প্রবাসে প্রলাপ ০১১

১।
আজ রুমে ফিরেছি হাসপাতাল থেকে। সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তার দুদিন আগেই রুম থেকে বের হয়ে সাকেব ভাইদের বাসায় ছিলাম। ওনাদের ওখান থেকে হাসপাতালে গেলাম। একদিন পরেই অপারেশন ছিল রাতের বেলায় ঘুম আসল না। অপারেশনের চিন্তায় নয় অবশ্য জেনারেল বেডে ছিলাম সেখানে দুজন মনের সুখে নাক ডাকার কম্পিটিশন দিয়ে গেল আমাকে রেফারি বানিয়ে। ঘুমের ওষুধ খেয়েও যখন কোন লাভ হল না এরপর লবিতে গিয়ে ঘুম দিলাম। তার কিছুক্ষণ পরেই আমাকে জাগিয়ে দিল। এরপর অপেক্ষা, উৎকন্ঠা আর ভয়। এই বিদেশ বিভুঁইয়ে আমি যে খুব লাকি আরেকবার মনে পড়ে গেল যখন অপারেশন এ নিয়ে যাবার সময় দেখলাম সেই সাত সকালেও আমার পাশে উৎকন্ঠিত লোকের ভীড় যারা আত্মার এত কাছাকাছি থাকে যে আপন কি না তা নিয়ে কখনো প্রশ্ন আসে না। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে এনেসথেসিয়া দেওয়ার আগ পর্যন্ত নিজেকে সাহস দিয়েছি এরপর আর কিছু করতে হয়নি। চোখ দুবার খুলতে গিয়ে দেখলাম ঝাপসা দেখি এরপর মনে আছে যে আমি একটা স্বপ্ন দেখছিলাম আর কিছু লোক আমাকে জাগিয়ে তুলছে আমি কিছুতেই জাগতে চাচ্ছিলাম না। স্বপ্নটা মনে হয় সুন্দর কিছু ছিল মনে নাই।

২।
হাসপাতালে ছিলাম ৫ দিন। প্রতিদিনই সকাল থেকে থেকে রাত ৮টা পর্যন্ত আমার আশে পাশে একরাশ ভালবাসা নিয়ে লোকজন ছিল। অপারেশন এ যাওয়ার আগে খুব একটা গান মনে পড়ছিল অনেক আগের , ” অসুস্থ আমি এক হাসপাতালে শূন্য এ বুক কাঁদে ভিজিটিং আওয়ারে”। আমি খুবই লাকি হাসপাতালের দিন গুলিতে আমাকে এই গান আর মনে করতে হয়নি। তবে ৮ টা বেজে গেলেই এত খারাপ লাগত। রুমেও তো সবসময় একাই থাকি তাও হাসপাতালে মনে হচ্ছিল জান বের হয়ে যাচ্ছে। সত্যি বলছি দিনের কোন সময়ই আমার মনে হয়নি আম্মু থাকলে ভাল হত। তবে রাতের কথা আলাদা। তখন একা একা মোবাইল নাড়াচাড়া করেছি একে ওকে মেইল করেছি আর মনে মনে ভাবতাম …
৫ দিন পর আজ যখন আমাকে ছেড়ে দিবে বলল নিজেও অনেক অবাক হয়েছি। তবে আমার অবস্থা বেশ দ্রুতই ভাল হয়েছে অপারেশনের ৩ দিনের দিনই আমি নিজে নিজেই হাটতে পেরেছি। তবে আসার সময় ৫ ঘন্টা জামে পড়ে গাড়িতে বসে থাকতে থাকতে রুমে এসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

