ক্যাডেট


মূল লেখকঃ মাসরুফ অনুলিখনঃ তপু
ক্যাডেট কলেজ ব্লগ তাদের জন্য যারা তাদের জীবনের অর্ধ যুগ কাটিয়েছে ক্যাডেট কলেজ নামক একটি জায়গায় এবং সেই ৬ বছর প্রতিনিয়ত ক্যাডেট কলেজকে গালিগালাজ করেও জীবনের শেষ দিন পর্যন্ত ক্যাডেট হিসেবে গর্ব করে এবং বাকিদেরকে নিজেদের থেকে অন্তত ৬ বছর পিছিয়ে আছে বলে মনে করে।
আপনি হয়ত দু-এক বছর আগেই এক্স ক্যাডেট হয়েছেন কিংবা এক প্রবীণ এক্স ক্যাডেত যার সন্তান ও এখন একজন ক্যাডেট কিংবা আপনি চান তাকে সেখানে দিতে। অথবা এমন ও হতে পারে আপনার সবচেয়ে প্রিয়জনটি একজন ক্যাডেট। যাই হোক না কেন এই ব্লগ আপনার জন্য। এমন কি আপনি যদি মনে করেন ক্যাডেট কলেজ আপনার দেওয়া ট্যাক্স এর টাকায় চলা সরকারের শ্বেতহস্তী তাহলেও আপনি এখানে আমন্ত্রিত। যাদের বিন্দুমাত্র ক্যাডেত কলেজ সম্বন্ধে আগ্রহ আছে হতে পারে সেটা ভালবাসা হতে পারে সেটা ঈর্ষা কিংবা ঘৃণা আপনাকে আমদের পক্ষ থেকে স্বাগতম। চলে আসুন ক্যাডেট কলেজ ব্লগে ফিরে যাওয়া যাক সেই সোনালি ৬ টি বছরের স্মৃতিতে।


কখন বুঝবেন আপনি একজন ক্যাডেট
*আপনি যদি খুলনা থেকে হোন তাহলে হয়তবা আপনি হাকিম স্যার কিংবা হালিম স্যার এর ছাত্র ছিলেন।
*অবশ্যই ক্লাস সিক্সে আপনি গুরুগৃহ গাইড পড়েছেন
*ছুটির সময় আপনি যদি ঢাকা বাসী হোন ছুটে গিয়েছেন ম্যাবস এ
*প্রথম ৭ দিনের টার্মে আপনি প্রতিদিন শুনেছেন আগামি টার্মে আস বুঝবা মজা ক্যাডেট কলেজ কাকে বলে ১১ এর ভাইয়ারা আসুক
*প্রথম দিনের ডায়নিং হলে আপনার চামচ দিয়ে ভাত খাওয়ার ব্যর্থ চেষ্টায় গোস্তের টুকরা চলে গিয়েছে সামনের ভাইয়ার চোখে মুখে কিংবা প্লেটে। যদিও তার আগে ১০ বার আপনি আপনার গাইড এর থেকে এর প্র্যাকটিস করে এসেছেন।(অনেকটা বাংলাদেশ দলের ক্রিকেট প্র্যাকটিস এর মত)
*যখন দ্বিতীয় দিনে আপনার রাহুল কাট এর চুল নাপিতের হাতে পড়ে ৫ মিনিটের মাথায় নাই
*প্রথম দিন ক্যাডেট ড্রেস পড়তে নিয়ে আপনার বিশ্বাস হবে না আপনি ক্যাডেট যদিও দুদিন আগেও আপনি ঐ ড্রেসের লোকদের ঠোলা বলে ডাকতেন।
*আপনি এবং আপনার পেরেন্টস চোখের পানি ফেলবেন যখন আপনাকে একা রেখে তারা চলে যাবে
*এবং হাউসে ফেরার পথে ১০০ জন সিনিয়র আপনাকে ডেকে নানা কথা বলবে
*যদি আপনার সাথে কিছুক্ষণ আগেও আপনার সুইট আপু কিংবা কম বয়সী নারী আত্মীয় থাকে তাহলে আপনার ইন্টারভিউর বেশিরভাগ প্রশ্নই থাকবে তাকে ঘিরে
*যখন টি আনতে বললে আপনি ডায়নিং হল থেকে টিপট ই তুলে নিয়ে আসবেন
*হাউস ইন্সপেকশনে আপনার নোংরা জামাকাপড় লুকাবার জন্য ১০টি জায়গা ভেবে আপনি ১টি জায়গায় রাখবেন এবং অবশেষে ধরা পড়ে এক্সট্রা ড্রিল খাবেন
*১০।৪৫ এই আপনাকে শুয়ে পড়তে হবে কারণ লাইটস অফ হয়ে যাবে
*আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যেই সিনিয়র ভাইয়া জীবনে পশ্চিম দিকে মুখ করে শোয় নি সে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার আগে হাউস মস্কে এসে জামাতে নামাজ পড়ছে
*সপ্তাহে ৪০ মিনিটের একটা লাইব্রেরী ক্লাস পাবেন আপনি কিন্তু তাতে একটা বই শেষ হবে না এবং তার মধ্যে কিছু বই “লা নুই বেংগলী” কিংবা ” একা এবং কয়েকজন” টাইপের বই এ প্রচুর আন্ডারলাইন করা থাকবে
*দ্বিতীয় টার্মেই আপনাকে দিনে ৪ ঘন্টা করে প্যারেড গ্রাউন্ডে থাকতে হবে নভিসেস ড্রিল বলে একটা জিনিসের প্র্যাকটিস হিসেবে
*সার্ভে টেস্ট বলে একটা পরীক্ষায় আপনি লক্ষ্য করবেন খুব ভাল ছাত্র হিসেবে এতদিন পরিচয় পাওয়া আপনি এক অঙ্কের নম্বর পাবেন
*টার্ম ছুটির দিন আপনি একগাদা বই ব্যাগে করে নিয়ে আসবেন এবং একই ব্যাগ একই রকম ভাবে আবার যাওয়ার দিন নিয়ে যাবেন কোন বইই সেখান থেকে বের হবেনা।

বিঃদ্রঃ এই লেখাটা মাশরুফের ফেসবুকের লেখা। আমি এইটা বাংলা করার চেষ্টা করলাম মাত্র। খুবই বাজে হইছে, ইংরেজিটা পড়ে আমার খুব ভাল লেগেছিল কিন্তু বাংলায় এইটা পচানোর জন্য আমি খুবই দুঃখিত

৮ টি মন্তব্য : “ক্যাডেট”

  1. এবং হাউসে ফেরার পথে ১০০ জন সিনিয়র আপনাকে ডেকে নানা কথা বলবে
    *যদি আপনার সাথে কিছুক্ষণ আগেও আপনার সুইট আপু কিংবা কম বয়সী নারী আত্মীয় থাকে তাহলে আপনার ইন্টারভিউর বেশিরভাগ প্রশ্নই থাকবে তাকে ঘিরে

    :no: :no: :no: :no: :no:

    জবাব দিন

মওন্তব্য করুন : তুহিন (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।