মলিন ঈদ মোবারকঃ দায় নিতে হবে সৌদি আরবকেই!

১। মুসলিম জাহানের অঘোষিত এবং স্বঘোষিত অভিভাবক সৌদি আরব ২০১৪ সালে সামরিক খাতে ব্যয় করেছিল ৮০.৮ বিলিয়ন ডলার (৭৬.২ বিলিয়ন ইউরো)। যা কিনা আগের বছরের চেয়ে ১৭% বেশি।

সারা বিশ্বজুড়ে সিরিয়া শরণার্থী ইস্যুটি যখন ‘টক অব দ্যা মোমেন্ট’ তখন সৌদি বাদশাহ, যুবরাজ, আমির, উজির, নাজির…সবাই ভোগ বিলাসে ব্যস্ত। শুধু সৌদি আরবই নয়, মুসলমানদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আই সি’র ও তেমন কার্যক্রম নেই। কেবল সিরিয়া ইস্যু নয়, অন্যান্য প্রায় সব ইস্যুতেই সৌদি আরব তথা মুসলিম বিশ্ব নিরব। আই এস আই এস এর উত্থাণে সারা পৃথিবী যেখানে উৎকণ্ঠিত সেখানে সৌদি আরবের কোন চিন্তাই নেই। ফিলিস্তিন, নাইজেরিয়া, মায়ানমার, ইরাক, সুদান সহ পৃথিবীর বিভিন্ন স্থানে হাজার হাজার মুসলমান (যে সম্প্রদায়েরই হোক না কেন) মারা গেলেও সৌদি বাদশা’র ঘুম ভাঙ্গে না!
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কেমন অভিভাবক তারা?

২। মুসলমানদের হজ্জ্ব পালন কোন নতুন বিষয় নয়, এটি হাজার বছর ধরে চলতে আসছে। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ হজ্জ্ব পালন করে, যার বেশিরভাগই যায় এশিয়া বা আফ্রিকার গরীব/স্বল্পোন্নত দেশগুলো থেকে। আমাদের মতন দেশের নাগরিকদের সাথে ওরা কেমন ব্যবহার করে- সে প্রসঙ্গে না ই বা গেলাম। সৌদি আরব প্রতি বছর হজ্জ্ব থেকে বিলিয়ন ডলার উপার্জন করে। এক সমীক্ষায় দেখা গেছে এ বছরে তাদের উপার্জন হতে পারে ৮.৫ বিলিয়ন ডলার। এত বড় যে ইনকাম সোর্স-তার জন্য সৌদি আরবের প্রস্তুতি কতটুকু?

গত ১১ সেপ্টেম্বরের ক্রলার ক্রেইন দুর্ঘটনায় ২২ জন বাংলাদেশী সহ প্রায় ১১৮ মারা গিয়েছেন। বছরের এই সময়টাতে মসজিদুল-হারামের পাশে এত বড় ক্রেইন রাখা কি কর্তব্যে অবহেলার প্রদর্শন নয়? গতকাল মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে বহুলোক মারা গেছেন। এখন পর্যন্ত ৭১৭ জনের কথা জানা গেছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। মৃত্যুর কারণ যে যাই বলুক না কেন- এটি সৌদি সরকারের গাফিলতি ছাড়া আর কিছুই নয়।

৩। আসল কথা হচ্ছে সৌদি আরব মুসলিম বিশ্বের অভিভাবক নয়, তারা হজ্জ্বের সার্ভিস প্রদানকারী মাত্র। হ্যাঁ, হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মস্থান হবার কারণে সৌদি আরব আমাদের কাছে পূণ্য ভূমি। কিন্তু তারমানে এই নয় যে তারা আমাদের উপর খবরদারি করবে! হজ্জ্ব মুসলমানদের জন্য ফরজ। ফলে, সৌদি আরবকে মনোপোলিস্ট বলা যায়। এ কারণে থাকা-খাওয়া, যাতায়াত ইত্যাদিতে গলাকাটা দাম রেখে মুনাফা লোটা মানা যায়- কিন্তু বছরের পর বছর খারাপ সার্ভিস দিয়ে পার পেয়ে যাবে, এটা মানা যায় না। (কারও যদি এ ব্যাপারে সন্দেহ থাকে তাহলে গুগলে Incidents during the Hajj লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। লিস্ট আকারে সব পেয়ে যাবেন!)

সময় হয়েছে পৃথিবীর সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে সৌদি আরবের স্বেচ্ছাচারীতার প্রতিবাদে এগিয়ে আসা।

সবাইকে মলিন ঈদ মোবারক!

১৭ টি মন্তব্য : “মলিন ঈদ মোবারকঃ দায় নিতে হবে সৌদি আরবকেই!”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    এই বিষয়ে প্রতিবাদ হবে না।
    সৌদি বাদশাহ নিহত/আহতদের টাকা দিবেন।
    কেউ টাকা পেয়ে খুশি হবেন।
    আবার কেউ কেউ এই মৃত্যুকে মহান ভাববেন।
    হজ্জ কবুল হয়েছে ভাববেন।
    বেহেশত এ যাওয়ার সম্ভাবনা দেখবেন।

    আজ দেখলাম ১২০০ ছাড়াইছে মৃত এর সংখ্যা।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    "হজ্জ্ব মুসলমানদের জন্য ফরজ। ফলে, সৌদি আরবকে মনোপোলিস্ট বলা যায়। এ কারণে থাকা-খাওয়া, যাতায়াত ইত্যাদিতে গলাকাটা দাম রেখে মুনাফা লোটা মানা যায়- কিন্তু বছরের পর বছর খারাপ সার্ভিস দিয়ে পার পেয়ে যাবে, এটা মানা যায় না।"
    সহমত...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. লুৎফুল (৭৮-৮৪)

    পুতুলনাচের যুগে আছি আমরা। এর আগে ছিলো ইন্টারনেটের যুগ।
    তার ভেতর দিয়েই চলছিলো, এখন পুরোপুরি পুতুলনাচের যুগ।
    সূতায় নাচালে প্যালেস্টাইনের রক্তপাতের জন্য স্ক্রিপ্ট অনুযায়ী শোক সন্তাপ।
    না চাইলে ভোগে ভোজে মেতে থাকেন সব মাথামোটা আরব কর্তারা।
    কতোটা নির্বোধ হলে এমন একাধিক হত্যাকান্ডের মতোন ঘটনা ঘটে !
    আর তার চেয়েও ভয়াবর তাদের মৃতদেহ উদ্ধারের বীভত্স দৃশ্যগুলো ।
    মনুষত্বের চরম অবমাননা নির্দ্বিধায়। কিন্তু নির্বোধ কখনো কিছু বুঝে উঠবে সেই প্রত্যাশাটাই সবচেয়ে বড় ভুল।

    জবাব দিন
  4. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    ১। হুমম... সব ইয়াহুদী-নাসারা মিডিয়ার অপপ্রচার, জুনা ভাই। আসলে বিশ্বে কোনও সৌদি আরব নাই। B-)

    ২। সৌদি গ্র্যান্ড মুফতি ইতোমধ্যে এই দুনিয়াবি ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে দায়মুক্তি দিয়ে ফেলেছেন। x-(

    ৩। হেহেহে। দেশে তেল নাই/গেস নাই/পানি নাই আর আপনি বিচার চাইছেন সৌদি আরবের? কাভিনেহি! 😀



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।