সিসিবির সাথে সুখবর *টি শেয়ার করছি!

বছর দেড়/দুই আগেও এই ব্লগটি লেখার কথা কল্পনাও করতে পারতাম না!

সিসিবিতে সেসময় ‘ঠাণ্ডা প্রতিশোধ‘ নামে একটি ওয়েস্টার্ন গল্প লেখা শুরু করেছিলাম। আমার স্বভাব হচ্ছে লেখা পুরোটা (বা অনেকখানি) শেষ করে তারপর ব্লগে দেয়া শুরু করি। এতে করে নিয়মিত লেখা দেয়া সম্ভব হয় এবং যে দুই-একজন শুভাকাঙ্ক্ষী আমার লেখা পড়েন তাদের কাছেও ধারাবাহিকতা বজায় থাকে। যাই হোক, সিসিবিতে কয়েকটি পর্ব দিয়ে আমি পুরো গল্পটি আমি সেবা প্রকাশনী বরাবর পাঠিয়ে দেই।

কয়েকদিন পর সেবা’র পক্ষ থেকে আমার কাছে একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয় লেখাটি কিছুই হয় নি, অজস্র ভুল, অত্যন্ত নিম্নমানের… ইত্যাদি ইত্যাদি। আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে ঠিক করেছিলাম জীবনে আর ওয়েস্টার্ন তো লিখবই না, আমার আশপাশের কাউকে লিখতে দেখলেও তার কলম, কাগজ বা ল্যাপটপ কেড়ে নেব যাতে লিখতে না পারে! বলাই বাহূল্য- সিসিবিতেও লেখাটি আর শেষ করি নি।

এর বেশ কিছুদিন পর, গত বছর আমার ফেসবুকে হঠাৎ একটি মেসেজ আসে। সেখান ইসমাইল আরমান নামের একজন আমাকে লিখলেন যে তিনি আমার গল্পটার বেশ খানিকটা পড়েছেন এবং সেটা সেবা প্রকাশনীতে প্রকাশ করতে আগ্রহী। আরও জানালেন তিনিও একজন এক্স-ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজের ১৯৮৮-৯৪ ব্যাচের। উল্লেখ্য, ভাই সেবা’য় নিয়মিত লেখালিখি করেন, বিশেষ করে তাঁর অনুবাদ/রুপান্তর তো খুবই বিখ্যাত। আমার বড় ভাই তখন পাশেই ছিল। অন্য কলেজের হলেও একই ইনটেক হবার কারণে ওকে জিজ্ঞাসা করলাম চেনে কিনা। জবাবে ভাই জানালো শুধু চেনেই না, খুব ভাল করে চেনে। কেননা দুজনেই নৌবাহিনীতে কর্মরত! আমার মনে হল কি ছোট্ট পৃথিবী! সাথে সাথে ভাইকে ফোন দিলাম এবং বিস্তারিত আলাপ হল। কথা ফাঁকে আগের দুঃখের কথাও জানাতে ভুললাম না। তিনি আমাকে আশ্বস্ত করলেন এবং দ্রুত সফট কপি পাঠিয়ে দিতে বললেন। অবশ্য আরও জানালেন যে স্টাফ কোর্সের জন্য ব্যস্ততা থাকার কারণে প্রকাশনা বিলম্বিত হতে পারে। ততদিনে আমি হাল, বলদসহ কৃষিকাজই ছেড়ে দেবার মনস্থির করে ফেলেছিলাম। ফলে, বিলম্ব হওয়াটা আমার জন্য কোন সমস্যাই ছিল না!

গত ডিসেম্বর মাসে আরমান ভাই হঠাৎ আবার জানালেন সবকিছু ফাইনাল হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই আরও কয়েকটি গল্প মিলিয়ে সংকলন আকারে বের হবে। প্রথমবারের কথা মনে করে আমি তখনও খুব বেশি উচ্ছ্বসিত হলাম না। চিন্তা করলাম যেদিন বের হবে তখন দেখা যাবে। এর আগ পর্যন্ত আবেগে লাগাম দিয়ে রিচার্ড গেরে (গিয়ার) এর মত হাঁটু গেঁড়ে বসে রইলাম।

অবশেষে আজ (১০.০১.২০১৬) জানতে পারলাম আরমান ভাই এর সম্পাদনায় ‘রক্ষক’ নামে ওয়েস্টার্ন সঙ্কলনটি প্রকাশিত হয়েছে। বইটির বিস্তারিত তথ্যঃ

1916024_10208387451506265_5408593254152465337_n

‘রক্ষক’
ওয়েস্টার্ন সংকলন
সম্পাদনাঃ ইসমাইল আরমান
প্রচ্ছদঃ ইসমাইল আরমান
প্রকাশনীঃ সেবা প্রকাশনী
প্রকাশঃ ১০ জানুয়ারি, ২০১৬

সূচীঃ
১। কাজি মাহবুব হোসেন – বেড়া
২। কাজি মাহবুব হোসেন – কাউবয়
৩। কাজী শাহনূর হোসেন – একশো রাইফেল
৪। তারক রায় – গানম্যান
৫। সৈয়দ অনির্বাণ – পানির দর
৬। প্রান্ত ঘোষ দস্তিদার – বাউন্টি হান্টার্স
৭। ইমতিয়াজ আজাদ – রক্ষক
৮। মুহাম্মাদ তানভীর মৌসুম – মিনেসোটা ফটোগ্রাফি
৯। জুনায়েদ কবীর – সাজা (ঠাণ্ডা প্রতিশোধ বদলে এটি রাখা হয়েছে। নিঃসন্দেহে আগের চেয়ে ভাল হয়েছে!)

পরিশেষে সবকিছুর জন্য আরমান ভাইকে ধন্যবাদ জানাই।
একই সাথে ধন্যবাদ সিসিবিকে। এই প্ল্যাটফর্ম ছাড়া আমার পক্ষে কখনোই ওয়েস্টার্ন তো দূরে থাক, কোন কিছুই লেখা সম্ভব হত না।

জ্ঞানী জনেরা এজন্যই বলেছেন- শেষ ভালো যার, সব ভালো তার…

সবাই ভাল থাকবেন।

**যেহেতু বইটির ৯ টি গল্পের একটি আমার, ফলে একটি সুখবর না বলে ১/৯ টি সুখবরও বলা যেতে পারে।

৪,৫৯৯ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “সিসিবির সাথে সুখবর *টি শেয়ার করছি!”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

    আমাদের জুনা এখন পাবলিশড অথর :boss: :boss: :boss: :boss: সিসিবির পক্ষ থেকে লেখককে লাল সেলাম জানাচ্ছি! কবে, কোথায় তোর বই পাবো জানাবি। আমি দশ কপি বইয়ের অর্ডার দিয়ে রাখলাম এখনই।

    বহুদিন দেখা নাই। ভাল আছিস আশাকরি। আমার ভালবাসা জানবি।

    বিগ একটা কনগ্রাচুলেশন তোর জন্য, ভাইয়া!

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    অভিনন্দন, জুনায়েদ কবীর। এটাতো কেবল শুরু হলো। এখন থেকে প্রতি বছর অন্ততঃ একটা করে এরকম নতুন নতুন সাফল্য আসতে থাকুক!
    সাবিনার উচ্ছ্বাসভরা মন্তব্যটাও বেশ ভালো লাগলো।

    জবাব দিন
  3. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    ১। অভিনন্দন। :clap: :thumbup: :goragori: :salute: :awesome:

    ২। আমাদের তো আরমান ভাই নাই, জুনা'দা দিয়ে কাজ হবে? মুইও ল্যাখবাম! :grr:



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।