড়ি ঘুরাইলাম :awesome: )


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      অবশেষে আপু আপনি সিসিবিতে ঢুকলেন এবং কমেন্ট করলেন। যদিও আমার অনেকখানি ডাউট আছে আপনি নিজে এই কমেন্ট করেছেন নাকি সাকেব ভাইকে লেখক হিসেবে ইউজ করেছেন।
      যাইহোক আপু অনেক অনেক অনেক ধন্যবাদ আমার লেখায় কমেন্ট করার জন্য।

      জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    কি অবস্থা সবাই আইসা খালি আপুকে উইশ করে চলে যায় কেন? আমারে কিছু বলে না। এই লেখার উদ্দেশ্য কিন্তু আপুকে উইশ করা ছিল না। এমনিতেই লেখতাম জন্মদিনের সাথে মিলিয়ে দিলাম এখন দেখি ভুল হইছে। আসল ব্যাপার থেকে আপুর বার্থডে ইম্পরট্যান্ট হয়ে গেছে।

    জবাব দিন
  4. কামরুলতপু (৯৬-০২)

    এই লেখাটা দিয়েই তাইফুর ভাই আর কাইয়ুম ভাইর কথা মনে পড়ছে। আমার এই সিরিজের প্রতিটা পর্বেই ওনাদের কমেন্ট আছে। এনাদের হইছেটা কি একদম দেখিনা।

    জবাব দিন
  5. তৌফিক (৯৬-০২)

    তন্বী আপুরে আপু ডাকমু না ভাবী ডাকমু চিন্তায় পড়ে গেলাম। সাকেব ভাইরে ধরলে ভাবী, আবার তপুরে ধরলে আপু। যাহোক, অভিজ্ঞতায় বলে, অগ্রজ ভগ্নীস্থানীয়াদের সুনজরে থাকতে পারলে রসনার বিশেষ উপকার হয়। সাকেব ভাই, সরি। আপনারে দুলাভাই বানায়া তন্বী আপারে জন্মদিনের শুভেচ্ছা। জাপান গেলে আপা নিশ্চয়ই আমার তাঁর দলে যাওয়াটা ভুলে যাবেন না। আর ভুলে যদি না যান, তাইলে উদর পূর্তির সমূহ সম্ভাবনা। 😀

    তোর হইছে কি, তপু? আবার অসুখে পড়লি কেমনে?? ডাক্তার কি কয়? সাবধানে থাকিস।

    জবাব দিন
    • ক্লাস টুয়েলভকে চেনানোর সময় সাকেব ভাই (১৬৬০) আমাদের ব্যাচের সবাইকে ডেকে বলেছিলেন, আমার নাম দুলা। সো, তোমরা সবাই আমাকে দুলাভাই বলে ডাকবে।

      তো দুলাভাই, সেই সুত্রে তন্বী আপু তো আমার আপু হয়ে যান।

      শুভ জন্মদিন আপু।

      জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    তোমার কেস টা কি, কিছু দিন পর পর অসুস্থ হও? থরো চেক করছ? সাকেব কি করে? :chup: :chup:

    হ্যাপি বাড্ডে----------

    শতেক সন্তানের জননী হও এই দোয়া করি 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. লেখা ভাল।

    sorry shobaike english e lekhar jonno. mouse diye ar koto likhbo?

    amar comment korar main uddeshsho kintu lekha na, tomar oshukh topu. eki dhoroner pain er problem amaro dekha disilo. doctor ra dhortei pare na. 3 years noshto hoise sheitar jonno amar. ar sheshe eshe jokhon dhora porlo tokhon onek deri hoye gese. already damage hoye gese amar duita hip joint. tumi chaile amake details janate paro taile bolte parbo tumio ki amar moto eki durbhagger shikar kina. Allah jeno tomake ei oshukh na dei shei doa kori. early diagnosis is very important ei oshukh e. amaro koi din por por ei rokom pain hoto, norte chorte partam na. please do take care. kono bhabe tomake mail address pathanor option ase? publicly mail address post kora bondho korsi bohut jontrona shojjo korar por. spam bot khub kharap jinish re bhai.

    জবাব দিন
    • "ককর" ভাইয়া, আপনার এই কমেন্টটা পড়তে পড়তে কেন যেন চোখটা ভিজে এল। আপনার কি সুস্থ হবার আর কোন চান্সই নেই? আমরা সবাই আপনার পাশে আছি, থাকব। দোয়া করি, আপনার আরোগ্যের জন্য।
      আরেকটা ভাইয়ের জন্য আপনার এই concern ই বলে দেয় আপনি মানুষ হিসেবে কতটা উচ্চমর্যাদা সম্পন্ন। সিসিবির এবং সিসিবির সব্বাই আমরা আপনার জন্য অন্তর থেকে দোয়া করছি।

      আর কামরুলতপু ভাই, অনেক হইছে, আর হেলা ফেলা না করে এবার আরো ভাল ডাক্তার দেখান। আপনাকে আমরা সবাই অনেক ভালবাসি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই আমাদের কামনা।

      এই এক জীবনে অনেকের ভালবাসা পেয়েছি।

      এতগুলো ভালবাসার মানুষের কথা আপনি ভাববেন একটু প্লীজ?

      জবাব দিন
    • tuhin, dhonno bad bhai. ami shadharon arek jon manush ekhaner ar shobar motoi. ami jani and believe kori amar moto ar keu theke thakle sheo eki kaji korto. ar ha, amar oshukher kono cure medical science e nai. it is controllable, not curable. but control tao guranteed na. jai hok eta niye eto kotha bolar nai kisu. tomake dhonnobad abaro tomar comment and concern er jonno 🙂

      জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      ভাইয়া আপনার মেইল পড়েছি। আমার ভয় পাওয়া উচিৎ। কিন্তু কেন যেন খুব ভাল লাগছে। হঠাৎ করে এরকম কেয়ার পেয়ে ভাল লাগছে।
      আপনাকে মেইল ব্যাক করেছি ভাইয়া। দোয়া করবেন। আর আপনার অবস্থা এখন কিরকম? ভাল হবার কোন উপায় নেই? আমরা সবাই আপনার জন্য দোয়া করছি।

      জবাব দিন
  8. তপু ধন্যবাদ এইরকম সুন্দর একটা লেখা দেবার জন্য। সাথে তোর এই ভয়ঙ্কর বোনের আক্ষেপ দেখে আমি ভয়েই আছি। তুই যদি আমার বউ কে নিয়েও এরকম কোন স্বপ্ন দেখস আর আমার বউ যদি উলটা হয় তাহলে তোর অনেক কষ্ট হবে। হাহাহা। আর এই কমেন্টের মাধ্যমে তন্বীআপুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

    জবাব দিন
  9. কনক রায়হান (৯৮-০৪)

    ভাইয়া তোমাকে ঈর্ষা করি না....তোমার ভালোবাসা পাবার ভাগ্য দেখে খুব ভালো লাগে...
    কখনো কখনো এমন পেতেও খুব ইচ্ছে করে....

    তন্বী আপুকে জন্মদিনের শুভেচ্ছা..... :party:

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।