ফলোয়ার ভাবনা


ঘটনাঃ ১


স্থানঃ ক্লাস সেভেনের রুমক্লাস এইটের একজন সদ্য আসা ক্যাডেট কে

ক্লাস এইটঃ তুমি আমার ফলোয়ার আমি তোমার গাইড
ক্লাস সেভেনঃ ভাইয়া ফলোয়ার কি জিনিস?
ঘটনা ২


স্থানঃ ১ মাস পরে সেভেনের রুমে দুই সেভেন কথোপকথনে


১ম জনঃ তোর ফলোয়ার যখন আসবে আগামী বছর তুই কি করবিরে?
২য় জনঃ আমি খুব আদর করব। একদম শান্টিং দিব না। কিছু না পারলে খুব বুঝিয়ে বলব।
১ম জনঃ আমিও।
ঘটনা ৩


স্থানঃ ৬ মাস পরে ক্লাস সেভেনের যে কোন একটি ফর্মে


স্যারঃ তোমাদের গাইডরা তোমাদের কেমন জ্বালায়?
ছাত্ররা সবাই চুপ। “জ্বালিয়ে কয়লা কয়লা করে ফেলল” মনে মনে ।
স্যারঃ তোমাদের যখন আসবে এই সময়ের কথাগুলা মনে রেখ কিন্তু
ছাত্রঃ অবশ্যই স্যার। কি যে বলেন ফলোয়ার আসলে আমরা তাদের কে আমাদের ছোটভাইয়ের মত দেখব আমরা। (সমস্বরে)
ঘটনা ৪


স্থানঃ এক বছর পর আবার ক্লাস সেভেনের রুমে সেভেন আসার আগেরদিন দুই এইটের আলাপ(যারা একটু আগে সেভেন ছিল)


১ম জনঃ দোস্ত জুনিয়র দের কি করবিরে?
২য় জনঃ আগে আসুক ব্যাটারা।
১ম জনঃ আমার তো হাত নিশপিশ করতেছে। শালার অমুক ভাই যেই থাপ্পড় গুলা মারত। এখনো মনে পড়লে গালে হাত চলে যায়।
২য় জনঃ আমি কালকে একটা প্র্যাকটিস করেছি। ঐ যে অমুক ভাই আমাদের দুজনকে দুই হাতে কলার ধরে তুলে ফেলল। ঐরকম।
হাহাহা সবাই মিলে হাসাহাসি প্লাস জুনিয়র পাংগানোর একটু মহড়া।


এর পর কি হল জানতে আগ্রহী পাঠক আবার এই পাতার সবার উপরে প্রথম ঘটনায় যেতে পারেন।

১১ টি মন্তব্য : “ফলোয়ার ভাবনা”

  1. কুচ্ছিত হাঁসের ছানা 99 mcc

    উদ্ধৃতিঃ

    " এর পর কি হল জানতে আগ্রহী পাঠক আবার এই পাতার সবার উপরে প্রথম ঘটনায় যেতে পারেন।"

    এর পরে কি হল আমি জানতে আগ্রহী।
    এ ভাই... শেষ করে আবার প্রথম থেকে ৭ - ৮ বার তো পড়ে ফেললাম, কিন্তু কাহিনী তো শেষ হচ্ছে না 🙁
    এখন কি করব? 🙁

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।