ফৌজদারহাট ক্যাডেট কলেজ -৫০ বছর

এই লেখাটা সবাই পড়তে পারেন। শাকুর মজিদ ভাই এর , সমকাল পেপারে।
এখানে

২,৬৯১ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “ফৌজদারহাট ক্যাডেট কলেজ -৫০ বছর”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আমার কাছে বইটার সফ্ট কপি [ওয়ার্ড ভার্সান] আছে।
    কেউ চাইলে পোস্ট করে দিতে পারি।
    [কপিরাইট ইস্যু নিয়ে ভয় নাই, কপিটা শাকুর ভাই নিজেই দিয়েছেন ;)]

    আর এখানে শাকুর ভাইকে আনার জন্য আমার মনে হয় উনার মেইল-এ একটা ইনভাইটেশন পাঠালেই হবে 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. "এই লেখাটা সবাই পড়তে পারেন। শাকুর মাজিদ ভাই এর , সমকাল পেপারে।
    এখানে

    "

    ভাইয়া, "এখানে" কথাটার পরে তো সাদা... কিছুই লেখা নাই...
    :D:D:D:D:D

    তবে এই দুই লাইন পৈরা ভাল লাগছে। অনেক সুন্দর লেখা। ধন্যবাদ।

    জবাব দিন
    • শামস বলেছেন,

      জুন ২৩, ২০০৮ @ ৫:৪৬ অপরাহ্ন · সম্পাদনা

      গতকালের প্রথম আলোতে রংপুরের একজন আইসিসি ক্রিকেট ফাইনাল নিয়ে লিখেছিল। কে কে পড়সে?

      ------------------------------------------

      লিংক দেন।

      জবাব দিন

মওন্তব্য করুন : ধাতব

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।