৩।
রুমে এসে প্রথমে পিসি ওপেন করেছি তারপর সিসিবি। আগেই খবর পেয়েছি কনক আমার অপারেশন এর খবর জানিয়ে দিয়েছে। তাই এসে কি করব বুঝছিলাম না কয়েকবার লেখব লেখব করেও কি লিখব খুঁজে পাচ্ছিলাম না। তখন ভাবলাম আগে পাঠক হই। সিসিবিতে দেখলাম দিহান নামে একজন অতিথি মায়ার আবেশ ছড়িয়ে দিচ্ছে। ওনার লেখাই আগে পড়লাম। ভাবী দেখি পুরাই জটিলস। সিসিবিতে মায়ার বড়ই অভাব ভাবি আসাতে একটু বাঁচা গেল। যেইভাবে নিয়মিত ফ্রন্টরোনল আর পাংগা খাই তার উপর ৯৪ ব্যাচ আমাদের দেখলেই দাবিয়ে রাখতে চায়। অবশেষে আমরা একজন বিভীষণ পেলাম ( ৯৪ ব্যাচের ঘরের শত্রু) । ওনার লেখা পড়তে পড়তে মনে পড়ল ৯৪ ব্যাচ, সুরমা হাউস, মঈন ভাই, ডাইনিং হল এর ফল ইনে ওনাদের পাশে দাঁড়ানো, হুমম তবে মঈন ভাই কোন পানিশমেন্ট আমাকে দিয়েছে মনে পড়ছে না ( আমি এমনিতেই অনেক কম পানিশমেন্ট খেয়েছি ), নইলে সেই পুরান কথা বলে ভাবীর থেকে আদর নেওয়ার চেষ্টা করতাম। যাই হোক আশা করি এইরকম ভাবীরা এসে সিসিবির পাংগাবাজ সিনিয়রদের থেকে ছোট ছোট ভাইদের রক্ষা করবে। আরেক ভাবী দেখলাম (টুই) কমেন্টাইল কিসব ঢং এর ভাষায়। ওনাদের দুজনের ঢংয়ের কথোপকথন টাইপের ব্লগের অপেক্ষায় থাকলাম।

৪।
আমার লেখায় বিশেষ করে দিনলিপিতে আমার আপুসোনার কথা না থাকলে পুরাই অসম্পূর্ণ থেকে যায় তাই না। কাল হাসপাতালে থাকতেই আমার বহু আকাঙ্খিত ফোনটি পেয়েছি। ও ব্যঙ্কক থেকে ফিরেছে। অপারেশন পরবর্তী হালকা ব্যাথা ছাড়া ভাল আছে। আল্লাহর রহমতে আর কোন জটিলতা নেই। ওর গলা শুনেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি মনে হয়। পোস্ট অপারেটিভ কিছু ব্যাথা আমার ও আছে। আর ব্যাথার জন্যই মনে হয় প্রতিরাতে জ্বর আসছে। আর সামান্য কিছু নার্ভ এখনো ঘুমিয়ে আছে মনে হয় তাই কিছু জায়গা গন্ডারের চামড়া মনে হচ্ছে চুলকালে দুমিনিট পরে টের পাই। সেটার জন্য আর অপারেশন পরবর্তী অবস্থা জানার জন্য গতকাল সিটি স্ক্যান করেছি। সেটার রিপোর্ট এবং সেলাই কাটা হবে বুধবারে। আপাতত বুধবার পর্যন্ত আপডেট এটুকুই।

৫।
ডাক্তার বলেছে ২ সপ্তাহ পুরোপুরি রেস্ট নিতে বেশি হাটতে না ১ ঘন্টার বেশি বসে না থাকতে। এত কিছু একা একা থাকা অবস্থায় সম্ভব না। যেমন আসার পরই প্রথম চিন্তাই করতে হয়েছে কি খাব। আমার পাশে জাহিদ থাকে ও বেচারা বাইরে ছিল রাতে বাসায় ফিরেই প্রথম কাজ যেটা করেছে আমাকে খাওয়া দিয়ে গিয়েছে। তবে খুব বেশি চিন্তা করছি না, এখানে আমার একটা জায়গা আছে যেখানে আমি বিনা দ্বিধায় চলে যেতে পারি। সাকেব ভাইর বাসায় চলে যাব কিছুদিনের জন্য। ওখানে সাকেব ভাই তন্বী আপুর সেবা নিয়ে আসি এরপর আবার জীবন চলা সাথে সিসিবি।

৬।
আমার এইটা ১০০ তম লেখা। অনেকদিন ধরে ভেবেছি কি নিয়ে লেখব। কিন্তু এইরকম একটা দিনলিপি লেখব কখনো ভাবি নি। নিজের ব্লগ সংখ্যা দেখলে হুমায়ুন আজাদের একটা কথা খুব মনে পড়ে, ” ইতর প্রাণীই একাধিকবার একাধিক সংখ্যায় প্রসব করে”। লজ্জা পাই এত লেখা দেখে। তারউপর দিহান ভাবী বলেছে সিলেট নাকি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিই বিশ্বাস করে। আমি কি আমার সব থেকে সিলেট ট্যাগ তুলে দিব।

