Nokia E71 এ কিভাবে ক্যাডেট কলেজ ব্লগ দেখব?

বড় ভাই রা সালাম। ছোটরা আদর। দয়া করে কেউ কি জানাতে পারবে নকিয়া ই -৭১ এ এই ব্লগ (অথবা যেকোন বাংলা ব্লগ বা পত্রিকা) দেখতে/পড়তে চাইলে কি করতে হবে? সমস্যা ফন্ট নিয়া। মোবাইলে ফন্ট ইন্সটল করতে হয় কেমনে?

১,৩৮৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “Nokia E71 এ কিভাবে ক্যাডেট কলেজ ব্লগ দেখব?”

  1. আনন্দ (২০০০-২০০৬)

    ১. ভাই আপনি আপনার opera mini তে search এ www. কেটে about:config লিখে enter করেন
    ২. অনেক গুলো অপশন আসবে
    ৩. এর মধ্যে সবার নিচে use bitmap fonts for complex scripts এর ডানে no লিখা থাকলে yes করেন
    ৪. save করেন
    ৫. use bitmap fonts for complex scripts এই অপশন টা version ভেদে অন্য জায়গায় থাকতে পারে
    ৬. nokia এর default ব্রাউজার এর সলভ জানিনা তবে mobile এর জন্য opera best
    আশা করি আপনার প্রবলেম সল্ভ হবে
    :teacup:

    জবাব দিন

মওন্তব্য করুন : শাহরিয়ার (২০০৪-২০১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।