আয় বৃষ্টি ঝেঁপে…

১।
দুদিন আগে একবার হাস্পাতালে ভর্তি হয়েছিলাম। ১ রাত ছিলাম। ক্যাডেট কলেজ হাসপাতালের পর এই প্রথম আবার হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতাল নিয়ে যে ভাল লাগা ছিল সেটা মুহূর্তেই হারিয়ে গেল। হাসপাতাল থেকে ফিরে এসে মেসেঞ্জারে লগইন করতেই একটা অফলাইন পেলাম।

” ভাইয়া আপনার জন্য খুব খারাপ লাগছে কখনো দেখিনি তাও। তাড়াতাড়ি অপারেশন করিয়ে ফেলেন।”

প্রেরক এমসিসিতুহিন আমাদের ব্লগের কুচ্ছিত হাঁসের ছানা। অনেকদিনের পরিচয় আমাদের। এই ব্লগের একেবারে শুরু থেকে। ওর অফলাইন পেয়ে মুখের কোনে একটু হাসি আসল আর নিজেকে মনে হল অনেক কিছু ভাল লাগল খুউব। আজ সকালে ঘুম থেকে উঠে স্বভাবগত ভাবে পিসি খুলেই দেখি ওর দুর্ঘটনার খবর। আমার ও এখন বলতে ইচ্ছে করছে , তুহিন ভাইয়া খুউব খুউব খারাপ লাগছে তোমার জন্য কখনো দেখিনি তবুও। খুউব তাড়াতাড়ি তোমাকে ভাল দেখতে চাই।
সকাল থেকে মনটা এমনিতেই খারাপ তার উপর এই দুঃসংবাদ।

২।
আমার মন কাল রাত থেকেই খারাপ। আগামীকাল আমার আপুসোনা ব্যংককে যাচ্ছে চিকিৎসার জন্য। ওর অপারেশন লাগবে। সকালে ঘুমাতে যাওয়ার আগ থেকে ওর কথা ভাবতেই ভাবতেই ঘুমাতে গিয়েছি। রাতে স্বপ্ন ও দেখলাম ওকে। সকালে উঠে তাই ওর ফোনের আশায় বসে আছি। আগামীকাল সকালে রওনা দিবে অবশ্যই সে আমাকে আজ ফোন দিবে। অপেক্ষায় অপেক্ষায় বিকেল হয়ে আসে। আমার মন দিনের সাথে পাল্লা দিয়ে খারাপ হতে থাকে। সারাদিনের সব কাজ ফেলে রাখি মোবাইল হাতে অপেক্ষা করি আর আপুসোনাকে কি কি বলব তা রিহার্সেল দেই। অবশেষে বিকেলের দিকে সেই পরিচিত রিংটোন বেজে উঠে যেটা শুধু ওর জন্যই সংরক্ষিত। ফোন ধরেই আমি চিৎকার দিয়ে উঠি আপুসোনাআআআআআআআ। সারাদিনের জমে থাকা কথা কিছুই বলতে পারি না গলা বুজে আসে। আমার কান্না পায়। কেন আমার আপুসোনার রোগ হবে। ওকে কত কথা বলতে চাই। ও হাসে। আমাকে উলটা সাহস দেয়। বলে, “পিচ্চি তোকে কাল যাওয়ার আগে ফোন দিতে পারব না তাই আজই কথা বলে নিলাম। চিন্তা করিস না। ” ওকে জিজ্ঞেস করি কবে আবার তোর সাথে কথা বলব, কবে তোর পিচ্চিসোনা ডাক শুনব। ও আমাকে কথা দিয়েছে ভাল হয়ে যাবে। আমার আপুসোনার জন্য অপেক্ষা করছি।

খুব বৃষ্টি দরকার। ঝমঝমিয়ে, প্রবল বাতাস নিয়ে উড়িয়ে নিয়ে যাক সব অমঙ্গল সব দুঃসংবাদ। খুউব খুউব অপেক্ষা করছি।

২২ টি মন্তব্য : “আয় বৃষ্টি ঝেঁপে…”

  1. ইউসুফ (১৯৮৩-৮৯)

    ১ম হবার লোভ সামলাতে পারলাম না।

    ব্লগে আবার স্বাগতম। লেখা চালিয়ে যাও। তোমার শরীর কেমন এখন?

    তুহিনের জন্য দোয়া করছি আমরা সবাই। ও নিশ্চয়ই তাড়াতাড়ি এখানে ফিরে আসবে কোন পোস্ট নিয়ে।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    আশা করি তোর শততম পোস্টটা হবে আনন্দময় আর খুশির খবরে ভরপুর


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. ভাই
    আপনার কিছু ভালো খবর শুনান।
    শরীরটার কি অবস্থা? কিছু ভাল্লাগতেছে না। কালকে অনেক কাজ, একবিন্দু যদি মনে চাইত-- দুইটা পরীক্ষা।
    ধুররর্‌, বেঁচে থাকাটা অর্থহীন লাগতেছে

    জবাব দিন
  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    চারিদিকে সবাই এমনিতেই অসুস্থ, তারওপর তুই আপুসোনাকেও অসুস্থ করে দিলি। কাজটা ঠিক করিসনি।

    তাড়াতাড়ি ভাল হয়ে যা। ইনশাল্লাহ তুহিনও সুস্থ হয়ে উঠবে। আমিন।

    জবাব দিন
  5. সামি হক (৯০-৯৬)

    তপু অপারেশন করে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবা, টেনশন করবা না, আর হাসি খুশি থাকবা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমার আপুসোনা ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।

    জবাব দিন

মওন্তব্য করুন : ককর

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।