৭৮ টি মন্তব্য : “প্রবাসে প্রলাপ ০১১”

    • কামরুলতপু (৯৬-০২)

      ধন্যবাদ ভাইয়া। তোমার জাহানারা ইমাম কে নিয়ে লেখাটার জন্য ধন্যবাদ অনেক , আমি যদিও এখনো পড়িনি শুধু প্রথম পাতায় ওনার ছবি দেখেই তোমাকে ধন্যবাদ দিয়েছি মনে মনে।

      জবাব দিন
      • কামরুলতপু (৯৬-০২)

        সাকেব ভাই এখন পুরোপুরি সংসারি মানুষ। সপ্তাহে ৫ দিন অফিস করে রাতের ৯টা পর্যন্ত এসে খেয়ে দেয়ে নাকি ঘুমিয়ে পড়ে। আপু নাকি শনিবারের অপেক্ষায় থাকে শনি বার না আসলে নাকি প্রাণ খুলে কথা বলতে পারে না। তাই শনি রবিবার ওনাদের প্রাণখোলা কথাবার্তা চলে, সাথে বেড়ানো, আর আপুর আবদার মেটানো। এই করতে করতে ওনার নাকি আর সময়ই থাকে না। তাও নাকি গত সপ্তাহে একবার সিসিবিতে এসেছিল কিন্তু কমেন্ট করতে পারে নাই লেখাই তো দূরের কথা। আপাতত ওনাকে চাকরীতে থিতু হবার সময় দেওয়া হইছে এরপর আবার তাড়া লাগাব।

        জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      ওফফ স্যার কি যে ভাল কথা শুনাইলেন।
      তবে স্যার একটা রিকোয়েস্ট গেমসটা প্লিজ এক্সকিউজ এর দরকার নাই। ডাক্তার বলছে আমার পোস্ট অপারেটিভ ব্যাপারটা একটু জটিল এমন কিছু হালকা কাজ করতে হবে যাতে মন ভাল থাকে এই ধরেন গেমস। পিটি প্যারেডের কথা আমি বলছিলাম, কিন্তু বলছে যে পিটি প্যারেড না খালি গেমস যাতে করি একটু একটু। ওটা করার পারমিশনটা দিয়ে দেন। তার উপর ফয়েজ ভাইর সাথে ফুটবল খেলা লাগবে তো।
      আগেই :salute: দিলাম।

      জবাব দিন
  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    :hatsoff: :hatsoff: :hatsoff: প্রথম সেঞ্চুরিয়ান। সিসিবির রেকর্ডবুকে তো নাম তুইল্লা ফেললা। ভবিষ্যতে অনেকই সেঞ্চুরি করবে, কিন্তু রেকর্ড বলবে প্রথমটা তোমার।

    অফটপিক : সিলেটের পোলাপাইনরে এক মাসের জন্য সিসিবি থাইক্কা তাড়ানো যায় না?? এইগুলা তো জোকের মতো দেখি!! :khekz: :khekz: :khekz:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ফিরে এলেন সুস্থ্যভাবে, খুব খুব ভালো লাগছে। আশা করবো যে জন্য এই অপারেশন সেই ব্যাথা থেকে এবার সম্পূর্ণ মুক্তি পাবেন ইনশাল্লাহ।
    চেঞ্চুরির জন্য অভিনন্দন এবং :teacup: (গ্রীণ টি)।
    ভাইয়া, ভালো থাকবেন এবং সু্যোগ মতো আপনার আপডেট জানাবন প্লীজ।
    :hug: :hug: :hug: :hug: :hug:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. প্রথম সেঞ্চুরিয়ান

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    তপু ভাই খুশি হইছি আপনার আগমনে 😀 😀
    শূণ্যতা খুব বেশি অনুভব করেছিলাম।

    আমার অনেকগুলো পোস্ট আপনার পড়া নাই 🙁 অবসর পেলে পড়ে নিয়েন 😛 😛

    জবাব দিন
  4. দিহান আহসান

    অভিনন্দন ভাইয়া ১০০তম পোষ্টের জন্যে। আমি মায়ার পরিবেশ এনেছি শুনে খুব ভাল লাগল।
    এবার থেকে তোমাকে নিয়মিত দেখব আশা করি। আমার বর তোমাকে ফল ইনে দেইনাই?
    শুনে অবাক হলাম। বাসায় কিন্তু নিয়মিত নীল ডাউন পর্ব চলে ছেলের সাথে।
    আবারো ভালো লাগলো তোমাকে দেখে। 🙂

