মনে সুখ নাইরে…

আমাদের এক বড় ভাই আছে উনি আমাদের এখানে সব গেদারিং এ এই গানটা গায়। এই গান আমি প্রথম শুনেছিলাম আমাদের কলেজের এক্স ক্যাডেটদের সাথে একটা পিকনিকে। বোরহান ভাই জাপানে এই গানটাকে চরম জনপ্রিয় করে তুলেছে। আমার পুরাটা মনে নেই। তবে কিছুটা স্মরণশক্তি আর কিছুটা নিজে বানিয়ে লিখার চেষ্টা। ওহ বোরহান ভাই হল ফৌজদারহাট এর ৯০-৯৬ ব্যাচ মনে হয়। (সচলায়তন আর সিসিবি দুটাতে একসাথে এই লেখাটা দিলাম)
যাহোক দেখা যাক বোরহান ভাইর মনে সুখ নাই কেন?

মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়ে করে জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

পরথমে করলাম বিয়া জেলার নাম ঢাকা
বউ আমারে ভালবাসেনা চায় যে শুধু টাকা
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলার নাম ভোলা
বাসর রাইতে গিয়া দেখি বউয়ের কোলে পোলা,
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা পিরোজপুর
শ্বশুরবাড়ি যাইয়া শুনি শ্বশুর গরুচোর
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালি
বউরে আমার ভাল লাগে না ভাল লাগে শালী
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা বরিশাল
বিয়ার পরে বুইঝা গেলাম বউ বাজারের মাল
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

এহেম এহেম আর চালানো কি ঠিক হবে? এই গানের পরে আরো অনেক সেন্সর কথাবার্তা আছে। তাই আগানোর আগে একবার পাবলিশ করে জনমত জরিপ করার ইচ্ছা হল। কোন জেলাকে খাটো করার ইচ্ছা ছিল না। তাও কেউ মনে আঘাত পেলে করজোড়ে ক্ষমাপ্রার্থী। সবাই চাইলে বাকি ১৩ টা জেলার কাহিনীও বলার ইচ্ছা ছিল।

৭ টি মন্তব্য : “মনে সুখ নাইরে…”

  1. সরি ভাইয়া। আসলেই সরি। আসলে পুরা গানটা বানানো হচ্ছে জেলার নামের সাথে ছন্দ মিলানোর জন্য। কোন জেলার দুর্নাম করে নয়। আবারো সবাইকে রিকোয়েস্ট কেউ মাইন্ড খাইয়েন না।

    জবাব দিন

মওন্তব্য করুন : Syed Shafi

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।