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তোরে দেখে খুব ভাল লাগল... :hug:
    তুই তো ব্যাটা আক্ষরিক অর্থেই 'একাই একশ'... :thumbup:
    (তোর এই এচিভমেন্ট দেখার পর যদি আইলসা এবং ফাঁকিবাজ সিসিবিয়ান'দের একটু বোধদয় হয়... 😡 )

    সিসিবি'র সিসিবি হয়ে ওঠার পেছনে তোর যত অবদান সেজন্য :salute:
    সারাজীবনই তুই এভাবে আমাদের কামরুলতপু হয়ে থাকবি-এই কামনা করছি... ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    ওই ব্যাডা, কয়দিন পর পর এতো অসুস্থ হয়ে যাস ক্যান?
    তোরে ছাড়া তো আমরা পিছাইয়া পড়ি। তার উপর সিলেটের ভাবি ট্যাগে 'রংপুর' লাগাইয়া পোস্ট দেয়। আগে শুধু শুনতাম 'বন্ধু বেইমান', এখন দেখি 'ভাবি বেইমান'।

    সেঞ্চুরীর অভিনন্দন।
    যাদের লেখায় সিসিবি আজ এই অবস্থায় এসেছে তপু তাদের একজন। আমরা সবাই তোর কাছে কৃতজ্ঞ।

    আবার যাতে অসুস্থ হয়ে না যাস সেজন্যে একটু পাঙ্গা দিয়া তোর বডিডা ফিট কইরা দেই। দেখি বিছানায় ৫টা :frontroll: লাগা তো।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  7. দিহান আহসান

    অফটপিকঃ তপু ভাইয়া গত কালকেই আমরা ( আমি ও মঈন ) তোমার কথা বলছিলাম।
    তোমার অপারেশনের কথা শুনেছি। কিন্তু কোন আপডেট পাচ্ছিলাম না, কখন বাসায় আসবে, বুঝতে পারছিলাম না। তোমার ইমেইল এড টা দিও প্লিজ।

    জবাব দিন
  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তবে আসার সময় ৫ ঘন্টা জামে পড়ে গাড়িতে বসে থাকতে থাকতে রুমে এসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

    তপু ভাই,জাপানেও জাম???? 😮 😮 😮
    x-( আর মাইনষে দুষ দেয় খালি ঢাকার x-(

    জবাব দিন
  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ক্যাডা...তপু নাকি? 😀
    সুস্থ হয়ে ফিরে আসছিস, আল্লাহর কাছে শুকরিয়া। 🙂
    ১০০ পুরা করছিস, এইবার কীবোর্ড তুইলা দেখা দেখি :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  10. তানভীর (৯৪-০০)

    আমাদের প্রথম সেঞ্চুরিয়ান। 😀 😀 অভিনন্দন তপু। :party: :party:
    সিসিবির প্রথম দিকে তপুর লেখাগুলা আসলেই গোগ্রাসে পড়ে ফেলতাম। এত ভালো লিখে ছেলেটা!!
    দোয়া করি পুরাপুরি সুস্থ হয়ে যাও ভাই।

    অফটপিকঃ কামতপু আর কামতাজ দেখি সেঞ্চুরী আর হাফ-সেঞ্চুরী করে ফেলল!! 😛 😛

    জবাব দিন
  11. ফয়েজ (৮৭-৯৩)
    আমি কি আমার সব থেকে সিলেট ট্যাগ তুলে দিব।

    দিবা নাকি সত্যি সত্যি? ;))

    তাইলে ট্যাগে রংপুর লাগায় দিও, খালি রাখিও না। 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  12. আমিন (১৯৯৬-২০০২)

    দোস্ত বেশ কিছুদিন ব্লগে ছিলাম না। তোর খবর অবশ্য আগেই দেখছিলাম। এখন সামনা সামনি তোর জবানিতে শুনে ভালো লাগলো। মর্তুজের আখত হয়া গেছে। আগামী মাসে অনুষ্ঠান। তুই থাকলে খুব মজা হতো।

    ও , ভউলে গেছিলাম , সেঞ্চুরির অভিনন্দন।

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।